কোনটি বাজারের সেরা বাজেট ল্যাপটপ? ASUS ROG Zephyrus G14 নাকি Lenovo Legion 5 Pro যাচাই করে ফেলুন এখনি!

বাংলাদেশের ল্যাপটপ মার্কেটের সবচেয়ে বড় ক্রেতা হলেন শিক্ষার্থী ও কর্পোরেট এক্সিকিউটিভ। তাদের চাওয়া এমন একটি ল্যাপটপ যা দিয়ে তারা সকল কিছুই করতে পারবেন এবং দীর্ঘক্ষণ চালাতে পারবেন। সেই চাওয়া পূর্ণ করে আসছে বাজারের সবচেয়ে বড় ব্যান্ড আসুস ও লেনভো। তাদের মিড রেজ বাজেট সিরিজটিও বাজারের অন্যতম চাহিদা সম্পন্ন একটা সিরিজ যার মধ্যে আছে যারা গেমিং নিয়ে বেশি চিন্তিত তাদের জন্য তো ROG, এবং Legion। স্পেসিফিকেশন ও স্টেডি বিল্ডের দিক থেকে আসুস সবসময়ই সেরা তবে সেটির সাথে যদি একটি উন্নতমানের ডিজান এসথেটিক্স ও পোর্টাবিলিটি চান তাহলে লেনেভোই আপনার জন্য।

সেরা বাজেট ল্যাপটপ- Asus Vs. Lenovo

বাজেট ল্যাপটপের কথা সামনে আসলেই দুটি ব্যন্ডের কথা সামনে আসেই সেটি হলো আসুস ও লেনোভো। বাজেট সেগমেন্টে থেকেও যারা গেমিং নিয়ে অনেক বেশি আগ্রহী তাদের যদি বলা হয় আসুস বা লেনোভোর কোন সিরিজটি বেশি ভালো হবে তাহলে এক কথায় বলে উঠবে Zephyrus বা Legion। তবে এই সিরিজের মধ্যেও রয়েছে অনেক ল্যাপটপ এবং তাদের মধ্যে এই ২০২২ সালের প্রথম কোয়াটার এর সেরা দুটি ল্যাপটপ হলো ASUS ROG Zephyrus G14 ও Lenovo Legion 5 Pro। সামনে দুটি ল্যাপটপের কম্পেরিজন দেখলেই বুঝতে পারবেন কোন ল্যাপটপটি আপনার জন্যই তৈরী। এছাড়াও দাম সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে আপনি সার্চ  করতে পারেন asus laptop price in bd অথবা lenovo laptop price in bangladesh, এর মাধ্যমে আপনি সহজেই পন্যর দাম বিবেচনা করতে পারবেন।

ল্যাপটপ কম্পারিজন- ASUS ROG Zephyrus G14 vs ASUS ROG Zephyrus G14

সেরা দুটি ল্যাপটপের কম্পারিজন বিভিন্ন সোস্যাল প্ল্যাটফর্মে অনেকদিন ধরে এই ট্যাগে চাওয়া- ASUS ROG Zephyrus G14 GA401Q 14″ vs Lenovo Legion 5 Pro-16” যা আমরা আজ আপনাদের সামনে আনছি।

চিপসেট

ASUS ROG Zephyrus G14 এ চিপসেট হিসেবে থাকছে ৮ কোর বিশিষ্ট AMD Ryzen™ 9-5900HS Processor ও Lenovo Legion 5 Pro-16 তে থাকছে একই ৮ কোর বিশিষ্ট Intel Core i7-11800H Processor। তবে এদের মধ্যে মূল পার্থক্য হলো বেইস ক্লক স্পিডের, লেনেভোতে যেখানে ২.৩ গিগাহার্জ সেখানেই ৩ গিগাহার্জ থাকছে আসুসের ল্যাপটপে। চিপসেটের দিক বিবেচনাই বুষ্ট ক্লক স্পিড দুটোরই ৪.৬ গিগাহার্জ হওয়াতে দুটোই ভিডিও এক্সপোর্টিং পার্ফোমেন্স হবে অত্যান্ত ভালো তবে গেমিং এ আসুসের বেইস ক্লক স্পিড বেশি থাকায় তা কিছুটা ভালো পার্ফোমেন্স দিয়ে থাকবে।

গ্রাফিক্স কার্ড

আসুসে থাকছে NVIDIA® GeForce® RTX3060 MAX-Q 6GB GDDR6 গ্রাফিক্স কার্ড অপর পক্ষে লেনেভোতে আছে NVIDIA GeForce RTX 3070 8GB GDDR6 গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডের দিক থেকে অবশ্যই লেনেভো অনেকটাই এগিয়ে। ৬ জিবির জায়গায় একটি ৮ জিবির গ্রাফিক্সকার্ড লং টার্মে অনেকটাই নিশ্চিত করবে আপনাকে একজন হাই-স্পেক ল্যাপটপ ইউজার হিসেবে।

