পরিবেশের ভারসাম্য রক্ষা করা সুস্থ-সুন্দর জীবন পরিচালনার জন্য অত্যান্ত জরুরি। আমাদের জীবন চলার পথে হরেক রকম জিনিস কিংবা আসবাবপত্র ব্যবহার করে থাকি। এবং এর ফলে নানারকম অভিজ্ঞতাও আমরা অর্জন করি। আমাদের নিত্যব্যবহার্য জিনিসপত্র সমূহের মধ্যে অনেক কিছুই রয়েছে। এর কিছু কিছু ইলেক্ট্রিক পণ্য যেমন, মোবাইল, টিভি ইত্যাদি। তেমনিভাবে আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত অন্যতম একটি জিনিস হচ্ছে ফ্রিজ।
বর্তমান সময়ে ফ্রিজ আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। ফ্রিজ আবিস্কারের ফলে আমাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে গেছেন। বিভিন্ন কারণে আমরা ফ্রিজ ব্যবহার করে থাকি, ফলমূল, মাছ, মাংস শাক-সবজি ইত্যাদি সহ আরো বিভিন্নকিছু আমরা দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি। তীব্র গরমে ফ্রিজের ঠাণ্ডা পানি পান করে আমরা তৃপ্ত হতে পারি, শীতলতা অনুভব করতে পারি। মোট কথা ফ্রিজের উদ্ভাবন আমাদের জীবনে দিয়েছে নতুন মাত্রা। অনেক খাদ্যবস্তু আমরা দীর্ঘদিন ধরে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি। তবে ফ্রিজ থেকে আমরা বিভিন্নভাবেই উপকৃত হতে পারি এটাও যেমন সত্যি তেমনি পরিবেশের জন্য এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে। এখন ফ্রিজ কিভাবে পরিবেশের ক্ষতি করে সেটা আলোচনা করা যাক। ফ্রিজের ভেতরের চেম্বার ঠাণ্ডা করার জন্য সাধারণত ক্লোরো-ফ্লোরো কার্বন বা সিএফসি ব্যবহার করা হয়ে থাকে, যা বায়ুমণ্ডলের উপরিভাগের ওজোনস্তরের ক্ষতি সাধন করে এবং গ্লোবাল ওয়ার্মিংয়ে অবদান রাখে।
কোনো কোনো ফ্রিজে আবার হাইড্রো-ফ্লোরো কার্বন ব্যবহার করা হয়, যা ওজোনস্তরের ক্ষতি না করলেও গ্রিনহাউস এফেক্টে প্রভাব ফেলে৷ আর কিছুক্ষেত্রে ব্যবহার করা হয় এমোনিয়া গ্যাস। দুর্ভাগ্যক্রমে এই গ্যাস লিক করলে ঘরে দুর্গন্ধে ঠেকা দায় হয়ে উঠে৷ তবে আশার কথা হচ্ছে, এক আন্তর্জাতিক চুক্তির বলে সিএফসি গ্যাসের ব্যবহার ক্রমান্বয়ে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যদি সিএফসি গ্যাসের ব্যবহার বন্ধ হয়ে যায় তাহলে কি উপায়? ফ্রিজ কি আর থাকবে না? না চিন্তার কারণ নেই, ফ্রিজ থাকবে তবে ক্ষতিকর গ্যাসের ব্যবহার থাকবে না। বিজ্ঞানীরা ফ্রিজের জন্য একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এই ফ্রিজেও অবশ্যই একটি তরল পদার্থ ব্যবহার করা হবে৷ তবে সে তরল পদার্থ আর কিছু নয়, তা হচ্ছে পানি৷ আর ফ্রিজ ঠান্ডা করার জন্য ব্যবহার করা হবে গ্যাডোলিনিয়াম নামের একটি মৌলিক পদার্থ। এই পদার্থের আসল গুণ হলো, একে কোন চৌম্বকীয় ক্ষেত্রে রাখলে তা উত্তপ্ত হয়ে উঠে এবং চৌম্বকক্ষত্রের বাইরে নিয়ে এলে ঠাণ্ডা হয়ে যায়। প্রথমে একটি বিশেষ ব্যবস্থায় গ্যাডোলিনিয়ামের ছোট ছোট গোলকের সাহায্যে কিছু পানিকে ঠান্ডা করা হয়৷ এই ঠান্ডা পানি ফ্রিজিং চেম্বারের মধ্য দিয়ে চালিয়ে ফ্রিজের ভেতরের অংশ ঠাণ্ডা করা হয়। এই প্রযুক্তিতে তৈরি ফ্রিজ সম্পুর্ণভাবে পরিবেশদূষণমুক্ত। এবং এর বিদ্যুৎ খরচও কম এবং দক্ষতাও বেশি৷
