অ্যাম্বারগ্রিস। নাম শুনেছেন? না না নার্গিসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। গ্রিসের সঙ্গেও না। হোয়েল মানে তিমির সঙ্গে সরাসরি যোগ। মনে আছে তো, ব্লু হোয়েল নিয়ে কত কাণ্ডই না হয়েছিল ক’বছর আগে। এই তিমি নীল নয়, স্পার্ম– স্পার্ম তিমি। এর সঙ্গে অ্যাম্বারগ্রিসের গলায় গলায় সম্পর্ক। গলায় গলায় কেন? তিমির গলা দিয়েই তো উঠে আসে এই পদার্থ। অ্যাম্বারগ্রিস সম্পর্কে যাঁরা জানেন, তাঁরা অবশ্য গলার বদলে নাকে হাত দিচ্ছেন।
কী, সব জট পাকিয়ে গেল তো? অ্যাম্বারগ্রিস হল তিমির বমি– নাকে হাত দিচ্ছেন যাঁরা, তাঁরা জানেন অ্যাম্বারগ্রিস ব্যবহার করা হয় সুগন্ধী নির্মাণে। তিমির বমি থেকে সুগন্ধী! এও সম্ভব! আবার কোন তিমি, না স্পার্ম তিমি–। স্পার্ম শুনেও অনেকের খটকা লাগছে। অ্যাম্বারগ্রিসে ঢোকার আগে তাই একটু স্পার্ম তিমির জন্য সমুদ্রে নামতে হচ্ছে
আমি শাকিল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করতে ভালো লাগে।ইন্টারনেট এ সারাদিন ঘাটাঘাটি করে নতুন কিছু চোখে পরলেই সেটা নিয়ে গুগল, ইউটিউব না করলে বা সেই বিষয় টা না যতক্ষণ না ব্যাবহার করছি ততক্ষণ আমার মাথায় অন্য কিছু আসলেও সেগুলো কখনো স্থায়ী হয় না।তাই সব সময় শিখতেছি আর সেটা প্রয়োগ করছি।