ডিসপ্লে

লেনেভো তার ডিসপ্লেতে রাখছে 16″  100% sRGB 2K IPS 500nits Anti-glare 165Hz ডিসপ্লে যা একজন গেমার হিসেবে আপনাকে রাখবে সন্তুষ্ট তবে আপনি যদি একজন ডিজাইনার হন তাহলে এই ডিসপ্লে এর ১৬ মিলিয়ন কালার ও করবে আপনার এডিটিং এক্সপেরিন্সকে মনমুগ্ধ। অপর দিকে আসুসের 14-inch Non-glare QHD (IPS 120Hz 100% sRGB ডিসপ্লে লেনেভোর তুলনায় কিছুটা কম রিফ্রেসরেট ও সাইজ অফার করলেও এডিটিং এ এক্সপেরিন্স হবে প্রায় এক তবে ১২০ হার্জ ডিসপ্লে অবশ্যই একটু হতাশ করবে এই প্রাইস পয়েন্টে।

র‍্যাম ও স্টোরেজ

আসুসে থেকছে 16GB  DDR4 3200MHz র‍্যাম ও তার সাথে থাকছে 1TB M.2 NVMe SSD যা আপনার ল্যাপটপের এপলিকেশন হ্যান্ডিলিংকে করবে ল্যাগ মুক্ত। লেনেভো তেও একই ধরনের র‍্যাম ও স্টোরেজ ব্যবহার করা হয়েছে তবে বলতে হয় আসুসের র‍্যামের লেটেন্সি বরাবরই কম হয়ে থাকে এবং তা অবশ্যই ভালো পার্ফোমেন্স দিয়ে থাকবে। এছাড়াও, মনে রাখা উচিত, আরো ১৬ জিবি র‍্যাম এক্সপেন্সন অপশন তো থাকছেই সকল কিছুর সাথে।

ব্যাটারি

দুইটি ল্যাপটপই প্রায় একই স্ক্রিন অন টাইম দিয়ে থাকে তবে আসুস কিছুটা পাওয়ার কম ব্যবহার করাই ইফিশিয়েন্ট মোড এ প্রায় ২০% অতিরিক্ত স্ক্রিন অন টাইম পাওয়া সম্ভব। রেগুলার স্ক্রিন অন টাইম প্রায় ৩.৫–৪ ঘন্টা।

পোর্টাবিলিটি

আসুসের ল্যাপটপটি ১.৭ কেজি অপর দিকে লেনোভোটি প্রায়.৬ কেজি বেশি হওয়াই সাথে সাথে ১৪ ইঞ্চি স্ক্রিন সমৃদ্ধ হয়াই আসুসই বেশি পোর্টাবিলিটি দিয়ে থাকবে লেনেভো এর তুলনায়। এছাড়াও বাংলাদেশের বেশিরভাগ ব্যাগ প্যাক ১৪ ইঞ্চি ল্যাপটপের জন্য তৈরী হওয়ায় নতুন কোন এক্সেসরি দরকার হবে না আসুসের ল্যাপটপটির জন্য।

কোথা থেকে কেনা যায়?

কেনার জন্য অনেক ওয়েবসাইটই আছে, তবে MC Solution BD তে আসুসের ল্যাপটপটি পাওয়া যাচ্ছে মাত্র ১ লক্ষ ৭৩ হাজার টাকায় এবং লেনোভোটি পাওয়া যাচ্ছে ১ লক্ষ ৯৫ হাজার টাকায়। বর্তমানে যারা অথেনটিক ল্যাপটপ দিচ্ছে তাদের মধ্যে এরাই সবচেয়ে কম দামে এবং তার সাথে সকল সার্ভিস ও পার্টস ওয়ারেন্টি দিচ্ছে এই শপটিই। তাছাড়াও, একসেসরিস ও পাওয়া যাবে এখানেই।

কোনটি আপনার জন্য ভালো হবে?

আপনি যদি হয়ে থাকেন একজন গেইমার এবং চান দুর্দান্ত রিফ্রেশরেট ও পাওয়ারফুল গ্রাফিক্সকার্ড সাথে সাথেই দাম নিয়ে তেমন চিন্তা নেই তাহলে লেনোভোই হবে আপনার জন্য বেস্ট অপশন। তবে গেমিং নিয়ে আপনার যদি তেমন একটি মাথা ব্যাথা না থাকে, ল্যাপটপটি শুধু হয় প্রোডাকটিভিটির জন্য তাহলে আসুস আপনার জন্য ভালো অপশন হতে পারে। ১৪ ইঞ্চি ল্যাপটপ হওয়াই আপনার পোর্টাবিলিটির জন্য ও ভালো এবং আপনার যতটুকু পার্ফোর্মেন্স লাগবে তার জন্য অত্যান্ত ভালো। তার থেকেও বেশি যেটিতে লাভবান হবেন যদি আপনি ভিডীও এডিটর হন কারন লেনেভোর থেকে আসুসের এক্সপোর্ট টাইম অনেক কম যা আপনার টাইম অনেক বাচাবে।

Level 1

আমি রাকিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস