এটি মূলত সোসাল শেয়ারিং একটি সাইট যেখানে আপনি ফেসবুকের মতই টিউন দিতে পারবেন, তবে এখানে টিউন দেয়ার সুবিধা হলো, এর বিনিময়ে আপনাকে পয়েন্ট দেয়া হবে, যে পয়েন্টগুলো আপনি সরাসরি ডলারে তে কনভার্ট করে নিতে পারবেন। না এটি একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে কোন প্রিমিয়াম প্যাকেজ নেই। যদি প্রিমিয়াম কিনতে চান তাহলে কিনতে পারবেন।
পয়েন্ট কিভাবে কাজ করে?
এখানে আপনি টিউন, টিউমেন্ট বা শেয়ার করলে তেমন কোন পয়েন্ট নাই, যদি আপনার টিউন কেউ শেয়ার করে তাহলে ৩০ পয়েন্ট, টিউমেন্ট করলে ২০ পয়েন্ট আর লাইক করলে ১০ পয়েন্ট। এরকম ১, ০০০ পয়েন্টে ০.১$ আসবে। এখানে আপনি বিকাশ বা রকেট টাকা তুলতে পারবেন না। এর জন্য আপনাকে ইন্টারন্যাশনাল কিছু ব্যবহার করতে হবে। সেটা হতে পারে পেপাল বা পাইনিয়ার। টাকা তোলার জন্য অবশ্যই ১০০$ হতে হবে।
একটি আইপি বা ডিভাইস থেকে মাত্র একটি সাইন ইন করা যাবে, মাল্টিপল সাইন ইন করলে সেইম আইপি বা ডিভাইসের সবগুলো একাউন্ট ব্যান করে দেয়া হবে। একাউন্ট খোলার পর অবশ্যই প্রোফাইলে নিজের ছবি এবং সঠিক নাম দিতে হবে যেরকম আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে।
আমি মোঃ নাইম হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।