বইয়ের মলাট দেখে বই যাচাই করা ঠিক না। তারপরেও মানুষ মলাট দেখেই যাচাই করে। আমাদের যদি সে সুঝোগ থাকে তাহলে সেটি হাতছাড়া করা ঠিক হবে না। আমাদের ও একটা নিজের মলাট নিয়ে কাজ করাটা খুব জরুরি।
আপনি আসলে ভিতরে ভিতরে কতটা দক্ষ তা তো শুধু আপনি নিজেই জানেন। কিন্তু মানুষকে জানাতে হলে তো কাজ করতে হবে, ওই যে বলালাম মলাট বানাটে হবে। আর এই মলাট বানানোর জন্য আপনার প্রয়োজন কিছু গুরুত্বপুর্ন তথ্য। কিন্তু আফসোস, আপনার কাছে সেইরকম কোন তথ্য নেই। আসুন আমি আপনাকে সাহায্য করছি।
Forbes 30 Under 30: Forbes হচ্ছে আমেরিকান একটি বিজনেস ম্যাগাজিন। তারা সাধারনত বিজনেস রিলেটেড একটি ম্যাগাজিন প্রকাশ করে প্রতি সপ্তাহে। যেমন-Innovation, Marketing, Investing, Art nd Style ইত্যাদি নিয়ে। কমিনিউটিতে তারা ইয়ং লিডারদের খোঁজে। এই লিস্ট মুলত এশিয়া ও ইউরোপের জন্য। এশিয়া থেকে তারা প্রতি বছর ১০ ক্যাটাগরিতে ৩০০ জনের নাম প্রকাশ করে। বাংলাদেশ থেকে বেশ কয়েকজনের নাম উঠেছিল।
যদি মনে করেন সেই ৩০০ জনের ১ জন আপনি হতে পারবেন, তাহলে এখনই নমিনেশন ফরমটা ফিলাপ করে নিতে পারেন।
Young professional program: এই টপিক নিয়ে কথা বলতে গেলে শুরুতেই একটা শর্ত চলে আসে। আর তা হলো, আপনাকে young হতে হবে মানে আপনার বয়স ৩০ এর নিছে থাকতে হবে। তার সাথে জরুরি ভাল রেজাল্ট, বইএর সাথে পরিচয়, ইন্টারন্যাশেনাল অ্যা ফেয়ার নিয়ে একটু জানাশুনা। এইখানে যদি আপনি টিকে যান তাহলে কি হতে পারে আপনার সাথে?ypp আপনারে ৪ বছরের জন্য মেন্টরিং করবে, নানা রকম স্কিল শিখাবে, দেশে ও বিদেশে ভ্রমন করাবে। আর কি চাই?
Bangladesh Business Awards:স্টাটাপ শুরু করে দিলেন। ইনকাম ও হচ্ছে। এখন একটি স্বীকৃতি পেলে মন্দ হয় না, কি বলেন? আরেহ! এ তো সোনায় সোহাগা, এইডা কেমনে নিমু ভাই?
আপনারে এই সোহাগ দেওয়ার জন্য প্রতিবছর DHL Bangladesh ও The daily star আয়োজন করে থাকে Bangladesh business Awards। তারা মোট ৫ ক্যাটাগরিতে স্বীকৃত দিয়ে থাকে-
1.Outstanding Women in business
2.Business person of the year
3.Enterprise of the year
4.Best financial of the year
5.young business person of year
কী বোঝা গেল মলাট কিভাবে বানাতে হয়?সুজোগ এবং সময় যদি দুইটাই থাক্ব তাহলে নিজের মলাট টা একটু গুছিয়ে নিন। Because people will judge a book by its cover.
আমি সাখাওয়াত মহিম। , Mirpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
বেঁচে থাকা দারুন একটা ব্যাপার।কিন্তু কয়জন বেঁচে থাকে।আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়,সুন্দর।বিশ্বদ্যিালয়ের পাঠ এখনো চুকিয়ে নেয়নি।সামনে আরও নিরস ভবিষ্যৎ।নিরস জীবন সরসভাবে কাটানোর প্রচেষ্টায় আমি সাখাওয়াত মহিম।