গুগল শিট এমন একটি কাজের টুল যার মাধ্যমে আপনি অনেক কঠিন কঠিন হিসাব নিকাশ খুব সহজেই সেরে ফেলতে পারেন এবং অনলাইন টুল হওয়াতে যে কাউকে লিঙ্ক দিয়ে সেই শিটের লাইভ আপডেট ও দিতে পারেন। অফিস/ব্যবসা সবজায়গাতেই সকল হিসাব খুব সহজেই করে শেয়ার করে দিতে পারবেন। আমাদের এবারের আয়োজন এই গুগল শিটের সবকিছু টিউটোরিয়াল আকারে আপনাদের সামনে তুলে ধরা। সবগুলো ভিডিও দেখলে আশাকরি আপনিও হয়ে যাবেন গুগল শিটের মাস্টার।
এই এপিসোডে আলোচিত বিষয়সমূহঃ
১) কিভাবে নতুন স্প্রেডশিট খুলবেন
২) স্প্রেডশিটে নতুন শিট যোগ
৩) শিট ডুপ্লিকেট
৪) শিট আড়াল করুন
৫) ড্রাইভে শিট সংরক্ষণ
৬) স্প্রেডশিটের নাম পরিবর্তন
৭) ফাইল স্টার করা
৮) ফাইল পুনরায় খুলুন
আমি প্রযুক্তি কথন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।