উইন্ডোজ পিসিতে হ্যাকিন্টোষ ইনষ্টল পর্বঃ ১ বুটেবল পেনড্রাইভ তৈরীঃ হ্যাকিন্টোষ হাই সিয়েরা

ম্যাকিন্টোষ অপারেটিং সিস্টেম এর স্বাদ নেওয়ার কি কোনো উপায় নেই? আছে তা হলো আপল এর উচ্চমূল্যের দামী প্রডাক্ট না কিনে যে উপায়ে আপনার উইন্ডোজ পিসিতে (ম্যাক চলার মতো কম্পাটেবল হার্ডওয়্যার) ম্যাকিন্টোষ অপারেটিং সিস্টেম ইনষ্টল দিবেন সেটাই হ্যাকিন্টোষ। যদি কেউ ইন্টারেষ্টেড থাকেন তাদের জন্য এই গাইড লাইন।

এই হ্যাকিন্টোষ এর বিভিন্ন ভার্সন নেটে পাবেন এবং নির্দেশিকা ও আছে কিভাবে কি করবেন।  ইন্ডিয়ান হ্যাকার নিরেশের তৈরী প্রায় প্রতিটি ম্যাকিন্টোষ অপারেটিং সিস্টেম এর হ্যাকিন্টোষ (পূর্বে হ্যাকিন্টোষ জোন নামে ছিল) বর্তমানে হ্যাকিন্টোষ শপ সাইটে পাবেন। যা কিনা উইন্ডোজ অথবা লিনাক্স থেকে ডিএমজি ফাইল ডাউনলোড করে ট্রান্সমেক দ্বারা পেনড্রাইভে রাইট করতে হয় আবার হ্যাকিন্টোষ সিস্টেম থেকেও করা যায়। হ্যাকিন্টোষ শপ এ বিস্তারিত তথ্য দেওয়া আছে কিভাবে কি করবেন। ডুয়েল বুট আমি পছন্দ করি না। তাই যারা ইনষ্টল দিতে চান অতিরিক্ত একটা হার্ড ডিস্কে ট্রাই করে দেখতে পারেন। কারন ডুয়েল বুট দিতে গিয়ে যদি উইন্ডোজ সেটআপ ডেড হয়ে যায় তাই।

অপারেটিং সিস্টেম আপডেট হলে ডুয়েলবুট আর কাজ করে না, হয় উইন্ডোজ না হয় হ্যাকিন্টোষ।

ওয়েব সাইট : হ্যাকিন্টোষ শপ রেজিস্ট্রি করার পর ডাউনলোড করতে পারবেন।

ই সাইটেও অনেক তথ্য পাবেন হ্যাকিন্টোষ সম্বন্ধ্যে :

tonymacx86

InsanelyMac

Hackintosher

​পদক্ষেপ : ১

@ Hackintosh Zone High Sierra Installer.dmg

@ বেলেনাইচার USB মেকার। (TransMac দিয়ে রাইট করলে সময় অনেক বেশী লাগে। BalenaItcher সহজ এবং সময়ও কম লাগে)। আমি ট্রান্সমেক দ্বারা রাইট করি নি, BalenaEtcher দ্বারা রাইট করেছি।

নিচের লিন্ক থেকে বেলেনাইচার ডাউনলোড করে ইনষ্টল করে নিন। আপনার অপারেটিং সিস্টেম ধরন অনুযায়ী। উইন্ডোজ হলে উইন্ডোজের জন্যে আর লিনাক্স হলে লিনাক্সের জন্য।

লিন্ক : BalenaEtcher

কিভাবে ডাউনলোড করবেন নতুনদের জন্য বিস্তারিত ছবিসহ বর্ণনাঃ

dmg ফাইল ডাউনলোড করার জন্য নিচের লিন্ক দেওয়া সাইটে ঢুকে রেজিস্ট্রেশন করে নিন। তারপর ডাউনলোডস এ ক্লিক করে ডাউনলোড সেকশন এ যান।

Hackintoshshop

পেইজ স্ক্রল করে নিচের দিকে আসুন, ক্লিক করুন Hackintosh High Sierra

ক্লিক করার পর পেইজের নিচের দিকে এসে Download from Hackintosh Shop এ ক্লিক করুন।

এরপর যে পেইজ আসবে Agree & Download বাটনে ক্লিক করুন।

Agree & Download ক্লিক করার পর যে পেইজ আসবে সেখানে ডাউনলোড এর ৪টা পার্ট দেখতে পাবেন। ডাউনলোড করার জন্য High Sierra Installer Intel Only.zip লেখা ডাউনলোড করে নিন।

জিপ ফাইল আনজিপ করুন। আনজিপ করার পর একটা টরেন্ট ফাইল দেখবেন। টরেন্ট ডাউনলোডার দিয়ে ডাউনলোড করে নিন।

পদক্ষেপ : ২

​Create Bootable USB Drive for Hackintosh Zone High Sierra

১৬জিবি পেনড্রাইভ পিসিতে কানেক্ট করুন।

BalenaEtcher অপেন করুন। ক্লিক Flash from file

টরেন্ট ডাউনলোডার দ্বারা Hackintosh Zone High Sierra ডাউনলোড কমপ্লিট হওয়ার পর সেই ফোল্ডারে যান।

সেই ফোল্ডারে গিয়ে সিলেক্ট করুন Hackintosh Zone High Sierra Installer.dmg। তারপর অপেন এ ক্লিক করুন।

ক্লিক Select target

পেন ড্রাইভ কানেক্ট থাকলে সিলেক্ট টারগেট ক্লিক করলে নিচের ছবির মতো উইন্ডো আসলে টিকমার্ক দিন। তারপর ক্লিক করুন Select।

সিলেক্ট ক্লিক করার পর যে উইন্ডো আসবে ক্লিক করুন Flash।

ফ্লাশিং শুরু হবে। সময় লাগবে। নির্ভর করবে আপনার পেনড্রাইভের স্পিড রাইটের উপর।

শেষ হলে মেসেজ দেখতে পাবেন ক্লোজ করুন বেলেনাইচার। আপনার বুটেবল Hackintosh Zone High Sierra USB প্রস্তুত।

পর্বঃ২ শীঘ্রই আসছে

উইন্ডোজ পিসিতে ইনষ্টল প্রসেস। হ্যাকিন্টোষ এর জন্য মাদারবোর্ডের বায়োস সেটআপ।

 

Level 2

আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস