বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রভাবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সমূহ দীর্ঘদিন বন্ধ থাকার পর। সম্প্রতি অনলাইন টুলস ব্যবহার করে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। অনলাইন ক্লাস, কোচিং, টিউশন ও ভিডিও কনফারেন্স এর জন্য জুম একটি অতি সহজ ও জনপ্রিয় টুলস। চলুন খুবই অল্প সময় ব্যয় করে খুব সহজে জুমের মাধ্যমে ক্লাস, টিউশন, কোচিং বা মিটিং-এ যোগদান করা যায় সে প্রক্রিয়াটি সহজে জানা নিই।
সহজে ভিডিও এর মাধ্যমে জানতে প্রবেশ করুন ঘরে বসে জুম দিয়ে ক্লাস করুন লিঙ্কে।
১। প্রথমের zoom.us এড্রেসে অথবা আপনার স্মার্ট ডিভাইসে ইনস্টলকৃত অ্যাপে প্রবেশ করুন।
২। ওয়েবসাইটটিতে Join a Meeting এ ক্লিক করুন তারপর মিটিং কোড ও পাসওয়ার্ড দিয়ে মিটিংয়ে প্রবেশ করুন।
৩। অথবা আপনার মোবাইলে zoom ইন্সটল দেয়া থাকলে সরাসরি URL এ ক্লিক করে সরাসরি মিটিংয়ে প্রবেশ করুন।
ভিডিও লিঙ্কঃঘরে বসে জুম দিয়ে ক্লাস করুন।
ধন্যবাদ
TheTechSenses
আরও টিপস এন্ড ট্রিকস জানতে সাবস্ক্রাইব করুন
আমি দি টেক সেন্সসেস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।