যদি কেও ভেবে থাকে কোন কাজ করা খুবই সোজা, তাহলে ভাই বিশ্বাস করেন আপনার জন্য ওই কাজ শিখাটা বন্ধ হয়ে গেছে। ফটোগ্রাফিকে বাহিরে থেকে সবাই অনেক সোজা সাপ্টা ভাবে। পৃথিবীতে যত বিদ্যা আছে তার কোনটিই খুব সহজ কাজ নয়।
আপনি যদি আসলেই একজন সফল ফটোগ্রাফার ও ফটো ব্যাবসায়ে প্রতিষ্ঠিত হতে চান তাহলে ভাই আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। ১/২ মাসের কোর্স করে আপনি কিছু শিখতে পারবেন না, আপনাকে শিখতে হবে ধাপে ধাপে।
বাংলাদেশে ফটোগ্রাফি শিক্ষা লাভের জন্য আমার মতে তিনটি পথ খোলা আছে। যথাক্রমে,
১.প্রফেশনাল কারোর সহযোগী হিসাবে দীর্ঘদিন কাজ করে।
২.ফটোগ্রাফির উপর বই, ওয়েবসাইট ইত্যাদি পড়ে চর্চা করে এবং সময়ে সময় বিভিন্ন গ্রুপে আলোচনার মাধ্যমে।
৩.ফটোগ্রাফিক কোন ইনস্টিটিউট থেকে শিক্ষা লাভ করে।
প্রথম পথটি আসলে সবার জন্য উন্মুক্ত নয়। একজন ভালো ফটোগ্রাফার এর সানিধ্য পাওয়া খুব একটা সহজ কাজ নয়। তাছাড়া, প্রশিক্ষণ দানের গুনাবলি সবার নাও থাকতে পারে। এইভাবে যা শিখায় তা আসলে খুবই সীমাবদ্ধ। সাধারণত, স্টুডিও ফটোগ্রাফাররা এইভাবেই কাজ শিখে থাকে। আর শিখা টুকু কোন রকম চলার মত শিখা।
এইবার আসি ২য় পথে, বই পড়ে এবং প্যাকটিস করে যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে কি করতে হবে?আমার টিউন খুব ভাল ভাবে পড়তে হবে। 😁জাস্ট কিডিং.
আপনি আসলে বই এর উপর সীমাবদ্ধ থাকবেন না, আপনাকে আরো অনেক বই, সাইট, ফেসবুক গ্রুপ খোঁজ করে নিয়মিত পড়া ও চর্চা করে যেতে হবে। অবশ্যই ফটোগ্রাফি বই পড়ার আগে আপনার সেসব জ্ঞান থাকা প্রয়োজন তা হল
১.আলো, আলোর ধর্ম, আলোর রঙ। (রেফারেন্স বই: ssc nd Hsc পদার্থ বিজ্ঞান বই)।
২.লেন্স, লেন্সের গঠন, লেন্সের ব্যবহার ইত্যাদি। (রেফারেন্স ঔ)
৩.কম্পিউটার ব্যবহার, ফটো এডিটিং সফটওয়্যার সম্পর্কে ধারনা।
৩য় পথ হচ্ছে, ফটোগ্রাফি শিখার সব থেকে উওম পথ। কোন ইন্সটিটিউট এর মাধ্যমে পড়াশুনা করে চর্চা করাই ভাল। প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসাবে কোনটি ভাল আর কোনটি খারাফ তা উল্লেখ করা এই টিউনের উদ্দেশ্য না। আমার মনে হয় যাদের শিখার আগ্রহ আছে তারাই জেনো যাচাই বাচাই করে খুঁজে নেয়। সার্টিফিকেট পাওয়া আর প্রকৃত প্রশিক্ষণ নেওয়া এক জিনিস না। আপনি কিভাবে আপনার জন্য ভাল ইন্সটিটিউট খুজবেন তার কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি। কোথাও ভর্তি হওয়ার আগে যে বিষয় গুলো আপনি খেয়াল করবেন-তা হল;
১.সিলেবাস
২.কোর্স সময়
৩.থিওরি ও ব্যবহারিক ক্লাসের অনুপাত
৪.পুর্বে যারা প্রশিক্ষণ নিয়েছেছিল, ওই প্রতিষ্ঠান সম্পর্কে ধাদের ধারনা।
তো এই ছিল আমার আজকের টিউন, কেমন লাগলো আশাকরি টিউমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ ফটোগ্রাফি নিয়ে আমার আগামী টিউন হবে 'ডিজিটাল ছবি কি এবং কেমন?' সে পর্যন্ত সবাই ভাল থাকুন।
আমি সাখাওয়াত মহিম। , Mirpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
বেঁচে থাকা দারুন একটা ব্যাপার।কিন্তু কয়জন বেঁচে থাকে।আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়,সুন্দর।বিশ্বদ্যিালয়ের পাঠ এখনো চুকিয়ে নেয়নি।সামনে আরও নিরস ভবিষ্যৎ।নিরস জীবন সরসভাবে কাটানোর প্রচেষ্টায় আমি সাখাওয়াত মহিম।