Trap, Trap, Trap আমাদের সারাটা জীবন গেল খালি এর Trap এর উপর দিয়ে। স্কুল লাইফ ছিল একটা ট্যাপ, কলেজ লাইফ একটা ট্যাপ, ভার্সিটি লাইফে গিয়েও ট্যাপ। প্রফেশনাল লেভেল তো এখনো বাকি আছে।
আজ পর্যন্ত যত বই, সেমিনার বা যত ভিডিও দেখেছেন সবখানেই সবাই বলেছে নিজেকে কখনো ট্যাপে ফেলবেন না। কিন্তু আজ আমি আজকে বলবো নিজেকে ট্যাপে ফেলুন।
ধরেন, আপনি ভাল স্বাস্থ্যের অধিকারী একজন মানুষ। প্রতিদিন রাতে ভাবেন কাল থেকে আপনি ডায়েট করবেন, কিন্তু কোনদিনই আপনার ডায়েট করা আর হয়ে উঠে না। আমি বলি কি নিজেকে ট্যাপে ফেলিয়ে দেখুন না, কি হয়?
আপনার জন্য ট্যাপ টা এই রকম হতে পারে, মাকে বলুন কাল থেকে আপনি ডায়েট করবেন। তমি প্লিজ আমার জন্য অল্প রান্না কর, অবশ্যই সবজি রান্নাটা একটু বেশি হবে। এর ফলে কি ঘটনাটা হবে?আম্মু আপনার জন্য রান্না কম করবে। আর আপনার পেট না ভরলেও আপনি কিছু বলতে পারবেন না। কেনানা, আপনার কথামতোই রান্না টা কম হয়েছে। প্লাস আপনার ইগোও কাজ করা শুরু করেছে এই ভেবে যে, যদি আমি বেশি খাই, আমার মা ভাববে আমাকে দিয়ে কিছু হবে না বা খাওয়ার টাইমে লজ্জা দিয়ে বলবে এই বুঝি তোমার ডায়েট?মায়ের উপর ভরসা রাখুন মা এই কথা বলবেই!😁
ঠিক এইভাবেই কোন একটু জোশ কাজ শুরু করার আগে নিজেকে ট্যাপে ফেলুন, আর সারা দুনিয়াকে জানিয়ে দিন কাজটা আপনি করছেন।
আমরা অনেক সময় নানা রকম সেমিনারে থাকার চেষ্টা করি, বা নিজের ক্লাস রুমের কথাই ধরি, স্যার লেকচার দিচ্ছেন আর আমরা শুনি। এখানেও নিজেকে আপনি ট্যাপে ফেলে দিবেন। কিভাবে?
যখনই কোন প্রশ্ন মাথায় এসেছে, ৩ সেকেন্ডের ভিতর হাত তুলে ফেলুন। ব্যাস, আপনি ট্যাপে পড়ে গেলেন, প্রশ্ন আপনাকে এখন করতেই হবে। যাবেন কই?
তাই, নিজের লাইফে যাই করতে চান না কেন, বন্ধু বান্ধবীদের বিষয়টি জানিয়ে দিন। পারলে দাওয়াত দিয়ে এনে ঢাক ঢোল বাজিয়ে ঘোষণা করে দিন।
এই যেমন আমি নিজেকে ট্যাপে ফেলেছিলাম, যে আমি টেকটিউনসে নিয়মিত এখন থেকে টিউন লেখবো। আমার যা ফ্রেন্ড সার্কেল আছে সবাই এখন এই ব্যাপারটা জানে। তাই নিয়ম করে হলেও এখন আমাকে প্রতিদিন একটা করে হলেও টিউন লিখে পাবলিশ করতে হয়। বলা তো যায় না, হঠাৎ কেও একজন ডুকে বললো কই তোমার তো কোন টিউন দেখি না, এক দুইটা টিউন লিখেই শেষ?
তাই, যেকোন শুভ কাজ করার আগে নিজেকে একবারের জন্য হলেও ট্যাপে ফেলে দিন। জয় আপনার হবেই বস।
আমি সাখাওয়াত মহিম। , Mirpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
বেঁচে থাকা দারুন একটা ব্যাপার।কিন্তু কয়জন বেঁচে থাকে।আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়,সুন্দর।বিশ্বদ্যিালয়ের পাঠ এখনো চুকিয়ে নেয়নি।সামনে আরও নিরস ভবিষ্যৎ।নিরস জীবন সরসভাবে কাটানোর প্রচেষ্টায় আমি সাখাওয়াত মহিম।