যদিও গ্যাডোলিনিয়ামের দাম বেশি, কিন্তু এই ফ্রিজে লাভ পাওয়া যাবে বেশি। ফ্রিজ ব্যবহার করে মানুষও উপকৃত হলো আর পরিবেশেরও ক্ষতি হলো না। কয়েকবছরের মধ্যেই হয়ত বাজারে আসবে গ্যাডোলিনিয়াম উপাদানে তৈরি সম্পুর্ণভাবে পরিবেশদূষণমুক্ত ফ্রিজ। এর ফলে ফ্রিজ ব্যবহার করে আমরা যেমন উপকৃত হতে পারবো তেমনি সাথে পরিবেশকেও দূষণমুক্ত রাখতে পারব।
আমি নূরুদ্দীন শহীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনার টিউনটি টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদনের জন্য ‘ট্রাস্টেড টিউন’ হিসেবে বিবেচিত হলো না।
কারণ:
১. টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন অনুযায়ী টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন নূন্যতম ৪০০ শব্দের হতে হয় এবং প্রতি টিউনে টেকটিউনস কপিরাইট গাইডলাইন অনুযায়ী, নূন্যতম ৩ টি, টিউনে এর সাথে প্রাসঙ্গিক, ছবি যুক্ত থাকতে হয়। আপনার টিউনটি এই বৈশিষ্ট্য সম্পন্ন নয়।
২. টিউন, নির্দিষ্ট সঠিক কোন টিউন বিভাগে নেই। ‘অন্যান্য’ বিভাগে টিউন প্রকাশ করা হয়েছে।
৩. টিউনে টিউনের সাথে প্রাসঙ্গিক ও আকর্ষণীয় টিউন থাম্বনেইল যুক্ত করা হয়নি।
করণীয়:
এই টিউনটি টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন অনুযায়ী না হওয়ায় এই টিউনটি টেকটিউনস ‘ট্রাস্টেড টিউন’ হিসেবে বিবেচিত হলো না। এই টিউনটির পরিবর্তে টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন অনুযায়ী নতুন টিউন প্রকাশ করুন।
খেয়াল করুন:
যে কোন ধরনের টিউন প্রকাশ করলেই টেকটিউনস থেকে আর্ন করা যায় না। শুধু মাত্র অরিজিনাল, হাই-কোয়ালিটি, ইউনিক ও ইউজার এনগেজিং টিউন প্রকাশ করতে পারলেই টেকটিউনস থেকে আর্ন করা যায়। আপনি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনারদের’ টিউন গুলোর ফরমেট ও ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনারদের’ টিউনের মান ইত্যাদি ফলো করুন। সে মানের ইউনিক টিউন প্রকাশ করতে পারলে আপনি টেকটিউনস থেকে আর্ন করতে পারবেন।
টেকটিউনসে কি ধরনের অরিজিনাল, হাই-কোয়ালিটি, ইউনিক ও ইউজার এনগেজিং টিউন করবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।
আপনি আরও বেশি নতুন নতুন এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, টেকটিউনসে ইউনিক এমন টপিক নিয়ে স্টার্ডি ও রিসার্চ করুন এবং আপনার পরবর্তি টিউনের টপিক হিসেবে এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, টেকটিউনসে ইউনিক এমন টপিক এর উপর টিউন করুন।