You Tube যার হাতে, গোটা দুনিয়াটাই তো তার হাতে

আমরা যারা স্টুডেন্ট আছি, নিয়ম মেনে পড়াশুনা করি বা না করি ইউটিউবে কিন্তু নিয়ম মেনেই বসে পড়ি গান শুনতে, মুভি দেখতে, নাটক দেখতে বা মজার কোন ভিডিও দেখতে। আজকে আমি কথা বলবো ইউটিবের ব্যবহার নিয়ে।
ইউটিউব মুলত দুই রকম ভাবে ব্যবহার করা হয়;Productive YouTube ও Non productive YouTube.

আপনি আসলে কোন দলের মানুষ সেটি আসলে নির্ভর করে আপনি কোন উদ্দেশ্য ইউটিউবে ব্রাউজ করেন। আমি মুলত কথা বলবো, Productive You Tube নিয়ে। কিভাবে You Tube ঘুড়ে বেড়ালে আপনার Productivity বেড়ে যাবে।

Dergon's Den: এটি একটি ব্রিটিশ রিয়েলিটি শো। কে হতে চায় পরীমনি এমন কিছু না ভাই। এই অনুষ্ঠানে পাচ জন  ইনভেষ্টর বসে থাকেন আর শো তে অংশ নেওয়া Start up guy দের pitching শুনেন। যার Start up টা প্রফিটেবল বনে হয় সাথে সাথেই তারা সেখানে ইনভেস্ট করেন। ভাইরে ভাই! কি বুঝলেন? একবার দেখে আসেন সব বুজে যাবেন। কেন আপনি এই প্রোগাম টা দেখবেন? এই রকম প্রশ্ন মাথা থেকে সরিয়ে দেখতে বসেন, কিছুদিন পর আপনার মাথায় অনেক আইডিয়া গিজগিজ করছে আপনার মাথায়।

Startup Stories: আপনি নিজেকে startup guy ভেবে বসে আছেন, অথচ কোনদিন এই চ্যানেলে পা রাখেননি। সময় নিয়ে ঘুরে আসুন। আর দেখুন বড় বড় স্টার্টাপগুলো কেন আজ এত বড়?

Vivek Bindha:এমন ব্যাবসায়ি লোক খুবই কমই আছে বাংলাদেশে। যারা ভিভেক বিন্দাকে চিনে না। এখনো বসে আছেন?জলদি ইউটিউবে গিয়ে ভিভেক বিন্দার সাথে হারিয়ে যান বিজনেস এর দুনিয়ার।

TED Talk:এর আগে নিশ্চয়ই নাম শুনেছেন। এর মানে হচ্ছে Technology, Entertainment and Design। এটি মুলত একটি আমেরিকান নন প্রফিট অরগানাইজেশন। যারা আইডিয়া স্পেয়াড করে পাওয়ারফুল ভয়েসের মাধ্যমে। এই পাওয়ারফুল ভয়েস কারা?Business, innovation, science, personal growth ইত্যাদি সেক্টোরে অবদান রাখা সব মাস্টারমাইন্ডেরকে মুলত পাওয়ার ভয়েস হিসাবে consider করে TED.

idea and inspiration: একটা ভাল লাগা কাজ করে এই নামটা শুনলেই। নামের মতই সুন্দর তাদের কন্টেন্ট। মাস্টার লেভেলের লোকজন এখানে এসে তাদের আইডিয়া শেয়া করে থাকে।

Skillopedia: YouTube অনেক ভাল লাগার একটি চ্যানেল। কেন?
এক, এই চ্যানেলে যত গুলো ভিডিও আছে সবগুলোই স্কিল ডেভোলপ নিয়ে বেশ সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে।
দুই, খুব সাবলীল ইংরেজি ভাষা ব্যবহার করা হয়েছে। আমরা যারা প্রাইমারি লেভেলের ইংরেজি বুজি তারাও সব কিছু খুব সহজ ভাবেই বুঝতে পারবেন।
তিন, এইটা একান্ত আমার ব্যক্তিগত। ওইখানে তিন/চারটা আপু এত কিউট করে কথা বলে শুনতেই আসলে খুব ভাল লাগে।

সুতরাং আর বসে না থেকে, নিয়মিত ভিডিও গুলো দেখুন, বুঝুন এবং যত্ন নিন।

Level 1

আমি সাখাওয়াত মহিম। , Mirpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

বেঁচে থাকা দারুন একটা ব্যাপার।কিন্তু কয়জন বেঁচে থাকে।আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়,সুন্দর।বিশ্বদ্যিালয়ের পাঠ এখনো চুকিয়ে নেয়নি।সামনে আরও নিরস ভবিষ্যৎ।নিরস জীবন সরসভাবে কাটানোর প্রচেষ্টায় আমি সাখাওয়াত মহিম।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস