একটা সময় বলা হত Time is money.আর এখন বলা হয় Networking is money। আপনি চান বা না চান এই কাজটা আপনাকে করতেই হবে। এখন আপনি বলতে পারেন ভাই, আম ইতো অল্প কথার মানুষ, আমি কি করে করবো এই কঠিন কাজ?
আপনি ফেসবুক চালান তার মানে আপনার হাতে বিল গেটস এর সাথে নেটওয়াকিং করার ও সুযোগ আছে। আমি ধরে নিচ্ছি আপনি একজন সাপ্লাই চেইন এর স্টুডেন্ট বা প্রফেশনাল। তাহলে আপনার টার্গেট পারসন হচ্ছেন যিনি বা যারা সাপ্লাই চেইন এর কাজ করেন। সাপ্লাই চেইন এর কারা কাজ করে বা কারা হচ্ছে বস তাদের খুঁজে পেতে ফেসবুকে আপনার সাপ্লাই চেইন লিখে সার্চ দিতে হবে। দেখবেন গোটা ডজন খানেক ফেসবুক গ্রুপ আপনি পেয়ে যাবেন।
সেমিনার, সেমিনার, সেমিনার, জ্বি আপনাকেই সেমিনারে যাওয়ার কথা বলছি। সেমিনার এমন একটি জায়গা যেখানে স্টুডেন্ট থেকে শুরু করে সিইও লেভেলের লোকজন আসে। তাই একজন সিইও এর সাথে যত সহজে এখানে আলাপ করতে পারবেন এত সহজেও আর কোথাও পাবেন না। এখানে কাওকে সালাম দিয়ে হাত বাড়িয়ে দিবেন না। তাহলে নেটওয়ার্ক ই কিন্তু হাত থেকে চলে যাবে। আপনি যা করবেন তা হচ্ছে, ১০/১৫ মিনিট আগেই সেমিনারে উপস্থিত হবেন, চেষ্টা করবেন সামনের সীটে বসা। মন দিয়ে সেমিনার শুনবেন। শুনতে শুনতে সুঝোগ বুঝে গুগলে সার্চ করে কিছু ইন্টারেস্টিং প্রশ্ন খুঁজে বের করে রাখবেন। এরপর একের পর এক তীরের মত প্রশ্ন ছুড়ে মারবেন। আশেপাশের মানুষ জন কিন্তু আপনাকে স্কলার ভাবতে শুরু করেছে, আই রিপিট স্কলার। এর ফলে দেখবেন অনেক মানুষ ই সেমিনার শেষে আপনার সাথে হাত মিলাতে হাসবে। সবার সাথে হাত মিলিয়ে ফেসবুকে কানেক্টেট হয়ে যাবেন। এত কিছুর মধ্যে সিইও স্যারকেও কিন্তু মনে রাখতে হবে। স্যার কিন্তু প্রশ্ন উওর পর্বের সময় আপনার দিকে তাকিয়ে ছিল। সুতিরাং স্যার এখন আপনাকে খুব ভাল করেই চিনে। হ্যা এইবার আপনি স্যারের কাছে যেতে পারেন। অবশ্যই ভিজিটিং কার্ড নিতে ভুলবেন না।
আর একটা ইন্টারেস্টিং টিক্স শেয়ার করবো, এইটা অবশ্য সবাই সাহস করতে পারেন না। সবাই পারে না বলে আপনি পারবেন না। ব্যাপারটা কিন্তু তা না, আপনিও পারবেন। এক্টি শুভদিন দেখে গুলশান-বনানীর মত অফিস পাড়াগুলোতে চলে যান। বেছে বেছে দুই একজনের নাম্বারে ফোনা টেক্স করবেন এইভাবে, আসসালামু আলাইকুম স্যার, আপনার অফিসের পাশ দিয়ে যাচ্ছিলাম আরকি। ভাবলাম ফোন দিয়ে দেখি যদি ভাগ্য সহায় হয় আপনার সাথে এক কাপ চা বা কফি খেয়ে যেতাম। সাধারনত অফিসের সামনে থেকে কেওই তাড়িয়ে দেয় নাযদি না তিনি অনেক ব্যাস্ত না থাকেন।
Ne
ব্যাস, আর কি লাগে?এটাই তো চাই.।
আমি সাখাওয়াত মহিম। , Mirpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
বেঁচে থাকা দারুন একটা ব্যাপার।কিন্তু কয়জন বেঁচে থাকে।আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়,সুন্দর।বিশ্বদ্যিালয়ের পাঠ এখনো চুকিয়ে নেয়নি।সামনে আরও নিরস ভবিষ্যৎ।নিরস জীবন সরসভাবে কাটানোর প্রচেষ্টায় আমি সাখাওয়াত মহিম।