হয় ইংরেজি শিখুন, নাহয় ইংরেজি শিখুন

আপনি ইংরেজি শিখতে শুরু করে দিয়েছেন ঠিকই, এখন মাথায় একটাই প্রশ্ন ঘুরছে-এটি শিখতে এখন কতদিন সময় লাগবে?

 

এটি যদি এখন আপনার মাথায় মধ্যে এখনো থাকে তবে আপনি ৩০ দিনে ইংরেজি শিখুন বইটি রাস্তার ফুটপাত থেকে সংগ্রহ করে নিতে পারেন। আর যদি আপনার উওর না হয়, তবে আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি ইংরেজি শিখার পেছনে যত দ্রুত নিজেকে সময় দিবেন, ইংরেজি ততো তাড়াতাড়ি আপনি আয়ত্ত করতে পারবেন। ব্যাপারটা এমন, যত গুড় সরবত কিন্তু তত মিষ্টি।

ইংরেজী শেখার প্রথম ধাপ হচ্ছে, এখন পর্যন্ত যত গ্রামার মাথায় জমে আছে, সব মুছে ফেলুন। মনে মনে নিশ্চয়ই এখন আমারে গালি দিচ্ছেন? ভাই বুঝি -সবই বুঝি।

আসেন, ছলে বলে কৌশলে আপনাকে ইংরেজি শিখার  রাস্তা দেখাইয়া দেই।

Watching Movie:জানি জানি মনে মনে ভাবছেন এইতো আমিও জানি। থামেন ভাই!ইংরেজি মুভি দেখবেন ঠিক আছে, কিন্তু সেটা আমার নিয়মে। পছন্দের একটি ইংরেজি মুভি ডাউনলোড করুন আপনার ফোনে/কম্পিউটারে। এরপর আপনার মিডিয়ার প্লেয়ার সেটিং থেকে subtitle কে ২ সেকেন্ড delay করে দিন। এইবার বুঝুন কি হচ্ছে ঘটনাটা, আপনি মুভি দেখছেন, সাউন্ড শুনছেন, কিছু বুঝছেন আবার বুজছেন না, যা বুঝছেন না তা অনুমান করে নিচ্ছেন। এবং ২ সেকেন্ড পরে আসা সাবটাইটেল রিডিং পড়ে কর্নফাম হচ্ছেন কী ছিল ডাইলোগটা?এইভাবে এক ঢিলে বহু পাখি মেরে ফেলতে পারবেন আপনি। কি কি পাখি মেরে ফেলতে পারবেন তার একটি নমুনা;

প্রথমত, আলাদা আলাদা করে listening ও Reading দুইটাই প্যাক্টিস হয়ে যাচ্ছে।

দ্বীতিয়ত, শেখার ব্যাপারটা বোরিং থাকছে না, একটা চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে।

তৃতীয়ত, আমেরিকান বা বিট্রিশ pronunciation বোঝার একটি ক্ষমতা লাভ হচ্ছে।

Bangla Dictionary: এইবার আপনেরে আর একটা জুশ বুদ্ধি দেই। না নিলে আপনার লস, না নিলে আপনারই লস। আমরা আসলে কি চাই? productive way তে ইংরেজি শেখা, তাই না?

play store থেকে simple Solution Bd এর বানানো Bangla Dictionary অ্যাপস টি নামিয়ে নিন। আমি জানি, আপনি কি ভাবতাছেন? ডিকশানারি তো আপনার কাছে আছে, আর একটা নামাইয়া এমবি নষ্ট করতাম?৫ এম। বি এর উপর ভরসা রাখেন রাখেন ভাই।

ডিকশনারির সেটিং এ গিয়ে Express mood on করে দিন। এইবার দেখুন মজা। যেকোন একটি অনলাইন নিউজ বা আর্টিকেল ওপেন করে যে শব্দটা বুঝতে পারছেন না, তার উপর ক্লিক করে ধরে রাখুন। দেখবেন ডিসপ্লে তে একটা পপ চলে আসবে ওই ভোক- এর অর্থসহ।

তাহলে, আর বসে থেকে কেন?আজই শুরু করে দেন।

Level 1

আমি সাখাওয়াত মহিম। , Mirpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

বেঁচে থাকা দারুন একটা ব্যাপার।কিন্তু কয়জন বেঁচে থাকে।আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়,সুন্দর।বিশ্বদ্যিালয়ের পাঠ এখনো চুকিয়ে নেয়নি।সামনে আরও নিরস ভবিষ্যৎ।নিরস জীবন সরসভাবে কাটানোর প্রচেষ্টায় আমি সাখাওয়াত মহিম।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস