যে তিন কাজ করলে কম্পিউটারে ভাইরাস ঢুকবে না

প্রিয় বন্ধুরা,
কম্পিউটারে ভাইরাস নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন তাই নয় কি? কিন্তু আমরা সবাই হয়ত জানি কম্পিউটার নিজে নিজে ভাইরাস তৈরি করতে পারে না। ভাইরাসের ছড়ানোর প্রধান মাধ্যমগুলো হল ইন্টারনেট বা পেন ড্রাইভ/USB ফ্লাস ড্রাইভ। আমরা যদি সতর্কতার সাথে ইন্টারনেট ও পেন ড্রাইভ/USB ফ্লাস ড্রাইভ ও ইন্টারনেট  ব্যবহার করি তাহলে কিন্তু আমরা নিশ্চিত ভাবেই ভাইরাস মুক্ত থাকতে পারব।

আসুন আমরা জেনে নিই কিভাবে সতর্কতার সাথে পেন ড্রাইভ/USB ফ্লাস ড্রাইভ ব্যবহার করলে পেন ড্রাইভ/USB ফ্লাস ড্রাইভ এর মাধ্যমে আমাদের কম্পিউটার ভাইরাস আক্রান্ত হবে নাঃ

১। কম্পিউটারে অটোরান ও অটোপ্লে বন্ধ করুন।
২। পেন ড্রাইভ/USB ফ্লাস ড্রাইভের উপর ডাবল ক্লিক করবেন না।
৩। পেন ড্রাইভ/USB ফ্লাস ড্রাইভের হিডেন ফাইলগুলোকে বের করে স ন্দেহ মূলক ও অ প্রয়োজনীয় ফাইলগুলো সাবধানে মুছে ফেলুন।

বিস্তারিত দেখুন ও ভিডিও এর মাধ্যমে ধাপে ধাপে জানতে প্রবেশ করুন যে তিন কাজ করলে কম্পিউটারে ভাইরাস ঢুকবে না লিঙ্কে।

ধন্যবাদ

TheTechSenses
আরও টিপস এন্ড ট্রিকস জানতে সাবস্ক্রাইব করুন

ভিডিও লিঙ্কঃযে তিন কাজ করলে কম্পিউটারে ভাইরাস ঢুকবে না

Level 2

আমি দি টেক সেন্সসেস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস