প্রসঙ্গ মন্তব্য এবং আরও কিছু কথা….

আমি যেদিন প্রথম টেকটিউনসে আসি সেদিনই টেকটিউনসের প্রেমে পড়ে যাই। কারণ ছিল দুইটা। প্রথমত, আমি প্রযুক্তির ব্যাপারে বরাবরই অতি আগ্রহী আর এখানে এসে দেখি প্রযুক্তি বিশারদদের মিলনমেলা, ঠিক যেন আমার মনের কথাগুলোই এখানে জমা করা। দ্বিতীয় কারণটি হলো, টেকটিউনস গতানুগতিক ব্লগিং থেকে সম্পূর্ণ আলাদা। প্রযুক্তি বিষয়ক আরও অনেক সাইট আছে কিন্তু টেকটিউনস স্বকীয়তায় অনন্য।

কিন্তু ইদানিং এখানে যে ধরনের সংস্কৃতির চর্চা হচ্ছে তা খুবই দূঃখজনক। অনেকেই হয়তোবা বলবেন এটাই ব্লগিংয়ের রীতি, কিন্তু আমি মনে করি টেকটিউনস এসব প্রচলিত রীতি উর্ধ্বে। যারা এই রীতিতে বিশ্বাসী তাদের জন্য সামু-মামুদের আড্ডাখানা আছে, সেখানে গেলে অনেক ভাল লাগবে। ব্লগিং -এ সমালোচনা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু একজনকে মানসিকভাবে আহত করে এমন সমালোচনা নিশ্চয় উচিৎ নয়। গত কয়েক দিনের মন্তব্যগুলো দেখলেই বোঝা যায় যে কি পরিমাণ আজেবাজে কথার চালাচালি হয়েছে। অনেক ক্ষেত্রেই তা হয়ে যায় ব্যক্তি কেন্দ্রিক। অন্তত টেকটিউনসের পাঠক হিসেবে এটা মোটেই কাম্য নয়।

টেকটিউনস ২.০ কবে আসছে জানি না, তবে এতে কিছু সুবিধা যোগ করা যেতে পারে। যেমন-

  • মন্তব্য করতে হলে অবশ্যই লগইন করতে হবে
  • অনলাইনে কত জন টিউনার আছেন তাদের নামের তালিকা দেখানো
  • অনলাইনে কত জন অতিথি (নিবন্ধন ছাড়া) আছেন আছেন তার সংখ্যা দেখানো

এতে কিছুটা হলেও বাজে মন্তব্য কমবে বলে আশা করি।

এছাড়াও আরও কিছু বিষয় থাকতে পারে।

  • অনেকেই বিভিন্ন বিষয়ে সাহায্য চেয়ে টিউন করে থাকেন। এজন্য আলাদা একটি পেইজ বা বিভাগ রাখা যেতে পারে যেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে সমাধান দেয়া যাবে।
  • প্রতিটি টিউন প্রকাশের পূর্বে যাচাই করার ব্যবস্থা রাখা যাতে মানসম্পন্ন টিউন প্রকাশ হয়।
  • নতুন নিবন্ধিত টিউনারদের তালিকা রাখা।
  • প্রিয় টিউনগুলো সংগ্রহে রাখার ব্যবস্থা করা যাতে করে প্রয়োজনে সহজেই পাওয়া যায়।

আরও কিছু ছিল এই মুহূর্তে মনে পড়ছে না। আপনারাও নতুন নতুন আইডিয়া দিন। এ ব্যাপারে মেহেদী হাসান ভাইয়ের সুদৃষ্টি কামনা করছি। তবে সব কথার শেষ কথা, সচেতন হতে হবে আমাদের নিজেদেরকেই। আপনি আমি রুক্ষভাষী হব না এবং আমাদের এই প্রিয় সাইটটি কলুষিত হতে দেবো না। আপনারা কি বলেন?

Level 0

আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

হুম বুঝলাম

মিথুন ভাই আপনাকে ধন্যবাদ।আমি আপনার সঙ্গে একমত।

আপনার সাথে সহমত…. আর টেকটিউনসে আসি কিছু জানার বা শেখার জন্য…. আর ইদানিং টেকটিউনসে ভাল লেখার মানও কমে গেছে….

