টিভি এখন আমাদের নিত্যদিনের বিষয় হয়ে দাড়িয়েছে। শত শত দেশীয় এবং আন্তর্জাতিক টিভি চ্যানেল আমরা এখন দেখতে পারি৷ তবে টিভির চ্যানেলগুলো চলার জন্য ডিশ আ্যান্টেনার প্রয়োজন হয়। আজকে সেই ডিশ আ্যান্টেনা নিয়ে আলোচনা করব৷ আমাদের দেশের ডিশ আ্যান্টেনাগুলো দক্ষিণমুখো করে স্থাপন করতে হয়। কিন্তু এর পেছনে কারণ কি? ডিশ আ্যান্টেনাগুলো পূর্ব কিংবা পশ্চিমমুখী করে স্থাপন করলে কি সমস্যা? আসুন, তাহলে এর পেছনের কারণটা উদঘাটন করা যাক। আমরা যেসব টিভি চ্যানেল দেখি, যেমন বিটিভি ওয়ার্ল্ড, চ্যানেল আই, এটিএন বাংলা, একুশে টিভি, এনটিভি, স্টার টিভি, জিটিভি, মাই টিভি ইন্ডিপেন্ডেন্ট টিভি, যমুনা টিভি ইত্যাদি যে সমস্ত স্যাটেলাইট টিভি চ্যানেল দেখি সেগুলো মহাকাশে নিক্ষেপ করা কৃত্রিম উপগ্রহ থেকে ডিশ আ্যান্টেনার মাধ্যমে সংকেত গ্রহণ করে থাকে। পরবর্তীতে বিভিন্ন কেবল অপারেটররা সেগুলো তারের মাধ্যমে মানুষের বাসায় বাসায় পৌঁছিয়ে দেয়। ফলে ভিন্ন ভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেল দেখতে সুবিধা হয়। যে কৃত্রিম উপগ্রহ থেকে ডিশ আ্যান্টেনার মাধ্যমে স্যাটেলাইট টিভিগুলো সংকেত গ্রহণ করে থাকে সে কৃত্রিম উপগ্রহগুলো বিষুবরেখা বরাবর আকাশে পৃথিবী প্রদক্ষিণ করে থাকে। আর এই বিষুবরেখা আমাদের দেশের দক্ষিণে অবস্থিত। তাই আমাদের দেশের ডিশ আ্যান্টেনাগুলো দক্ষিণ দিকে স্থাপন করতে হয়৷ তবে দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে ডিশ আ্যান্টেনা উত্তরমুখো করে স্থাপন করতে হয়৷ এই কৃত্রিম উপগ্রহগুলো এশিয়ার আকাশে এমন গতিতে স্থাপন করা হয়েছে যেন তা পৃথিবীর আহ্নিক গতির তুলনায় মহাকাশে স্থির অবস্থানে থাকে৷ রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ মহাকাশে ছোড়া হয়। এই কৃত্রিম উপগ্রহ যত উপরে উঠে পৃথিবীর মধ্যাকর্ষন শক্তির টান ধীরে ধীরে তত কমতে থাকে।
কৃত্রিম উপগ্রহ যেন পৃথিবীকে কেন্দ্র করে একটি কক্ষপথে ঘুরতে পারে, সে জান্য তার গতিবেগ নির্দিষ্ট মাত্রায় সমন্বয় করা হয়৷ ভূপৃষ্ট থেকে ২০০ মাইল উপরে একটি কৃত্রিম উপগ্রহের অরবিটাল স্পিড ঘণ্টায় ১৭ হাজার ২০০ মাইল হলে তা পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে৷ ২২ হাজার মাইল উচ্চতায় এই অরবিটাল স্পিড কৃত্রিম উপগ্রহকে ২৪ ঘণ্টায় একবার পৃথিবীর চারপাশে ঘুরে আসতে সক্ষম করে তোলে। কিন্তু একই সময়ে পৃথিবীও নিজের চারপাশে একবার ঘুরে আসে। অর্থাৎ কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে ঠিকই, কিন্তু পৃথিবীর একটি স্থানের তুলনায় স্থির থাকে৷ একবার মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থাপনের পর তার চলার জন্য আর কোন জ্বালানি বা ইঞ্জিনের প্রয়োজন পড়ে না। আপনা-আপনিই এটি ঘুরতে থাকে। কিন্তু এর অর্থ এই নয় যে, সেখানে মধ্যাকর্ষন নেই। আসলে ঘুর্ণনের ফলে সৃষ্ট কেন্দ্রবিমুখী ও কেন্দ্রমুখী, দুটি বিপরীত দিকে ক্রিয়াশীল বল (সেন্টিফিউগাল ফোর্স ও সেন্ট্রিপিটাল ফোর্স) কাটাকাটি হয়ে সেটা ওজনশূন্য হয়ে পড়ে৷ এ অবস্থায় নিউটনের প্রথম সূত্র অনুযায়ী অর্থাৎ গতিজড়তার নিয়কে কৃত্রিম উপগ্রহটি মহাকাশে অবিরাম চলার কথা। কিন্তু মহাকাশে হালকা বাতাসের বাধা কাজ করে বলে একসময় এর গতি কমে যাওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থায় উপগ্রহের গতি অব্যাহত রাখার প্রয়োজন পড়ে।
আমি নূরুদ্দীন শহীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নির্দেশনা [০১]
প্রিয় টিউনার,
আপনার টিউনটি ‘টেকটিউনস টিউন গাইডলাইন’ অনুযায়ী হয়নি।
কারণ:
আপনার টিউনটি, লিস্ট বেইসড টিউনে ফরমেটিং করা হয়নি। ‘টেকটিউনস টিউন গাইডলাইন’ অনুযায়ী এধরনের প্রকাশিত টিউন, লিস্ট বেইসড টিউন বা ‘Listicle’ (লিস্টিক্যাল) বা List Post (লিস্ট Post) ফরমেটিং করতে হয়।
লিস্ট বেইসড টিউনকে কন্টেন্ট রাইটিং এর ভাষায় ‘Listicle’ (লিস্টিক্যাল) বা List Post (লিস্ট Post) বলা হয়। লিস্ট বেইসড, ‘Listicle’ (লিস্টিক্যাল) বা List Post (লিস্ট Post) ফরমেটিং এর টিউন এর উদাহরণ হিসেবে টিউন ১ ও টিউন ২ লক্ষ করুন।
লিস্ট বেইসড টিউনে লিস্টের
খেয়াল রাখুন
১. টিউনে H2, H3 বা H4 সহ যে কোন হেডিং কখনও বোল্ড করা যায় না ও লিংক করা যায় না।
২. লিস্ট বেইসড টিউনে প্রতি আইটেমের ক্রমিক নম্বর থাকতে হয়।
লিস্ট বেইসড টিউনে প্রতি আইটেমের ক্রমিক নম্বর বাংলা নিচের ফরমেটে থাকতে হয়।
১. আইটেম ১
২. আইটেম ২
এখানে প্রথমে বাংলা ক্রমিক নম্বর, তারপর একটি ডট, ডটের পর স্পেস তারপর আইটেমের নাম।
লিস্ট বেইসড টিউনে লিস্টের প্রতি আইটেমে হুবহু এই ফরমেটে ক্রমিক নম্বর থাকতে হয়।
উদারহরণ সরূপ টিউন ১,টিউন ২, টিউন ৩ লক্ষ করুন।
এখানে লিস্ট বেইড টিউনে লিস্টের
করণীয়:
আপনার টিউনটি লিস্ট বেইসড টিউন ফরমেটিং এ ফরমেট করুন।
খেয়াল করুন: আপনার এই টিউন সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি টিউন সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই টিউন টি ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য প্রসেস হবে না এবং ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।
উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।
খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।