লাইফে একজন গ্রোথ হ্যাকারের অনেক প্রয়োজন

অ্যাপেল এর জন্মের আগে পৃথিবীতে যত হেডফোন ছিল সবগুলোই ছিল কালো রং এর। হঠাত করে পৃথীবিতে অ্যাপেল নামের একটা মোবাইল কোম্পানি আসে যারা কিনা সাদা রং এর হেডফোন দেয়া শুরু করে তাদের ফোনের সাথে। এতে মানুষ যখন কানে হেডফোন লাগিয়ে রাস্তায় হাটাহাটি করা শুরু করে দিল রাতারাতি তারা অ্যাপেল নামে ফোন কোম্পানি বনে গেল। কারো কানে সাদা হেডফোন দেখলেই মানুষ ভাবত ওহ ও এই অ্যাপেল।

আর এইভাবেই অ্যাপেল তাদের জন্মের শুরু থেকেই গ্রোথ হ্যাকিং মার্কেটিং করে আসছে। আপনারা যারা অ্যাপেল ব্যবহার করেন তারা কি অ্যাপেল এর স্টিকার পেয়েছিলেন?কি করেছেন স্টিকার নিয়ে?হ্যা সেইটা না হয় কোন ল্যাপটপের পিছনে লাগিয়েছেন না হয় অন্য কোথাও?আর এইভাবেই মনের অজান্তেই আপনি বহুকাল ধরে অ্যাপেল এর বিজ্ঞাপণ করে যাচ্ছেন।

এইবার বলি ক্যাপশন এর সাথে অ্যাপেল এর আসলে কি সম্পর্ক?অনেকে বুঝে গেছন তবুও বলি, অ্যাপেল ভাই নিজে যেহেতু গ্রোথ হ্যাকার তাই অ্যাপেল ভাই এর আশেপাশে যারা আছে লাইক সামশু ভাই, অফু ভাই তারা কিন্তু কম বেশি প্রত্যেকই অ্যাপেল ভাইকে ফলো করে। কারন তারা জানে অ্যাপেল ভাই কিভাবে গ্রোথ কে হ্যাক করতে হয়।

এখনো বুঝেন নাই?আমি আসলে সাজেস্ট করছি। প্লিজ নিজের লাইফে সেই অ্যাপেল ভাই কে খুঁজে বের করুন। খুঁজুন খুঁজুন কে এই অ্যাপেল ভাই, যে নিজেকে একদম জিরো থেকে হিরো বানিয়ে ফেলেছে। ভাই এর পিছে পিছে ঘুরুন, ভাই কে ফেসবুকে see first এ রেখে দিন, ফলো করুন, ভাই নিজে কি কাজ করছে, কি শিখছে, কি শিখাচ্ছে, কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, সব দেখুন, বুঝুন আর কাল থেকে সেগুলাই ফলো করুন।

কেন? কারন আপেল ভাই জানে কিভাবে গ্রোথ হ্যাক করতে হয়। মনে মনে সেই বড় ভাই/বোন কে পেয়ে গেছেন তাইনা?অভিন্দন আপনাকে। নিজের জন্য নিজে একটা তালি দেন ভাই। তবে একটা কথা ইট্টু করে বলে রাখতে চাই। আপেল ভাই সব সময় যে বড় ভাই ই হতে হবে ব্যাপারটা কিন্তু তা না। মাঝে মাঝে সে ছোট ভাই ও বোন ও হতে পারে। এই ছোট আপেল ভাই কে ফলো করাকে কি বলে জানেন, Reverse mentorship, এর মানে হলো খালি বড়ড়াই বিদ্যা বিলান করবে তা না, কখনো কখনো পিচ্ছিরাও এই কাজটা করতে পারে। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই তাই। পাইলেও পাইতে পারো অমুল্য রতন। খুজতে থাকেন, একদিন পেয়ে লাইফের একজন গ্রোথ হ্যাকার কে।

বিঃদ্রঃ টেকটিউনসে আজ আমার দশটি টিউন সম্পুর্ন হলো। যদিও টেক রিলেটেড আমার টিউনস ঘুলো না। আমি যতটুকু পড়াশুনা করছি বা আমার যতটুকু অভিজ্ঞতা হচ্ছে তাই আমি এইখানে শেয়ার করছি। আমার টিউনস গুলো যদি কারোর ভাল লেগে থাকে বা কারোর কোন উপকারে আসে, টিউমেন্ট করে জানাবেন। আমাকে আরো উতসাহিত করবেন। ধন্যবাদ।

Level 1

আমি সাখাওয়াত মহিম। , Mirpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

বেঁচে থাকা দারুন একটা ব্যাপার।কিন্তু কয়জন বেঁচে থাকে।আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়,সুন্দর।বিশ্বদ্যিালয়ের পাঠ এখনো চুকিয়ে নেয়নি।সামনে আরও নিরস ভবিষ্যৎ।নিরস জীবন সরসভাবে কাটানোর প্রচেষ্টায় আমি সাখাওয়াত মহিম।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস