পত্রিকা পড়ার স্বাদ এখন অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে!

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

পত্রিকা পড়ার স্বাদ এখন অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে!

প্রাত্যহিক জীবনে পত্রিকা পড়ার অভ্যাস না জানি কতজনেরই আছে।  পত্রিকা পড়ে দেশ বিদেশের খবর জানাটা যেন অধিকাংশ বাঙ্গালির মনের খোরাকও বটে। চায়ের কাপে মুখ দিতে দিতে এ পাতা থেকে ও পাতা ঘুরে ঘুরে এ খবর ও খবর পড়ে আড্ডার টেবিলে ঝড় তোলার দারুন সব উপকরণ পাওয়া যায়। কেউ কেউ পড়েন প্রথম আলো কেউবা বাংলাদেশ প্রতিদিন কেউবা কালের কন্ঠ; এমন অনেক পত্রিকা আছে দেশে। একাধিক পত্রিকা পড়ার অভ্যাসও আছে কারো কারো। কাগজের এই পত্রিকা কিনে মাস শেষে গুনতে হয় ৩০০ বা ১৫০ টাকার।

কিন্তু এই পুরো পত্রিকা যদি পড়া যায় ল্যাপটপ কিংবা সামান্য মুঠোফোনের একটি ছোট্ট স্ক্রিনে তবে ক্যামন লাগবে! হ্যাঁ একদম বাস্তবিক পুরো পত্রিকার পৃষ্ঠাসহ দেখা যায় অনলাইনে! তাও আবার সম্পূর্ণ ফ্রিতে! অবাক করা হলেও সত্যি! কেউ জানি আবার কেউ জানি না। যারা জানিনা তাদের জন্য একটি রমাঞ্চকর অনুভুতি হতে যাচ্ছে। আর যারা জানি তাদের অভিজ্ঞতা শুনতে চাই।

যায়হোক এবার আসল কথায় আসা যাক। এই সম্পূর্ণ ব্যাপারটি সম্ভব হবে ই-পেপার পড়ার মাধ্যমে। অনলাইন ই-পেপার যা আপনাকে দেবে সত্যি সত্যি পেপার পড়ার মতই আনন্দ। চলুন নিচে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

প্রথম আলো ই-পেপারঃ বাংলাদেশে সব থেকে বেশি পঠিত ও পাঠক সমালোচিত পত্রিকা হচ্ছে প্রথম আলো। ১০ টাকা করে দাম এই পত্রিকার পাঠক জনপ্রিয়তা তুঙ্গে। সকাল সকাল ঘুম থেকে উঠে এই পত্রিকা এক নিঃশ্বাসে পড়ে ফেলার অভ্যাস আমার নিজেরও ছিল। কিন্তু পড়া হয়ে উঠতো না পুরোটা। কোন কাজের চাপ থাকলে অধিকাংশ অংশই থেকে যেত অপঠিত। আবার কখনো কখনো পড়ে শেষ করতে হত সারাদিনের ইনস্টলমেন্টে। হঠাৎ ই দেখা মিলল প্রথম আলো ই-পেপার।

প্রথম আলো ই-পেপার; prothom alo; prothom alo e-paper; forhad ahmed; forhad; forhad ahmed rabbi; online e paper; online paper; techtunes; Prothom-Alo-ePaper-Bangla-Newspaper-World-news-eProthomalo

প্রথম আলো ই-পেপারে ঢুকলেই এইরকম একটা উইন্ডো পাবেন। পুরো পত্রিকা এবং কতটি পৃষ্ঠা সব দেখতে পাবেন। প্রথম আলোর সাথে ছুটির দিন, রস আলো, আনন্দ কিংবা প্র-বানিজ্য সব কিছু পেয়ে যাবেন এই অনলাইন ই-পেপারে।

প্রথম আলো ই-পেপার আপনি প্রথম ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করলে ১৫দিন পড়তে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তারপর আপনাকে সাবক্রিপশন কিনতে হবে মাসে ৫০ টাকা। আর বছরে ৪৫০ টাকা দিয়ে। আর যদি ফ্রিতেই পড়তে চান তাহলে আপনাকে এইভাবে নতুন নতুন ইমেল দিয়ে বার বার সাবস্ক্রাইব করে ১৫দিন করে পড়তে পারবেন। এই লিঙ্ককে প্রবেশ করুনঃ https://epaper.prothomalo.com/