অসংখ্য ধন্যবাদ মিথুন ভাই-কে, এই ধরনের টিউনস এর জন্য।

আমিও একমত। ছয় মাস আগে যখন টেকটিউনসে যখন প্রথম এসেছিলাম তখন টেকটিউনস এর কথা অনেকেই জানতো না। এই ছয় মাসে বিভিন্ন পত্রিকায় আমি নিজে এড দিয়ে শত শত ব্লগে এর লিংক দিয়ে আমার সাইটের মেইন পেজে এর লিংক দিয়ে আজ এতটা জনপ্রিয় করেছি এটা যেন কোন অপতৎপরতায় নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখার জন্য মেহেদী ভাইয়ের দৃষ্টি আকর্ষন করছি। আমার মনে হয় অন্যান্য কিছু ব্লগ হিংসার বশবর্তী হয়ে নামে বেনামে কমেন্ট দিয়ে এর ক্ষতি করার চেষ্টা করছে।

শাকিল ভাই আমারও তাই মনে হয়।

আমিও একমত। সবাইর কাছে ভালো কিছু আশা করি। আর শাকিল আপনি কথা একটা বলছেন আমরা বিশ্বাস করে ফেলছি।

ধন্যবাদ, আমি আপনার সাথে একদম একমত।

Level 0

মিথুন ভাই আমি মনে করি আপনি আমাদের সবার মনের কথাটির বহি প্রকাশ করেছেন।
এজন্য আপনাকে অনেক অনেক ধণ্যবাদ। আর আমরা টেকটিউনস 2.0 খুব জলদি দেখতে চাই। আর তাতে আপনি যেই ফিচার গুলোর কথা বলেছেন তাও দেখতে চাই। বিশেষ করে —–
” অনেকেই বিভিন্ন বিষয়ে সাহায্য চেয়ে টিউন করে থাকেন। এজন্য আলাদা একটি পেইজ বা বিভাগ রাখা যেতে পারে যেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে সমাধান দেয়া যাবে ”
এই ফিচার টি আমার ব্যাক্তিগত ভাবে ভাল লেগেছে।

আর শাকিল ভাই এর সাথে আমি একমত। কারন টেকটিউনস এর জনপ্রিয়তা ও সফলতা অন্য যে কোন ব্লগিং ও টেকি সাইট থেকে কয়েকগুন বেশি। তাই শাকিল ভাই এর কথাটা সত্য হলেও হতে পারে।
———————————————————————
আরেকবার ধণ্যবাদ মিথুন ভাই আপনাকে।

ধন্যবাদ মিথুন ভাই। আরেকটা কথা কাট, কপি, পেস্ট এব্যাপারে টেকটেউনস কি কিছুই করবে না। আপনি টিউন কপি করা নিয়ে একটা লেখা পোস্ট করেছিলেন। তারপর আমি হঠাৎ করে একদিন দেখতে পায় যে আমারো লেখা কপি হয়েছে http://www.webmasterbd.com নামক একটি সাইটে। এমনকি এখানে আমার অরিজিনাল লেখার লিংকও দেওয়া নেই। । আসলে আমাদের কি এদের বিরুদ্ধে করার কিছু আছে বা টেকটিউনস কি কিছু করতে পারবে না? এটা কি একটা বড় সমস্যা নয়?

Level 0

মিথুন ভাই যা বলেছেন, ঠিক এ কথাগুলো আমিও বলবো ভেবেছিলাম। ধন্যবাদ।
আর একটি বিষয়ও পরের ভার্সনে যুক্ত করলে ভাল হয়, তা হলো পাঠক কর্তৃক প্রকাশিত টিউন সমূহের রেটিং দেয়া।
আর সাহায্য চেয়ে যে সব টিউনসমূহ প্রকাশিত হয়, সেগুলোর শিরোনাম মাঝে মধ্যে এমন হয়, মনে হয় যেন তিনি যেন বিষয়টি নিয়ে টিউন করেছেন।
পরে দেখা যায় আসলে তিনি এ ব্যাপারে সাহায্য চেয়েছেন।
যেমন আজকে একটি টিউন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম ‘ওয়েবসাইটে কেলেন্ডার যুক্ত করা`। শুনে কী মনে হয়?
যাক আমার মতেও সাহায্যে বিভাগটি সম্পূর্ণ আলাদা করা উচিত।
ধন্যবাদ সবাইকে।

ধন্যবাদ Ismail ভাই। দারুন একটি আইডিয়া দিয়েছেন। পাঠক কর্তৃক রেটিংয়ের ব্যবস্থা থাকলে টিউনারদের মধ্যে মানসম্পন্ন টিউন করার তাগিদ বেড়ে যাবে।

মিথুন ভাই আপনার সাথে সম্পুর্ন একমত । তবে মন্তব্য ভুলবশত দেওয়ার পর , বানান ভুল বা মুছে ফেলার জাতীয় সমস্যা মন্তব্যকারী কতৃক সমাধান করার ব্যাবস্হা করা জরুরী বলে মনে করি । আর টিউন রেটিং এর উপর টিউন এর স্হায়ীত্ব থাকবে এতে অযথা টিউন করা এবং টপ টিউনার হওয়ার আশায় যারা প্রতিদিন অনবরত টিউন করে যাচ্ছে সে গুলোর একটা ব্যাবস্হা হবে । আর টিউনারে মূল্যায়ন করতে হবে , যেমন কতিপয় টিউনার ছাড়া অন্য কারো টিউন আজ পর্যন্ত নির্বাচিত হয়নি তাহারা ছাড়া কি অন্য কারা টিউন নির্বাচিত হওয়ার যোগ্য নয় , তবে একজন টিউন সর্ম্পকে নিশ্চই জানেন যে তাহার টিউনটি মুছে দেওয়া হয়েছিল পবে উপর মহলে লেখা লেখি করে নির্বাচিত হয়েছেন । এ ধরনের হলে ভালো টিউনার উংসাহ হারাবে ।

ধন্যবাদ। আমিও একমত।

Level 0

মানিক একটি দারুন পয়েন্ট যুক্ত করেছেন। ধন্যবাদ।
অনেক সময় মন্তব্য দেয়ার পর দেখা যায় বানান ভুল বা বক্তব্য যথাযথ হয়নি।
কিন্তু তখন মন্তব্যকারীর আর কিছুই করা থাকে না।
কাজেই মন্তব্য সংশোধন বা বিয়োজন করার ব্যবস্থা থাকা উচিত।

মিথুন ভাই আমি আপনার সাথে একমত। আপনি ঠিক আমার মনের কথাগুলি বলেছেন। আর একটা জিনিস থাকলে ভাল হয় তা হল অদল-বদল বা ক্রয়-বিক্রয় বিভাগ। আমি প্রথম আলো ব্লগে এই বিভাগগুলি দেখেছি। এটা অনেকটা টিউনারদের বিজ্ঞাপনের কাজ করবে আর এতে অনেকেই উপকৃত হবে।

এমনটি আশা করে ছিলাম যে এ বিষয়ে সবাই সচেতন হবে। যে টিউন করে তাকে অনেক পরিশ্রম করেই তা করতে হয় নিঃসার্থ ভাবে। কিন্তু আজে বাজে মন্তব্য যেমন টিউনারকে নিরুৎসাহিত করে, তেমনি আন্য পাঠকদের ও বিভ্রান্তিতে ফেলে দেয়। আমি এখানকার পরিবেশ না বুঝেই টিউন করেছিলাম। ইমেইল ওপেন করার অবস্থা নাই। বাধ্য হয়ে সব টিউন ডিলেট করেছি। লাভ একটা হয়েছে তা হল বাংলা টাইপিং। আশাকরি সাইটের পরিবেশ ঠিক হবে, ভাল ভাল লেখা আসবে।

