মঈন ভাই, আমিনুল ভাই, শাকিল ভাই ও সুমন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

সুন্দর সুন্দর টিউনস করার জন্য প্রথমে ভাইদেরকে বিশেষভাবে অভিনন্দন। আমি টেকটিউনসে নতুন সদস্য হয়েছি। কিন্তু কোন টিউন করার সাহস পায়নি। কারণ আমি মনে করি এখানে যারা টিউন করেন বা করছেন তারা সকলেই আমার চেয়ে বেশী জানেন। তবে কেন টেকটিউনসের সদস্য হলাম? মূলত আমি আপনাদের কাছ থেকে শিখতে টেকটিউনসে সদস্য হয়েছি । আমি টেকটিউনসের প্রায় সবগুলো টিউন পড়েছি, তবে দুঃখজনক হলেও সত্য যে টেকটিউনসে Multi-boot dvd সম্পর্কে কোন টিউন নেই। যদিও বিষয়টি আমাদের অনেকরই অজানা। তাই মঈন ভাই, আমিনুল ভাই, শাকিল ভাই ও সুমন ভাইয়ের প্রতি আমার বিশেষ আবদার আপনারা যেকেউ Multi-boot dvd সম্পর্কে একটি বিস্তারিত টিউন করবেন। MasicISO বা Easyboot দিয়ে যদি Multi-boot dvd তৈরীর টিউন করেন তবে boot.bif (বুট ফাইল) সম্পর্কে বিস্তারিত লিখবেন। কারণ আমার মনে হয় ব্যাপারটা সম্মন্ধে ভাল ধারণা থাকা প্রয়োজন। আশা রাখি অতিসত্বর টেকটিউনের পাতায় Multi-boot dvd সম্পর্কে আপনাদের বিস্তারিত টিউন দেখতে পাবো।

আমার সাথে যদি কেউ একমত থাকেন মানে মাল্টিবুট ডিভিডি তৈরী সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমার ষাথে একমত হবেন সেই ষাথে মঈন ভাই, আমিনুল ভাই, শাকিল ভাই ও সুমন ভাইকে টিউনের নিচে মন্তব্য করে অনুরোধ জানাবেন।
ধন্যবাদ সবাইক................

Level 0

আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঠিক আছে আমি করে দেব।

Level 0

শাকিল ভাই,
আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বলে বোঝাতে পারবো না। কারণ আমি আশা করি নাই এত দ্রুত আপনি আমার আবদার পূরণের আশ্বাস দিবেন। তবে ভাইয়া অবশ্যই সহজ করে টিউন করবেন যাতে আমরা যারা এ সম্পর্কে তেমন জানি না তারা যেন সহজে বুঝতে পারি। আবারো আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

Hurry up! As soon as possible. Thanks শাকিল ভাই and mofarukbd ভাই।.

শাকিল ভাই আপনাকে অগ্রিম ধন্যবাদ।

Level 0

শাকিল ভাই,
মাল্টিবুট ডিভিডিতে অবশ্যই windowsxp sp2, hiren boot9.6 ও norton ghost12.0 বুটেবুল অপারেটিং সিস্টেম/ সফটওয়্যার হিসেবে অবশ্যই ব্যবহার করে দেখাবেন। কোন কারণে কোনটি বাদ দিলে আমরা তা কিভাবে Multi-boot dvd তে Add করবো এবং এগুলো কিভাবে dvd থেকে boot করাবো তার বিস্তারিত আলোচনা করবেন।

Level 0

শাকিল ভাই,
আমি mofarukbd ভাইয়ের সাথে একমত উপরোক্ত সফটওয়্যার গুলি (windowsxp sp2, hiren boot9.6 ও norton ghost12.) ব্যবহার করে দেখালে বোধহয় সবচেয়ে ভালো হয়। শাকিল ভাই আপনার টিউনের অপেক্ষায় রইলাম। শাকিল ভাই ও mofarukbd ভাইকে অনেক ধন্যবাদ।

শাকিল ভাই একটা মানুয় ই! আর শাকিল ভাই অসুস্থ সবাই উনার জন্য দয়া করবেন ।

মানুষ*

Level 0

শাকিল ভাই,
multiboot dvd তে windowsxp sp2 ও hiren boot এর ব্যবহার দেখতে চাই। বাকিটুকু শাকিল ভাইয়ের উপর ছেড়ে দিলাম।
ধন্যবাদ!