 

ই-কালের কণ্ঠঃ কালের কণ্ঠ পত্রিকাটি আপনি পড়তে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এর জন্য আপনার নতুন করে সাবক্রিপশন কিনতে হবে না। শুধু আপনার ইমেল দিয়ে নিবন্ধন করে নিবেন। এই লিঙ্ককে প্রবেশ করুনঃ https://www.ekalerkantho.com/home

প্রথম আলো ই-পেপার; prothom alo; prothom alo e-paper; forhad ahmed; forhad; forhad ahmed rabbi; online e paper; online paper; techtunes; Prothom-Alo-ePaper-Bangla-Newspaper-World-news-eProthomalo

ই- দৈনিক ইত্তেফাকঃ ই- দৈনিক ইত্তেফাক পত্রিকাটিও আপনি পাবেন সম্পূর্ণ ফ্রিতে। একটি টাকাও খরচ করার প্রয়োজন নেই। এই লিঙ্ককে প্রবেশ করুনঃ https://epaper.ittefaq.com.bd/

প্রথম আলো ই-পেপার; prothom alo; prothom alo e-paper; forhad ahmed; forhad; forhad ahmed rabbi; online e paper; online paper; techtunes; Prothom-Alo-ePaper-Bangla-Newspaper-World-news-eProthomalo

ই- যুগান্তরঃ ই- যুগান্তর পত্রিকাটি পড়তে পারবেন একদম ফ্রিতেই। এখানে আপনার কোন খরচ নেই। এই লিঙ্ককে প্রবেশ করুনঃ https://epaper.jugantor.com/2020/08/10/index.php

Jugantor-ePaper-যুগান্তর-ইপেপার

 

The Daily Star e-paper: ইংলিশ ভাষায় বাংলা পত্রিকা The Daily Star। পড়তে পারবেন সম্পূর্ণ ফ্রিতেই। ইংলিশ ভাষা উন্নত করতে ইংলিশ পেপার অনেকেই বেছে নেয়। সুতরাং তাদের জন্য এটি বেশ ভালো একটি অপশন হতে পারে। এই লিঙ্ককে প্রবেশ করুনঃ https://epaper.thedailystar.net/

অনলাইন পত্রিকার সুবিধা অনেক। আপনি আপনার মুঠোফোনে যেখানে আছেন যে অবস্থায় আছেন সে অবস্থায় দেখতে পারবেন দেশের অবস্থা। চলতে চলতে বা কাজের ফাকে ফোন বের করে পড়ে নিতে পারেন। তাছাড়াও চাকুরির জন্য অনেক ছাত্র ছাত্রী আছে যারা পেপার কাট রাখতে পছন্দ করে। ইদুরে খাওয়ার ভয় থাকে এই পেপার কাটে। কিংবা নষ্ট হবার ভয় তো থাকছেই। কিন্তু অনলাইন পেপারে আপনি প্রত্যেকটা সেকশন এর প্রিন্ট নিতে পারবেন বা সেভ করে রাখতে পারবেন আপনার ফোনে। Jpg বা png তে সেভ করে রাখতে পারবেন। তাই নষ্ট হবার ভয় নেই আর যেকোনো সময় খুঁজে পেতেও কোনো সমস্যা হবে না।

সবাইকে ধন্যবাদ আমার টিউনটি পড়ার পর উপকারে আসলে শেয়ার করুন, জোসস দিয়ে আমাকে ফোলো করে রাখতে পারেন; আমি এরকম আরও অনেক উপকারি জিনিস পত্র নিয়ে হাজির হব আপনাদের খেদমতে। সবাইকে শুভকামনা।

Level 0

আমি ফরহাদ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন সকালের স্বপ্ন দেখি। এক টুকরো তথ্য হয়তো এনে দিতে পারে নতুন সকাল কারো জীবনে। তাই ছুটে চলা তথ্যের খোঁজে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস