ব্লগিং কি? একটি বাংলা ব্লগ তৈরি করে কিভাবে আয় করবেন?

হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম কেমন আছেন আপনারা।  আপনারা কারা কারা ব্লগিং করতে চান, যারা যারা ব্লগিং করতে চান তারা এই টিউনে টিউমেন্ট করবেন। আপনাদের টিউমেন্ট এর উপর ভিত্তি করে আমি পরবর্তীতে ব্লগিং সম্পর্কিত টিউন গুলি নিয়ে আসব।

ব্লগিং করতে প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার এটা জানতে হবে আপনার নিজের দক্ষতা সম্পর্কে। অনেকেই সঠিকভাবে কিছু জানেন না এবং অল্প-স্বল্প জেনে তারা ব্লগিং শুরু করে দেন।

বন্ধুরা আপনি অল্প স্বল্প জ্ঞান নিয়ে ব্লগিং শুরু করতে পারেন কোন সমস্যা নেই। ব্লগিং একটি শিক্ষনীয় বিষয়।

আপনাকে কিছু না কিছু শিখতে হবে আপনি শিখি ধীরে ধীরে আপনার সাইটে এগুলাকে আপনার সাইটে ইম্প্ললিমেন্ট করবেন এবং আপনার সাইট গ্রো হবে তারপর আপনার টাকা ইনকাম হবে।

অনেকেই এই বিষয়গুলি মাথায় না রেখে অন্যের ইনকাম দেখে নিজেদের লোভ সামলাতে না পেরে ব্লগিং এসে থাকেন আমি তাদেরকে বলবো আপনারা ব্লগিংয়ে এসে সাথে সাথে সফল হতে পারবেন না।

প্রতিটি সফল সফল ব্লগার পিছনের গল্পটা আপনারা সবাই হয়তো জানেন না কে কিভাবে এবং কাদের অনুসরণ করে ব্লগার হয়েছেন এবং কতটা সময় লেগেছে তাদের ব্লগার হতে এবং ব্লগ থেকে ইনকাম করতে তাদের কি পরিমান শ্রম ব্যয় হয়েছে এবং আপনি ওই পরিমাণ শ্রম দিতে পারবেন কিনা এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনার প্রথমেই চিন্তা করতে হবে।

আপনি যদি ব্লক শুরু করার পরে এই বিষয়গুলি চিন্তা করেন তবে অনেক ক্ষেত্রেই তাদের অসফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই প্রাথমিক ধারণা টুকু আপনাকে নিতে হবে অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম থেকে এবং অন্যান্য ব্লগ সাইট থেকে।

তবে আমি আপনাদের বলছি না আপনারা ব্লগ শুরু করবেন না কিছু না জেনে অবশ্যই শুরু করুন কিন্তু আয় করার জন্য ব্লগ শুরু করবেন এরকম কথা মাথায় চিন্তা করবেন না, প্রথমে আপনি শিখতে চেষ্টা করুন।

আপনি যদি ব্লগিং কনসেপ্টটা বুঝে যান এবং ব্লগিং করতে আপনার ভালো লাগে তবে অবশ্যই আপনি ব্লগ থেকে টাকা আয় করতে পারবেন তবে আপনাকে সঠিক টপিক নির্ধারণ করতে হবে এবং সেই সাথে ব্লগিং এর বিভিন্ন খুঁটিনাটি জানতে হবে।

ব্লগিং কি?

অনলাইনে ব্লগিং পেশাটা অত্যন্ত চমৎকার একটি পেশা। এটি অনলাইন থেকে টাকা আয় করার মাধ্যমে, যে মাধ্যমে আপনি এক সময় কাজ না করেও টাকা পেতে পারেন। 

২০১৭ সালে গুগল এডসেন্স বাংলা সাপোর্ট করছে, তারপর থেকে বর্তমানে বাংলা ব্লগ সংখ্যা  অনেক।  তবে তার পরও এখনো বাংলায় কনটেন্ট সংখ্যা অনেক কম।

বন্ধুরা ব্লগিং হচ্ছে একটি উন্মুক্ত পেশা, যখন আপনার ইচ্ছা তখন লিখলেন অন্থায় বিরতি দিতে পারেন, কোন সমস্যা নাই। যারা বিভিন্ন বিষয় নিয়ে ওয়েবসাইটে লেখালেখি করেন তাদেরকে ব্লগার বলা হয়। আর এই ব্লগাররা যেখানে তাদের বিষয় সম্পর্কে লেখালেখি করে থাকেন তাকে ব্লগ বলা হয়। 

এখন একজন ব্লগার গুগলের ফ্রি ব্লগস্পট ব্যবহার করতে পারেন অথবা সহজে করতে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারেন, এটা একান্তই একজন ব্লগারের ব্যক্তিগত বিষয়। 

আপনি যে প্লাটফর্মে ব্যবহার করেন না কেন আপনার লেখাগুলো যদি ভাল হয় এবং সবার থেকে ভিন্ন হয় তবে আপনি গুগল থেকে সহজেই মনিটাইজেশন পেতে পারেন এবং আপনার ব্লগ থেকে টাকা আয় করতে পারেন।

কিভাবে ব্লগিং শুরু করবেন?

বর্তমানে একটি পার্সোনাল ব্লগ শুরু করার জন্য বাজে কোন ব্লগ শুরু করার জন্য দুইটি ভালো খেলার ফরম রয়েছে একটি হচ্ছে গুগলের ফ্রি blogspot.com.

এবং অন্যটি হচ্ছে জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়াডপ্রেস। ওয়ার্ডপ্রেস এবং ব্লগস্পট উভয় প্লাটফর্মে সিতে ব্লক চালু করা যায়।

তবে আপনি যে প্লাটফর্মে ব্লগিং শুরু করেন না কেন আমি আপনাকে বলব অবশ্যই অবশ্যই আপনি একটি কাস্টম ডোমেইন ক্রয় করে নিবেন।

একটি কাস্টম ডোমেইন আপনার আইডেনটিটি বহন করে থাকে।  গুগলের ফ্রি ডোমেন থেকে অথবা ওয়ার্ডপ্রেসের ফ্রি সাইট থেকে আপনি গুগল অ্যাডসেন্সে প্রবল পেতে পারেন।

তবে ভবিষ্যতে আপনার ব্লগ টি যখন বড় হবে তাতে পর্যাপ্ত ফিচার যুক্ত করার জন্য আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেসে আসতে হবে। 

ওয়ার্ডপ্রেসে আসলে অবশ্যই আপনার একটি ডোমেইন এর প্রয়োজন তাই আপনি অবশ্যই প্রথমে কাস্টম ডোমেইন নিয়ে ব্লগার ওয়ার্ডপ্রেসের তার পরবর্তী ব্লগিং শুরু করবেন। 

ভালোভাবে কনটেন্ট লিখে একটি ভালো ব্লগ সাইট দাঁড় করাতে পারলে বাংলায় ব্লক করে প্রতিমাসে ভালো পরিমাণ টাকা আপনি আয় করতে পারেন।  

কিভাবে ব্লগ চালু করবেন এবং লক চালু করতে প্রয়োজনীয় তথ্য পেতে আপনি এই পোস্টটি পড়তে পারেন।

ব্লগ তৈরি করার নিয়ম বাংলায়।

Level 1

আমি মোঃ আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Telecom Offer and Mobile banking and all about online earning all knowledge in Bangla. https://digitaltuch.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস