২০২২ এর বেস্ট মিড বাজেট স্মার্টফোন!

আমাদের দেশের বাজারের হিসেবে যখন সাশ্রয়ী দামে সেরা স্মার্টফোন কেনার কথা ওঠে, তখন সামনে চলে আসে ওয়ালটনের নাম। ওয়ালটন নিঃসন্দেহে দেশীয় স্মার্টফোন বাজারে অন্যতম বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। লো বাজেট হোক কিংবা মিড বাজেট, যেকোনো বাজেটের স্মার্টফোন কিনতে চাইলে বাজারে ওয়ালটনকে দেখা যাবে অন্যতম প্রতিযোগী অবস্থানে!

এই আর্টিকেলে আমরা ২০২২ সালের এই পর্যন্ত ওয়ালটনের মিড বাজেটে সেরা কয়েকটি স্মার্টফোন সম্পর্কে জানব। মূলত এই বাজেটের ভেতর স্মার্টফোনগুলো আপনার দামের হিসেবে যেমন সাশ্রয় হবে, তেমনি এই দামে বাজারে অন্য-এরকম স্মার্টফোন খুঁজেও পাওয়া যাবেনা। আমরা আজকের তালিকায় যে ৫ টি স্মার্টফোন  সম্পর্কে আপনাকে জানাব, সেগুলো হলঃ প্রিমো আর৮, প্রিমো এইচ১০, প্রিমো এনএক্স৬, প্রিমো এস৮ এবং প্রিমো জেডএক্স৪।

এই লেখায় প্রতিটি স্মার্টফোনের দাম এবং তাদের একনজরে ফিচারসগুলো যুক্ত করে দেয়া হয়েছে; যেন আপনাদের সেই স্মার্টফোনের তথ্যগুলো সম্পর্কে জানতে সুবিধা হয়।

প্রিমো আর৮

১১৯৯৯ টাকায় প্রিমো আর৮ ওয়ালটনের আর সিরিজের অন্যতম জনপ্রিয় একটি স্মার্টফোন। ফোনটিতে পেয়ে যাবেন ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ফোন ইন্টারনাল স্টোরেজ। প্রসেসর হিসেবে পাবেন মিডিয়াটেক এর হেলিও জি৩৫ চিপসেট। ফোনটিতে পাওয়া যাবে ৬.৫ ইঞ্চি বিগ ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি সব নিয়েও এই স্মার্টফোনটির ওজন মাত্র ১৯২ গ্রাম। আর স্মার্টফোনটির পুরুত্ত মাত্র ৯ মিলিমিটারের মত।

একনজরে প্রিমো আর৮ 

  • অ্যান্ড্রয়েড ১০
  • হেলিও জি৩৫, ২.৩ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম
  • ৬.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
  • ১৩+২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৫০০০ এমএইচ ব্যাটারি

প্রিমো এইচ১০

প্রিমো এইচ১০ ওয়ালটনের মার্কেট হিট এইচ সিরিজের সাম্প্রতিক উন্মোচিত হওয়া অনবদ্য একটি স্মার্টফোন। প্রিমো এইচ১০ স্মার্টফোনটির মূল্য ১২৯৯৯ টাকা। স্মার্টফোনটিতে পাবেন মিডিয়াটেক এর হেলিও জি৩৫ প্রসেসর। যা একটি অক্টাকোর ২ গিগাহার্জ বাজস্পিডের প্রসেসর। আর এই প্রসেসর এর সাথে গ্রাফিক্স ইউনিট হিসেবে পেয়ে যাবেন পাওয়ারভিআর জিই৮৩২০ জিপিইউ। ফোনটিতে থাকছে ৪ জিবি এলপিডিডিআর৪ র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। প্রিমো এইচ১০ স্মার্টফোনটির সাথে পাবেন ৬.৫২ ইঞ্চি সাইজের বিগ ডিসপ্লে।

একনজরে প্রিমো এইচ১০ 

  • অ্যান্ড্রয়েড ১১
  • হেলিও জি৩৫, ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম
  • ৬.৫২ ইঞ্চি ইনসেল আইপিএস ডিসপ্লে
  • ১৩+২+২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ
  • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৫০০০ এমএইচ ব্যাটারি

https://www.youtube.com/watch?v=E2lytgIf2p0

প্রিমো এনএক্স৬

১৫৯৯৯ টাকায় প্রিমো এনএক্স৬ ওয়ালটনের সাম্প্রতিক উন্মোচিত হওয়া প্রিমিয়াম ডিজাইনের একটি স্মার্টফোন। প্রিমো এনএক্স৬ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৮৫ চিপসেট। হেলিও জি৮৫ মিডিয়াটেকের একটি মিড রেঞ্জ স্মার্টফোনের জন্য গেমিং চিপসেট। প্রিমো এনএক্স৬ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ইনসেল প্রযুক্তির আইপিএস ডিসপ্লে প্যানেল। প্রিমো এনএক্স৬ এর এই ডিসপ্লেটির সাইজ ৬.৭৮ ইঞ্চি, এবং রেজুলেসন ২৪৬০*১০৮০ পিক্সেল। 

