যাদের জন্য প্রযোজ্য তাদের শেয়ার করুন।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস জনীত মহামারীর প্রাক্কালে কোন দোকানে না যেয়ে, কারো প্রত্যক্ষ সহায়তা ছাড়া, বাসায় বসে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন করার জন্য এই ছোট ভ্লগটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। এই প্রক্রিয়ায় সবকিছুই সংশোধন যোগ্য তাই ভয় পাবার কোন কারণ নেই।
ধাপঃ ১
আবেদন ফি ১৫০(একশত পঞ্চাশ টাকা) সঠিক ভাবে জমা দিন ও ট্রানজেকশন আইডিসহ সর্বশেষ এসএমএস বা স্ক্রিন সংরক্ষণ করুন।
বিল প্রদানের জন্য রকেট, নগদ, সোনালী ওয়েব পেমেন্ট বা বিকাশ যেকোন পেমেন্ট সিস্টেম ব্যবহার করুন।
ধাপঃ ২
নির্ধারিত ওয়েব সাইট wwwDOTxiclassadmissionDOTgovDOTbd-এ প্রবেশ করুন ও Apply Online বাটনে ক্লিক করুন।
ধাপঃ ৩
প্রদর্শিত ছকে এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাশের সন, রেজিস্ট্রেশন নম্বর সঠিক ভাবে পূরণ করুন। পূরণ করা সঠিক হলে আপনার প্রাপ্ত GPA দেখতে পাবেন।
ধাপঃ ৪
আপনার বা অভিভাবকের মোবাইল নম্বর দিন।
ধাপঃ ৫
সর্বোচ্চ ১০(দশ)টি ও সর্বোনিন্ম ০৫(পাচ)টি ভর্তিচ্ছু কলেজ, গ্রুপ, শিফট ও ভার্সন সিলেক্ট করুন।
ধাপঃ ৬
Preview Application ক্লিক করে আপনার আবেদনকৃত কলেজ সমূহের তথ্য ও পছন্দক্রম দেখুন ও কোন ভুল থাকলে সংশোধন করুন।
ধাপঃ ৭
সকল তথ্য ঠিক থাকলে Submit Button-এ ক্লিক করুন।
এরপর মোবাইলের এসএমএস-এ প্রাপ্ত সিকিউরিটি কোডটি সংরক্ষণ করুন। সিকিউরিটি কোডটি পরবর্তিতে ভর্তি সংক্রান্ত কাজে প্রয়োজন হবে।
চাইলে আবেদনকৃত ফরমটি ডাউনলোড বা প্রিন্ট করতে পারেন।
ধাপে ধাপে বিস্তারিত ভিডিও টিউটরিয়াল দেখুন।
আমরা TheTechSenses চ্যানেলটি উন্নয়নের চেষ্টা করছি, চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য আপনি আমন্ত্রিত। এছাড়াও চ্যানেলটির উন্নয়নে আপনার সহযোগিতা একাত্নভাবে কাম্য তাই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আরও টিপস এন্ড ট্রিকস জানতে সাবস্ক্রাইব করুন
ধন্যবাদ
TheTechSenses
আমি দি টেক সেন্সসেস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।