#মানবদেহের গঠন উপাদানের প্রায় ৭০ ভাগই পানি। পানির আপেক্ষিক তাপ
(4200 J/Kg/K) অন্যান্য পদার্থের তুলনায় বেশি হওয়ায় আবহাওয়ার তাপমাত্রা পরিবর্তনের প্রভাবে পানির তাপমাত্রা পরিবর্তনের হার সবচেয়ে কম হয়। দেহে পানির পরিমান স্বাভাবিক থাকলে মানবদেহে আবহাওয়ার তাপমাত্রার পরিবর্তনের প্রভাব কম থাকে। কিন্তু পানিশূন্যতা সৃষ্টি হলে এই প্রভাব তীব্রতর হয়।
যেমন শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমান কম থাকায়, ত্বক থেকে বাতাসে বাষ্পাকারে #পানি শোষিত হয়ে পানিশূন্যতা সৃষ্টি হতে পারে। ফলে সাধারনত ত্বক ফেটে যায়। বাহ্যিকভাবে ত্বকে সংক্রমন দৃশ্যমান হয়, ব্রন ওঠা ও চর্মরোগের সম্ভাবনা বৃদ্ধি পায়।
#পানিশূন্যতার লক্ষনসমূহ:-
#পিপাসা বৃদ্ধি।
#হাত, পায়ের তালু, কান ও চোখ উষ্ণ অনুভূত হওয়া।
#প্রশ্রাবের ঘনত্ব বেড়ে যাওয়া এবং প্রশ্রাবে জ্বালাপোড়া সৃষ্টি হওয়া।
#প্রশ্রাব ও ঘামের পরিমান হ্রাস পাওয়া।
#মাথা ব্যাথা হওয়া ও মাথা ঝিম ঝিম করা।
#শরীর ক্লান্ত হয়ে যাওয়া ইত্যাদি।
#পানিশূন্যতা প্রতিরোধে তাই পানি পান করতে হবে:-
#খাওয়া, ঘুমানো, শরীর চর্চার পূর্বে।
#প্রস্রাব হওয়া, ঘেমে যাওয়া বা বমি হওয়ার পর।
তীব্র শীত বা উষ্ণ আবহাওয়ায় অবস্থান করলে কিছুক্ষন পর পর ইত্যাদি।
#সুতরাং পরিবেশের সাথে শরীরের স্বাভাবিক তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে পর্যাপ্ত পরিমান পানি পান করা আবশ্যক
#নিরাপদ পানির #Filter এর জন্য
#বিস্তারিত জানতে যোগাযোগ
#মোবাইল: 01844123987
Website:https://rowaterpurifierbd.com
#humanbody #watertemperature #climatechange #winter #skin #dryskin #face #drinkwater #bodyexercises #warmweather #environment #purewater #drinkingwater #reverseosmosis #waterfilter #ROmembrane #membrane #Ultima #RO #Water #purification #Purifier #Bangladesh
আমি মামুন রহমান। merkating, pure water, House.21 Azampur kancha Bazer, Shah Kabir Mazar Rd, Dhaka 1230। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
https://purewater.com.bd/