বাজার কাপাতে আসছে মিনি সিরিজের স্মার্টফোন!

দেশের মার্কেটে সাশ্রয়ী দামে দারুন দারুন সব স্মার্টফোন নিয়ে আসবার জন্য অন্যতম জনপ্রিয় একটি প্রতিষ্ঠান হচ্ছে ওয়ালটন। ওয়ালটন দেশের মানুষের ক্রয়ক্ষমতার কথা চিন্তা করে, সবসময় এমন সব স্মার্টফোন নিয়ে আসে; যা দিয়ে মানুষের নিত্যদিনের সকল চাহিদা পূরণ হবে, যা সবাই একটি বেসিক স্মার্টফোন থেকে চায়! ওয়ালটন শুরু থেকেই এই বিষয়টি মাথায় রেখেই মেড ইন বাংলাদেশ স্মার্টফোন সেগমেন্টকে অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছে এবং যাচ্ছে।  এই ধারাবাহিকতায় ওয়ালটন মিনি সিরিজের নতুন একটি ফিচারবহুল স্মার্টফোন বাজারে আনতে চলেছে।

সম্প্রতি ওয়ালটন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে "THE DRAGON IS ON FIRE" এই ট্যাগলাইনে তাদের নতুন একটি ফোনের টিজার প্রকাশ করেছে; এই টিজারটি  থেকে ধারনা করা যাচ্ছে তারা তাদের নতুন এই স্মার্টফোনটিতে চিপ জায়ান্ট কোয়ালকমের স্ন্যাপড্রাগনের শক্তিশালী গেমিং চিপসেট ব্যবহার করেছে। নতুন এই স্মার্টফোনের ইউজার ইন্টারফেসের দিক দিয়েও যথেষ্ট কাজ করেছে ওয়ালটন।  বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে, ধারনা করা যাচ্ছে যে এই স্মার্টফোনে ওয়ালটন সম্পূর্ণ নতুন একটি স্মুথ ও ফিচারবহুল ইউজার ইন্টারফেস ব্যবহার করেছে।

নতুন এই স্মার্টফোনটিতে ক্যামেরার দিক দিয়েও দারুন চমক থাকছে বলে আশা করা যায়। কেননা স্মার্টফোনটির ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা দিয়ে ৪কে ভিডিও রেকর্ডিং করার সক্ষমতা রয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটনের বিশ্ববিখ্যাত চিপসেট ব্র্যান্ড কোয়ালকমের স্ন্যাপড্রাগন সিরিজের চিপ ব্যবহার করা সত্যিই অনেক বেশি প্রশংসনীয়।

মূলত মিড বাজেট সেগমেন্টের একটি স্মার্টফোন হিসেবে নতুন এই ফোনটিকে গেমিং কঞ্জিউমারকে টার্গেট করে বাজারে আনতে চলেছে ওয়ালটন।

ইতিপূর্বে ওয়ালটন তাদের প্রিমো আরএক্স৮ মিনি স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন  চিপসেটের সাথে বাজারে এনেছিল। সেই গেমিং স্মার্টফোনটি বাজারে বেশ ব্যবসা সফলও হয়েছিল! তাই আশা করা যায় ওয়ালটনের নতুন এই স্মার্টফোনটিও বাজারে বেশ শক্তপক্ত একটি অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস