১। Anti-Virus সফটওয়্যারের কাজ কি?
উত্তর: Anti-Virus হল কম্পিউটারের ভাইরাস প্রতিশোধক। কম্পিউটারেরপ্রোগ্রামসমূহকে ভাইরাস মুক্ত করার জন্য এবং ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারউপযোগী পরিবেশ সৃষ্টি করাই এর কাজ। বর্তমানে এ জাতীয় অনেক
২। কয়েকটি কম্পিউটার এন্ট্রি ভাইরাস সফটওয়্যারের নাম লেখ?
উত্তর: Kaspersky, Avira, Avast, Norton ইত্যাদি।
৩। ফার্মওয়্যার (Firmware) কাকে বলে?
উত্তর: ফার্মওয়্যার হচ্ছে এমন একটি প্রোগ্রাম, যাকে কম্পিউটার তৈরিরসময়ে কম্পিউটারের মেমরিতে রম-এ স্থায়ীভাবে ধারণ করে দেয়া হয়। এ জাতীয় প্রোগ্রামকেবলমাত্র কম্পিউটারে এর পর্দায় দেখা যায়। কম্পিউটার ব্যবহারকারি কর্তৃক এ জাতীয়প্রোগ্রামকে কোনরূপ পরিবর্তন বা সংশোধন সুযোগ থাকে না। ক) কম্পিউটার মেমরিপ্রদর্শন খ) নির্দেশনাবলি বা ডাটা লোড করে ও গ) প্রোগ্রাম রান করে।
৪। ইন্টারনেট বেইসড সফটওয়্যার কাকে বলে?
উত্তর: এই সফটওয়্যার এর মাধ্যমে ইন্টারনেটের কাজ করা হয়। তাকেইন্টারনেট বেসড সফটওয়্যার বলে। যেমন – Mozilla Firefox, Google Chrome, InternetExplorer, UC Browser ইত্যাদি
৫। Windows কী?
উত্তর: উইন্ডোজ একটি চিত্র ভিক্তিক অপারেটিং সিস্টেম। এই অপারেটিংসিস্টেম চিত্রের আইকন উপর ক্লিক করে কাজ করা যায়।
৬। Windows XP কী?
উত্তর: কম্পিউটার পরিচালনার জন্য একটি সিস্টেম সফটওয়্যার
৭। তথ্য প্রযুক্তি বলতে কী বুঝায়?
উত্তর: তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাছাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণব্যবস্থাপনার সাথে সংশ্লিস্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি।
৮। কম্পিউটার স্মৃতি প্রধানত কত প্রকার?
উত্তর: দুই প্রকার। i)Primary Memory ii) Secondary Memory
৯। Bios কী?
উত্তর: Basic input Output System এর সংক্ষিপ্ত রূপকেই Bios বলাহয়। এটি মূলত রমে সংরক্ষিত একটি সফটওয়্যার।
১০। কম্পিউটারের মুল অংশ গুলো কি কি?
উত্তর: i) input Unit ii)Output Unit iii)CPU Unit
আমি মোঃ নাইম হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।