Level 0

মিথুন ভাই ধন্যবাদ। আপনার সাথে একমত।

Level 0

মিথুন ভাই, আপনার এই পোস্ট পড়ে, আমার খুব ইচ্ছা হল যারা এই কপি পেস্ট নিয়ে খুব কথা টথা বলে, তারা নিজেরা কতটুকু সৎ।হাবিবুর ভাইয়ের ওয়েব সাইট ঘেটে যা জানলাম তা হল তিনি একটা চোর, আর তার সাইট যারা চুরি করেছে তারা চোরের উপর বাটপারি করেছে। এবারে প্রমানের পালা, পরিক্ষা করতে চাইলে চলে যান হাবিবুর ভাইয়ের সাইটের(বিডিওয়েবজোনডটকম) ক্রিকেট পেজ এ ওখানে তিনি ক্রিকেট এর যে হিস্ট্রি বর্ননা করেছেন তা হুবুহু আরেকটি বিদেশি ওয়েব সাইট হতে কপি করা। চাইলে আপনি নিজেই ওটার অংশ বিশেষ কপি করে গুগোলে সার্চ দিতে পারেন, আজ এখন অবধি উনি উনার সাইটে কোথাও বলেন নি এই অংশ তিনি কোন উৎস হতে পেয়েছেন, অর্থাৎ নিজের বলে দাবি করে আসছেন। হাবিবুর ভাই এবং যারা হাবিবুর ভাইয়ের ওয়েব সাইট কপি করছে এদের সবাইকে বলছি, আপনারা হলেন নির্লজ্জ্ব বাঙালী দের অন্যতম উদাহরন, আজ আপনাদের মত বাঙালী দের জন্যই আমাদের দেশের এত দুর্নাম, আপনারা, নিজেরা যে কাজ করেন নিজেই সেই কাজের সমালোচনা করে বড় বড় কথা বলেন, ছিঃ ছিঃ ছিঃ। মিথুন ভাই আমি আপনার টিউন নিয়মিত পড়ি এবং বেশ শ্রদ্ধা করি, আশা করি আপনি আমার এই মন্তব্য না মুছে আমার সেই শ্রদ্ধার মুল্য দিবেন। এই দুজনের আসল প্রতিমুর্তি সবার সামনে তুলে ধরাই আমার লক্ষ্য আর অন্য সকল টিউনার দের এদের সংস্পর্শে আসা থেকে বিরত রাখাই আমার মুল উদ্দেশ্য। আপনি নিশ্চয়ই জানেন, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সংগে সর্বনাশ। ধন্যবাদ।

@শাকিল ভাই
আমিও একমত। ছয় মাস আগে যখন টেকটিউনসে যখন প্রথম এসেছিলাম তখন টেকটিউনস এর কথা অনেকেই জানতো না।

—এই ব্যাপারে আপনার সাথে দ্বিমত পোষন করছি। তখনই আসল টিউন গুলো হয়েছিল। এবং সেগুলোর কারনেই টেকটিউনস এত জনপ্রিয়, মেহেদী আকরাম, মাইক্রোকাতার, টিনটিন তখনই নিয়মিত লিখতেন এবং সেগুলো এতই ইউনিক ছিল যে ঐরকম মূল্যবান অন্য কোন সাইটে (বাংলা সাইটে) পাওয়া যেত না। তাই টেকটিউনস হয়ে উঠেছে কম্পিউটার রিলেটেড টিউটোরিয়ালের এক অনন্য সাইট।

আজ এতটা জনপ্রিয় করেছি = বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন যে, আপনার কারনে টেকটিউনস জনপ্রিয় হয়েছে?

আর এখন টিউনাররা শুধু টিউনের সংখ্যা বাড়াতেই ব্যস্ত।
আশাকরি বুঝতে পেরেছেন।

আমি আমার সাইটের পাশাপাশি টেকটিউনের এড, লিংকও দিয়েছি অনেক জায়গায়। আর আমার সাইটের ব্যাপারে বলতে চাই ডিরেক্টরী সাইট গুলোতে তো এমনই হয় আর আমার সাইটে কি থাকবে কি থাকবে না সেটা আমার ব্যাপার আপনার ভাল না লাগরে আপনি যাবেন না।

আমি আমার কাজের কথা বলেছি কিন্তু অন্যদের অস্বীকার করি নাই সবার অবদান আছে এটা তো আমরা জানিই।
আমি টেকটিউন নিয়ে বিভিন্ন ব্লগে এবং পত্রিকায় লিখেছিলাম সেটা বলেছি মাত্র আর মেহেদী আকরাম, মাইক্রোকাতার, টিনটিন ভাইদের অবদান সবার জানা আমারও যে কিছু নাই তাও কিন্তু ঠিক না।

Level 0

hmmmmmmmm kichui bujhlam na