ভিডিও এর মাধ্যমে ধাপে ধাপে জানতে লিঙ্কে প্রবেশ করুন : করোনায় কেন পুরুষরা বেশি আক্রান্ত ও মৃতু হয় বেশি।
নিচে ধাপগুলো বর্ননা করা হলোঃ
করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা পরিসংখ্যানের একটি প্রবণতা এখন বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে তা হলো আনুপাতিক হারে পুরুষ মারা গেছে নারীর তুলনায় অনেক বেশি। আক্রান্ত প্রতিটা দেশ থেকেই যে পরিসংখ্যাণ পাওয়া যাচ্ছে, তাতে দেখো যাচ্ছে সবজায়গাতেই আক্রান্ত নারীদের তুলনায় পুরুষের মৃত্যু হচ্ছে অনেক বেশি। অন্যদিকে নারীদের এ ধরনের কোনো জটিলতা না থাকায় এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা পুরুষের তুলনায় নারীর বেশি থাকে। আরও যেসব কারণ রয়েছে– ১. জীবিকার তাগিদে নারীদের তুলনায় পুরুষরা ঘরে থেকে বেশি বের হন। যে কারণে তাদের সংক্রমণের হার বেশি। ২. হৃদরোগ ও ডায়াবেটিসসহ অন্যান্য রোগে নারীর তুলনায় পুরুষ বেশি আক্রান্ত হন। এসব রোগের কারণে জটিলতা বাড়ে। ফলে মৃত্যুঝুঁকি বেড়ে যায়। ৩. ধূমপান, মদ্যপানের অভ্যাস পুরুষদের বেশি থাকায় ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। ফলে করোনার জটিলতাও বেশি হওয়ার আশঙ্কা থাকে। ধূমপান ও মদ্যপানের কারণে হৃদরোগসহ বিভিন্ন ধরনের জটিলতার ঝুঁকি বাড়ে। কী করবেন যেহেতু এই ভাইরাসের এখনও কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। ধূমপান ও মদ্যপানের অভ্যাস হৃদরোগ, উচ্চরক্তচাপ, ডায়াবেটিসসহ অন্যান্য রোগের ঝুঁকি বাড়ায়। তাই এসব অভ্যাস বর্জন করুন। এ ছাড়া উচ্চরক্তচাপ, ডায়াবেটিসের মতো কোনো রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে যাবেন না এবং সংক্রমণ রোধে ভিড় ও জনসমাগম এড়িয়ে চলুন।
বিস্তারিত জানতে ভিডিও টিউটরিয়ালটি দেখুন।
নতুন নতুন সকল বিষয় জানতে সাবস্ক্রাইব করুন
ধন্যবাদ
আমি বাংলা ফ্রেশ আইডিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।