কম্পিউটারে ভাইরাস নিয়ে আমরা কমবেশি সবাই উদ্বিগ্ন তাই নয় কি? আমরা হয়ত সবাই জানি, কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকর প্রোগ্রাম যা কম্পিউটারের গুরুত্বপূর্ন তথ্য নষ্ট করে দেয় বা যার প্রভাবে কম্পিউটার ম্যালফাংশনিং করে। মজার ব্যপার হলো কম্পিউটার নিজে নিজে কখনো ভাইরাস তৈরি করতে পারে না বরং ইহা বায়োলজিক্যাল ভাইরাসের মতোই এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে স্টোরেজ মিডিয়া, ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে ছড়ায় অথবা কারো মাধ্যমে পুশ করা হয়।
ভাইরাস ছড়ানোর প্রধান মাধ্যমগুলো হল লোকাল নেটওয়ার্ক, ইন্টারনেট ও পেন ড্রাইভ/USB ফ্লাস ড্রাইভ। আমরা যদি সতর্কতার সাথে নেটওয়ার্ক রিসোর্স, পেন ড্রাইভ/USB ফ্লাস ড্রাইভ ও ইন্টারনেট ব্যবহার করি তাহলে আমরা নিশ্চিত ভাবেই ভাইরাস মুক্ত থাকতে পারব।
কম্পিউটার ভাইরাস ছড়ানো রোধে পেন ড্রাইভ/USB ফ্লাস ড্রাইভ এর নিরাপদ ব্যবহার সম্পর্কে জেনে নেয়া যাক।
পেন ড্রাইভ/USB ফ্লাস ড্রাইভের মাধ্যমে ভাইরাস ছড়ানো রোধে নিচের তিনটি সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরীঃ
১। কম্পিউটারে অটোরান ও অটোপ্লে বন্ধ করুন।
২। পেন ড্রাইভ/USB ফ্লাস ড্রাইভের উপর বা উহার কোন কনটেন্টের উপর ডাবল ক্লিক করবেন না।
৩। পেন ড্রাইভ/USB ফ্লাস ড্রাইভের হিডেন ফাইলগুলোকে বের করে সন্দেহমূলক ও অপ্রয়োজনীয় ফাইলগুলো সাবধানে মুছে ফেলুন।
বিস্তারিত দেখুন ও ভিডিও এর মাধ্যমে ধাপে ধাপে জানতে প্রবেশ করুন যে তিন কাজ করলে কম্পিউটারে ভাইরাস ঢুকবে না লিঙ্কে।
ধন্যবাদ
TheTechSenses
আরও টিপস এন্ড ট্রিকস জানতে সাবস্ক্রাইব করুন
আমি দি টেক সেন্সসেস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।