আমরা প্রতিদিনই নিজেদের প্রাত্যহিক কর্ম সম্পাদনের জন্য ঘরের বাহিরে যাতায়াত করে থাকি৷ নগর জীবনে ঘরের বাহির হলেই যেন এক মহা গোলযোগ কানে ধেয়ে আসে। মুহুর্তেই বিভিন্ন রকমের তীব্র শব্দ যেন কান ঝালাপালা করে দেয়। মানবজীবন পরিচালনের জন্য সুষ্টু-সুন্দর পরিবেশ অত্যান্ত গুরুত্বপূর্ণ৷ আর এই পরিবেশের ভারসাম্য রক্ষা করা মানুষের দায়িত্ব। কিন্তু দূর্ভাগ্যের বিষয় আমরাই আমাদের চারিদিকের পরিবেশ নিত্যদিনই বিভিন্নভাবে দূষণ করে যাচ্ছি। যদিও পরিবেশ সম্পর্কে আজকাল আমরা সচেতন হতে শুরু করেছি৷ কিন্তু শব্দদূষণ সম্পর্কে আমাদের সচেতনতা এখনো তেমনভাবে উন্নতি হয় নি৷ শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের আগে জানতে হবে যে, শব্দদূষণ কি? শব্দদূষণ হচ্ছে মানুষ বা কোন প্রাণীর শ্রুতিসীমা অতিক্রমকারী কোনো শব্দ সৃষ্টির কারণে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা। গ্রামীণ জীবনের তুলনায় নগর জীবনে আমরা অত্যাধিক মাত্রায় শব্দদূষণের শিকার হচ্ছি। অনিয়ন্ত্রিত নগরায়ন, লোকজনের ভিড়, গাড়ি-ঘোড়া, ট্রেন ইত্যাদি চলার অবিরাম শব্দ, কল-কারখানার শব্দ, এবং রাস্তার পাশে বিভিন্ন মেশিন শপের ঘড়ঘড় শব্দ আমাদের ইতিমধ্যে আমাদের কান-সওয়া হয়ে গেছে। কিন্তু এসব শব্দের তীব্রতা আমাদের কানের ব্যাপক ক্ষতি করণ হয়ে দাড়াচ্ছে, প্রতিনিয়তই আমাদের স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে যাচ্ছে। এছাড়াও মাথাব্যথা, উচ্চরক্ত চাপ, শিরপীড়া, হৃদরোগ এবং মানসিক অসুস্থতাসহ নানা রোগ সৃষ্টির কারণ হয়ে উঠছে এই শব্দদূষণ৷
শব্দের তীব্রতা মাপার একককে বলা হয় 'ডেসিবল। ' এর দ্বারা শব্দতরঙ্গ প্রখরতা নির্ণয় করা হয়। শব্দতরঙ্গের তীব্রতা মাপার একক 'ডেসিবল' নামটি বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল এর স্বরণে রাখা হয়েছে। তিনি বহুদিন যাবত শব্দতরঙ্গ নিয়ে অনেক গবেষণা করেন এবং এই গবেষণার ফলাফল হিসাবে তিনি টেলিফোন আবিস্কার করেছিলেন৷ যদি আমরা সবচেয়ে হালকা শব্দতরঙ্গ খুঁজতে যাই সেটা হচ্ছে, প্রজাপতির পাখার মৃদু সঞ্চালন, ডেসিবল স্কেলে যার মাত্রা প্রায় শূন্য৷ বাসায় আমরা সাধারণত যে ভলিউমে টিভি শুনে থাকি, সে শব্দের মাত্রা প্রায় ৫০ ডেসিবল৷ কারখানার যে মৃদু শব্দ শুনতে পাওয়া যায় সেটার মাত্রায় প্রায় ৯৫ ডেসিবল৷ তাহলে এত এত কারখানার সম্মলিত শব্দতরঙ্গের প্রখরতা কত হবে সেটা হিসাব করেই দেখুন৷ আজকাল এমনকি গায়ে হলুদ অনুষ্ঠানেও ব্যান্ড শো'র আয়োজন করা হয়৷ পপগানের বহুগুণ বর্ধিত শব্দতরঙ্গ আশপাশের বাড়ির লোকজনেরও কান ঝালাপালা করে ছাড়ে৷ তবে কিভাবে সৃষ্টি হয় এই শব্দতরঙ্গ? শব্দতরঙ্গ সৃষ্টি হয় বাতাসের লাখ লাখ অণুর পারস্পরিক সংঘর্ষ ও কম্পনের ফলে। এই শব্দতরঙ্গ আমাদের কানে পৌঁছায় এবং অনুরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তীব্র শব্দতরঙ্গ কানের মারাত্বক ক্ষতি সাধন করে থাকে। আর এর ফলে কখনো কখনো কান নষ্ট হয়ে যাওয়ারও সমূহ সম্ভাবনা রয়েছে। তবে শব্দতরঙ্গ যত দূরে যায় ততই দুর্বল হয়ে পড়ে। এ কারণে কোন তীব্র শব্দ দূর থেকে শুনলে মৃদু শোনা যায়। মানবজীবনের ক্ষতিসাধনকারী এই শব্দদূষণ থেকে রক্ষা পাওয়ার দ্রুত কার্যকরি ব্যবস্থা গ্রহণ করা একান্তই জরুরি৷ যত্রযত্র, কারণে-অকারণে রাস্তায় গাড়ির হর্ন বাজানোর ব্যাপারে অত্যাধিক বিধিনিষেধ আরোপ করে শব্দদূষণ কমানোর প্রয়াস পাওয়া প্রয়োজন। সস্থ, সুন্দর এবং শব্দদূষণমুক্ত একটি পরিবেশে বেড়ে উঠুক আগামীর শিশুরা।
আমি নূরুদ্দীন শহীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নির্দেশনা [০১]
প্রিয় টিউনার,
আপনার টিউনটি ‘টেকটিউনস টিউন গাইডলাইন’ অনুযায়ী হয়নি।
কারণ:
আপনার টিউনটি, লিস্ট বেইসড টিউনে ফরমেটিং করা হয়নি। ‘টেকটিউনস টিউন গাইডলাইন’ অনুযায়ী এধরনের প্রকাশিত টিউন, লিস্ট বেইসড টিউন বা ‘Listicle’ (লিস্টিক্যাল) বা List Post (লিস্ট Post) ফরমেটিং করতে হয়।
লিস্ট বেইসড টিউনকে কন্টেন্ট রাইটিং এর ভাষায় ‘Listicle’ (লিস্টিক্যাল) বা List Post (লিস্ট Post) বলা হয়। লিস্ট বেইসড, ‘Listicle’ (লিস্টিক্যাল) বা List Post (লিস্ট Post) ফরমেটিং এর টিউন এর উদাহরণ হিসেবে টিউন ১ ও টিউন ২ লক্ষ করুন।
লিস্ট বেইসড টিউনে লিস্টের
খেয়াল রাখুন
১. টিউনে H2, H3 বা H4 সহ যে কোন হেডিং কখনও বোল্ড করা যায় না ও লিংক করা যায় না।
২. লিস্ট বেইসড টিউনে প্রতি আইটেমের ক্রমিক নম্বর থাকতে হয়।
লিস্ট বেইসড টিউনে প্রতি আইটেমের ক্রমিক নম্বর বাংলা নিচের ফরমেটে থাকতে হয়।
১. আইটেম ১
২. আইটেম ২
এখানে প্রথমে বাংলা ক্রমিক নম্বর, তারপর একটি ডট, ডটের পর স্পেস তারপর আইটেমের নাম।
লিস্ট বেইসড টিউনে লিস্টের প্রতি আইটেমে হুবহু এই ফরমেটে ক্রমিক নম্বর থাকতে হয়।
উদারহরণ সরূপ টিউন ১,টিউন ২, টিউন ৩ লক্ষ করুন।
এখানে লিস্ট বেইড টিউনে লিস্টের
করণীয়:
আপনার টিউনটি লিস্ট বেইসড টিউন ফরমেটিং এ ফরমেট করুন।
খেয়াল করুন: আপনার এই টিউন সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি টিউন সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই টিউন টি ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য প্রসেস হবে না এবং ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।
উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।
খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।