একনজরে প্রিমো এনএক্স৬

  • অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম
  • ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, হেলিও জি৮৫ চিপসেট
  • ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম
  • ৪৮ + ২ + ৫ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ
  • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৬.৭৮ ইঞ্চি এফএইচডি প্লাস পাঞ্চহোল ডিসপ্লে
  • মাল্টি ফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ৬০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি

প্রিমো এস৮

ওয়ালটনের এস সিরিজ বরাবরই ওয়ালটনের একটি মিড বাজেটে প্রিমিয়াম লেভেলের স্মার্টফোন সিরিজ। সেই এস সিরিজের সর্বশেষ সংযোজন ২০৯৯০ টাকার প্রিমো এস৮ স্মার্টফোন। প্রিমো এস৮ এর হার্ডওয়্যার হচ্ছে এর অন্যতম শক্তিশালী অংশ। প্রিমো এস৮ স্মার্টফোনে পেয়ে যাবেন মিডিয়াটেকের হেলিও জি৮৮ চিপসেট। একই চিপসেট শাওমি তাদের রেডমি নোট ১১ এর চাইনিজ ভেরিয়েন্টেও ব্যবহার করেছে। হেলিও জি৮৮ একটি অক্টাকোর গেমিং ওরিয়েন্টেড চিপসেট। চিপসেটের ইন্টিগ্রেটেড জিপিইউ হিসেবে পাওয়া যাবে, মালি জি৫২ এমসি২’কে। সম্পূর্ণ সিস্টেমকে ব্যাকআপ দিবে ফোনটির ৬ জিবি আল্ট্রা ফাস্ট ডিডিআরএক্স৪ র‍্যাম।

একনজরে প্রিমো এস৮ 

  • ৪জি কানেক্টিভিটি
  • অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম
  • হেলিও জি৮৮ চিপসেট, হাইপার ইঞ্জিন ২.০ প্রযুক্তি
  • ৬ জিবি এলপিডিডিআরএক্স৪ র‍্যাম, ১২৮ জিবি রম
  • ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে, ৯০ হার্জ রিফ্রেশ রেট
  •  কোয়াড ক্যামেরা সেটআপ (৪৮+৫+২+২)
  • ৫০০০ এমএএইচ ব্যাটারি
  • ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং

প্রিমো জেডএক্স৪

ওয়ালটনের ফ্ল্যাগশীপ সিরিজ হচ্ছে ওয়ালটনের প্রিমো জেডএক্স সিরিজ। ওয়ালটনের সেই জেডএক্স সিরিজের সর্বশেষ সংযোজিত স্মার্টফোন হচ্ছে প্রিমো জেডএক্স৪। প্রিমিয়াম ফ্ল্যাগশিপ গ্রেড এই প্রিমো জেডএক্স৪ স্মার্টফোনটির বাজার মূল্য হচ্ছে ২৬৯৯৯ টাকা। মেইন ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরটির সাইজ 1/1.73"। অর্থাৎ ফোনটির সাথে পাচ্ছেন বিশাল সাইজের একটি প্রাইমারি ক্যামেরা সেন্সর, যার মাধ্যমে এই ফোনটি দিয়ে দারুন সার্প ও কালার একুরেট ছবি তোলা সম্ভব হবে। ফোনটির মেইন ক্যামেরা সেন্সরের এপারচার সাইজ F/1.89। যত কম এপারচার সাইজ তত বেশি সাটার ওপেনিং এবং তত বেশি কালার একুরেট ছবি। তাছাড়াও মেইন ক্যামেরাটিতে পাওয়া যাবে ৬পি লেন্স।

একনজরে প্রিমো জেডএক্স৪ 

  • হেলিও জি৯৫ চিপসেট
  • অ্যান্ড্রয়েড ১১
  • ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম
  • ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি-প্লাস এলটিপিএস ডিসপ্লে প্যানেল
  • ৪০০০ এমএএইচ ব্যাটারি
  • সাইড ফিঙ্গার প্রিন্ট সেন্সর
  • ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ পেন্টা ক্যামেরা সেটাপ
  • ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা


এইছিল আজকের আলোচিত ওয়ালটনের মিড বাজেটের সেরা ৫টি স্মার্টফোন নিয়ে আপনাদের সাথে আলোচনা। আমরা আজকের এই টিউনে শুরু থেকে পর্যায়ক্রমিকভাবে কম দাম থেকে বেশি দামে সাজিয়ে ৫টি স্মার্টফোন নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। আপনার বাজেটের সাথে আজকের আলোচিত যে স্মার্টফোনটি যায়, সেটিই আপনি কিনে নিতে পারেন কিংবা উপহার দিতে পারেন কাছের কাউকে!

ওয়ালটনের অন্যসকল স্মার্টফোনের মতই এই স্মার্টফোন গুলোতেও পেয়ে যাবেন নিয়মিত ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি। আর ওয়ালটনের দেশজুড়ে বিস্তৃত সার্ভিস সেন্টার নেটওয়ার্কের ফলে, সার্ভিস নিয়ে আপনাকে অতিরিক্ত কোন চিন্তাও করতে হবেনা। স্মার্টফোনগুলো দেখতে কিংবা আজই চলে যেতে পারেন আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজা কিংবা ওয়ালটন স্মার্টজোনে।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস