মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে খুব সহজেই কোন ছবির ব্যকগ্রাউন্ড পরিবর্তন, মুছা বা ট্রান্সপারেন্ট করা যায়। কাজেই ছবির ব্যকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করা বা নতুন ব্যকগ্রাউন্ড দেবার জন্য আর ফটোশপ জানা বা ফটোশপ ইন্সটল করার প্রয়োজন নেই।
দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকের ছবির ব্যকগ্রাউন্ড পরিবর্তন করা বা ব্যকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করা জাতীয় টুকটাক এডিটিং করা প্রয়োজন হয়। কাজটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে করা অত্যন্ত সহজ এবং কোন প্রকার গ্রাফিক্স ডিজাইনিং অভিজ্ঞতার প্রয়োজন হয় না।
ছবির ব্যকগ্রাউন্ড পরিবর্তনের প্রচলিত কিছু কারণ নিচে উল্লেখ করা হলোঃ
১। পাওয়ার পয়েন্ট প্রেসেন্টেশন তৈরির ক্ষেত্রে অনেক সময় ডাউনলোড করা ছবির মডিফিকেশনের বা ব্যকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করা প্রয়োজন হয়।
২। যারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করেন তাদের প্রোডাক্টের ছবি টিউন করার ক্ষেত্রে ছবির ব্যকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকার প্রয়োজন হয়।
৩। অনেক সময় ব্যক্তিগত ছবির ছবির ব্যকগ্রাউন্ড পরিবর্তন করে ছবির সৌন্দর্য আরও বেড়ে যায়।
৪। ফেসবুকে ছবি টিউন করার ক্ষেত্রে ব্যকগ্রাউন্ড টিউনিং করলে ছবির যৌক্তিকতা বেড়ে যায় ইত্যাদি
কোন ছবির বর্তমান ব্যকগ্রাউন্ড সিঙ্গেল কালার হলে ছবিটি সিলেক্ট করে এক ক্লিকে উহার ব্যকগ্রাউন্ড মুছে ফেলা যায় এবং সুবিধা মতো নতুন ব্যকগ্রাউন্ড স্থাপন করা যায়।
আবার কোন ছবির বর্তমান ব্যকগ্রাউন্ড মালটি কালার হলে ছবিটি সিলেক্ট করে প্রয়োজন মতো কোন অংশ বাদ দেয়া বা রেখে দেয়া যায়। ছবির ব্যকগ্রাউন্ড জটিল হলে কাজটি যত সময় নিয়ে করা হবে তত বেশী ভাল হবে।
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাধ্যমে খুব সহজেই কোন ছবির ব্যকগ্রাউন্ড পরিবর্তন বা মুছার জন্য পাওয়ারপয়েন্টে ব্যকগ্রাউন্ড পরিবর্তন বা ট্রান্সপারেন্ট ভিডিও টিউটরিয়ালটি দেখুন।
TheTechSenses চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য আপনি আমন্ত্রিত। এছাড়াও চ্যানেলটির উন্নয়নে আপনার সহযোগিতা একাত্নভাবে কাম্য তাই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আরও টিপস এন্ড ট্রিকস জানতে সাবস্ক্রাইব করুন
ধন্যবাদ
TheTechSenses
আমি দি টেক সেন্সসেস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।