দেখে মনে হতে পারে এটি পৃথিবীর বাইরের কোন গ্রহের এলিয়েন। এর ভয়ংকর বাহ্যিক গঠন দেখলে সেটাই মনে হবে।
কিন্তু না, এটি একটি ফুলের ছবি। Hydnora africana উদ্ভিদের এই ফুল পৃথিবীতেই জন্মায়। এটি দক্ষিন আফ্রিকার মরুভূমিতে পাওয়া যায়। এর কিছু অদ্ভুত বৈশিষ্ট্য আছে। যেমনঃ ১) এর কোন মুল নেই
২)পাতা নেই
৩)এমনকি কোন ক্লোরোফিলও নেই
৪)সারা দেহে অসংখ্য চোষক রয়েছে
৫) সম্পুর্ন উদ্ভুদ মাটির নিচে থাকে শুধু ফুল
মাটির উপরে থাকে।
আরেকটি অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এটি তার চোষক দিয়ে শিকার উদ্ভিদ এর মুল থাকে রস সংগ্রহ করে। এই চোষকের জন্য এদেরকে মাটির নিচের ভ্যাম্পায়ার বলেও ডাকা হয়। গুল্ম জাতিয় উদ্ভিদ এদের প্রধান শিকার। উদ্ভিদটি চেনার একমাত্র উপায় হচ্ছে এর ফুল। কুড়ি থেকে সম্পূর্ণ ফুল হতে এক বছরের বেশি সময় লাগে। অনেক দুর থেকে এই ফুলের অবস্থান চিহ্নিত করা যায়। কারণ এর ফুল থেকে পচা মাংস তীব্র কটু গন্ধ বের হয়।
এর বংশবিস্তার করার পদ্ধতিও অদ্ভুত। ফুলের রং ও কটু গন্ধ অনেক পতঙ্গকে আকর্ষণ করে। সেই আকর্ষনে কোন পতঙ্গ ফুলের গহ্বর এ ঢুকে পরলে আর বের হতে পারে না। কোন পতঙ্গ ফিরে আসতে চাইলে ফুলের ভেতরের
তৈলাক্ত মোমের স্তরে পিছলে যায়। এভাবে পতঙ্গ ফুলের পরাগরেণু গায়ে মেখে ফেলে এবং পরাগায়ন ঘটে। তারপর ধীরে ধীরে ফুলের গহ্বর অবমুক্ত হলে পতঙ্গরা মুক্তি পায়। আর এভাবেই বংশবিস্তার করে আজব উদ্ভিদ ভ্যাম্পায়ার।
আমি মোঃশামীম হোসাইন। , dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
‘Vampair’dangerous name