বাংলাদেশ পল্লী উন্নয়ন বাের্ডের অধীনে রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মােতাবেক সরাসরি কোটায় জনবল নিয়ােগের জন্য নিম্নবর্ণিত সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর সেরা সার্কুলার শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত/স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে http://brdb.Teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে (online) আবেদন আহবান করা হচ্ছে। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে যে অনলাইন (online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে শূন্য পদের সংখ্যাঃ
এ পদে ৬৮ জন সর্ব সাধারণের জন্য এবং ৯৩ জন ইউসিসিএ এর কর্মচারীদের জন্য নিয়োগ দেবে।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের গ্রেড কিঃ
এ পদে ১০ম গ্রেডভূক্ত কর্মচারী এবং যা ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী ১৬০০০-৩৮৬৪০/- নির্ধারিত বেতন পাবেন।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে আবেদনের যোগ্যতাঃ
স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদের স্নাতক (সম্মান) ডিগ্রি এবং ইউসিসিএ এর কর্মচারীদের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তার পদে অনলাইনে আবেদনঃ
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালাে/ সম্পূর্ণ সাদা/ঘােলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযােগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তােলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলােড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তার পদে আবেদনের ফিঃ
Applicant's Copy -তে একটি User ID থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk pre-paid মােবাইল নম্বর হতে ০২ (দুই) টি SMS এর মাধ্যমে উক্ত Applicant's Copy প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে। উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে দুটি SMS করে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে আবেদনের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা এবং অনলাইন ফি বা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬০ টাকাসহ সর্বমোট ৫৬০ টাকা পে করতে হবে।
আরো বিস্তারিত পড়ুন এই লিংকে
আমি মোঃ জিল্লুর রহমান। Credit Checking Cum-Sayerat Assistant, ICT Section, DC Office, Naogaon., Naogaon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Md.Zillur Rahman, born in 1991, is one of the first children of two children in a small family consists of five members. Born in a poor family, I face a very miserable condition from outset of my bringing up until maturity. Being a very depraved child in the poor family...