ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার দের জন্য ডোমেইন ওয়েব হোস্টিং খুব গুরুত্ব পুর্ন একটা জিনিস।
সাধারনত ডোমেইন এবং হোস্টিং আমাদের টাকা দিয়ে কিনতে হয়, তবে কিছু ফ্রি হোস্টিং পাওয়া যায় কিন্তু সেই সব হোস্টিং এ অনেক ঝামেলা থাকে তাছাড়া অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় না। তাছাড়া ফ্রি হোস্টিং এ নানা রকম ঝামেলা আছে। আবার ফ্রি ডোমেইন হিসাবে সাব ডোমেইন ব্যবহার করা লাগে।
অনেক ক্ষেত্রে আমাদের পক্ষে টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনে ব্যবহার করা সম্ভব হয় না। আমার নিজের ও অনেক সময় ফ্রি ডোমেইন এবং হোস্টিং প্রয়োজন হয়, তাই অনেক খুঁজে একটা ভালো ফ্রি হোস্টিং সাইট এর খোঁজ পেলাম। এই সাইটে হোস্টিং ১০০% ফ্রি কিন্তু আপনি পেইড হোস্টিং এর মত সকল ফিচার পাবেন এই হোস্টিং এবং এই হোস্টিং এ সব কিছু আনলিমিটেদ এবং মেয়াদ আজীবন। আর একটি সাইট যেটা ডোমেইন এর জন্য। আমি ২ টি সাইটের এর লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি, কিভাবে ডোমেইন এবং হোস্টিং রেজিস্টার এবং সেটাপ করবেন তার ভিডিও টিউটোরিয়াল ও দিয়ে দিচ্ছি।
ডোমেইনঃ https://www.freenom.com/
হোস্টিংঃ https://infinityfree.net/
টিউন টি পড়ার জন্য ধন্যবাদ।
আমি মোঃ রাশেদ হোসেন। Co-Founder, The Advanced Technologies, Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি একজন কম্পিউটার প্রোগ্রামার, প্রোগ্রামিং আমার শখ এবং পেশা। প্রযুক্তি সম্পর্কে জানতে এবং অন্যদের কে জানতে খুব ভালো লাগে। তাছাড়া বিভিন্ন বিষয়ে জানতে এবং জানাতে ভালো লাগে।
Video: https://www.youtube.com/watch?v=IFAdtFU-R4M&feature=emb_logo