প্রায় আট মাস হতে চললো টেকটিউনসএ সাইন আপ করেছি কিন্তু এখন পযর্ন্ত কোন টিউন করিনি। কিন্তু নিয়মিতই পড়েছি টিনটিন, মঈন, সজীব, মেহেদী, শাকিল, মাক্রোকাতার, মামুন এদের টিউন এবং উপকৃত হয়েছি। এদের সহ সকল টিউনারদেরকে জানাই শুভেচ্ছা।
ছোট একটি টিপস্ দিয়ে টেকটিউনে আমার যাত্রা শুরু করছি।
আমরা যারা কম্পিউটারে কাজ করি তাদের প্রায়ই অনেক গুলো উইন্ডো খুলে রাখতে হয় কাজের সুবিধার জন্য। এগুলো আমরা মাউসের সাহায্যে সহজেই মিনিমাইজ বা মেক্সিমাইজ করতে পরি কিন্তু আমি আপনাদেরকে কীবোর্ড সর্টকাটা বলছি।
ওপেন করা সবগুলো উইন্ডো এক সাথে মিনিমাইজ করার জন্য প্রেস করুন Windows key + M আরার মেক্সিমাইজ করার জন্য প্রেস করুন Windows Key + Shift + M আর যদি একটা একটা করে উইন্ডো মিনিমাইজ করতে চান তাহলে প্রেস করুন Alt + Space bar + N আর যদি পছন্দমত কোন উইন্ডো মেক্সিমাইজ করতে চান তাহলে প্রেস করুন Atl + Tab
আজ এ পর্যন্তই যদি কেউ উপকৃত হয় তা হলে আবার লেখার ইচ্ছা রইল। ধন্যবাদ সবাইকে।
আমি মোহাম্মদ সাজ্জাদ এইচ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগিং, ওয়েব পেইজ , সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডোমেইন , হোস্টিং এগুলো সম্পর্কে আমার জ্ঞান খুবই সাধারন মাপের এবং আমি এবিষয়ে কোন এক্সপার্ট না। আমি বিষয় গুলো শেখার চেষ্টা করছি মাত্র।
আপনাকে স্বাগতম। আশা করি নিয়মিত লিখবেন এবং এই টিউনসটির মতো ছোট ছোট মজার ও কাজের টিউনস আমাদেরকে উপহার দেবেন।
ধন্যবাদ
ভাই পিছনের দিকে আর চাই বেন না। তাড়া তাড়ি এ রকম সুন্দর সুন্দর টিউন দিয়ে ভরিয়ে তুলুন আমদের এই টিকটিউনস পরিবার এর প্রযুক্তি ভক্তদের আপদের মত প্রযুক্তিবিদ রা। এই আশায়…
ধন্যবাদ সাজ্জাদ ভাইয়া। তবে শর্টকাট মিনিমাইজ এবং মেক্সিমাইজের জন্য আপনি windows key + D ব্যবহার করতে পারেন। ধন্যবাদ again
শুভেচ্ছা আপনাকে। শুধু যাত্রা করলে হবেনা নিয়মিত লেখা চাই।