বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম। শুরুতেই দোয়া করছি তাদের সুস্থতার জন্য যারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সবাই সাবধানে থাকুন, মাস্ক পড়ুন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং বাহির থেকে বাসায় ফিরে প্রথমেই সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন।
কম খরচে ডোমেইন হোস্টিং কেনার জন্য যোগাযোগ করুন এইখানে ঢাকা ওয়েব হোস্ট লি.
যে কোন প্রতিষ্ঠানের আজকাল নিজস্ব ওয়েবসাইট থাকে এবং সবাই চায় সেই ওয়েবসাইটের নাম দিয়ে ই-মেইল ব্যবহার করতে। অনেকেই জানে, আবার অনেকেই জানে না কিভাবে তার প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নাম দিয়ে ই-মেইল একাউন্ট ব্যবহার করবে। আজকের টিউনে এটাই দেখাবো যে কিভাবে সি-প্যানেল থেকে আপনার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় ই-মেইল একাউন্ট তৈরি করবেন?
নিচে দেয়া তথ্যগুলো অনুসরণ করলেই আপনি খুব সহজে এই কাজটি করতে পারবেন।
১। আপনার সি-প্যানেল একাউন্টে লগইন করুন।
২। ই-মেইল সেকশন থেকে "Email Accounts" এ ক্লিক করুন।
৩। এই পেইজে আপনি একটি ডিফল্ট ই-মেইল দেখতে পাবেন যেখানে শুধু আপনার সি-প্যানেলের ইউজার নেইম দেয়া আছে এবং এটি আপনি ব্যবহার করতে পারবেন না। তো ব্যবহার করার জন্য আপনাকে একটি নতুন ই-মেইল তৈরি করে নিতে হবে। আর এর জন্য আপনাকে উপরে ডান পাশের "CREATE" বাটনে ক্লিক করতে হবে।
৪। আমরা যেমন গুগলের জি-মেইল ব্যবহার করি এবং প্রতিটা ই-মেইল একাউন্টের সাথে তাদের প্রতিষ্ঠানের নাম দেয়া থাকে (যেমনঃ [email protected])। ঠিক এভাবেই আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ই-মেইল একাউন্ট তৈরি করতে পারবেন খুব সহজেই।
৫। CREATE বাটনে ক্লিক করুন, ব্যাস শেষ আপনার কাজ।
ই-মেইল একাউন্ট তৈরি করা হয়ে গেলে এখন যেটা মাথায় আসবে তা হলো কিভাবে আপনি এই ই-মেইল এক্সেস করবেন! চিন্তা করার কিছু নেই, তা ও বলে দিচ্ছি। ইম-মেইল এক্সেস করার জন্য প্রয়োজন হয় ওয়েবমেইলের এবং এটি সি-প্যানেলের সাথেই সংযুক্ত। আর দুই টি পদ্ধতিতে আপনি এই ওয়েবমেইল এক্সেস করতে পারবেন।
প্রথম পদ্ধতিঃ যেভাবে আপনি সি-প্যানেলে লগইন করেন ঠিক সেভাবে এই ই-মেইল ব্যবহার করার জন্য আপনি একটা ওয়েবমেইল ইন্টারফেইস পাবেন যার মাধ্যমে আপনি ই-মেইল সেন্ড এবং রিসিভ করা থেকে শুরু করে যাবতীয় সব কাজ করতে পারবেন। ওয়েবমেইল এক্সেস করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে "yourdomain.com/webmail", এখানে yourdomain.com এর জায়গায় আপনার ওয়েবসাইটের ডোমেইন নেইম বসাতে হবে। তারপর আপনার তৈরিকৃত ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সহজেই তা এক্সেস করতে পারবেন।
দ্বিতীয় পদ্ধতিঃ ৩ নং স্টেপে যে ইমেজটি দেখতে পাচ্ছেন সেখানে দেখুন ডিগল্ট ই-মেইলের ডান পাশে "Check Email" নামে একটা বাটন আছে। এই বাটনটি আপনার তৈরি করা সব ই-মেইলের পাশেই দেখতে পাবেন। "Check Email"বাটনে ক্লিক করে আপনি সি-প্যানেল থেকে সরাসরি আপনার ই-মেইল এক্সেস করতে পারবেন।
আজ তাহলে এই পর্যন্তই।
ধন্যবাদ।
আমি কামরান অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।