গুগল মিটে ক্লাস, কনফারেন্স, কোচিং বা টিউশন করা খুবই সহজ ও নিরাপদ।
ভিডিও এর মাধ্যমে ধাপে ধাপে জানতে প্রবেশ করুন গুগল মিট বাংলা টিউটরিয়াল লিঙ্কে।
নিচে ধাপগুলো বর্ননা করা হলোঃ
ধাপ ১ (সবার জন্য)। মিটিং এ যোগদানের জন্য আমাদের অবশ্যই গুগল মিট এপটি প্রত্যেকের মোবাইলে ইন্সটল করা থাকতে হবে তবে কেই কম্পিউটার থেকে অংশগ্রহণ করতে চাইলে কোন সফটওয়ার বা অ্যাপস ইনস্টলের প্রয়োজন নাই।
ধাপ ২ (শুধু অর্গানাইজারের জন্য)। একজনকে মিটিং অর্গানাইজার বা হোস্ট হয়ে মিটিং এর জন্য URL তৈরি করতে হবে যা একটি দাওয়াত পত্রের ন্যায় অর্থাৎ যারাই URL পাবে তারা সবাই মিটিং বা ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। URL টি সকল অংশগ্রহনকারীদের শেয়ার করতে হবে।
ধাপ ৩ (শুধু অংশগ্র্রহনকারীদের জন্য)। সকল URL প্রাপ্তরাই মিটিং-এ অংশগ্রহণ করতে পারবে। মিটিং এ অংশগ্রহণের জন্য URL থেকে সরাসরি ঢুকা যাবে বা আগে গুগল মিট ওপেন করে URL এর শেষের অংশে থাকা মিটিং কোডটি ব্যবহার করতে পারবে।
আশাকরি এখন থেকে সবাই গুগল মিট ব্যবহার করতে পারবেন। যেকোন প্রশ্ন থাকলে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চ্যানেলটি উন্নয়নের চেষ্টা করছি আপনার সহযোগিতা একাত্নভাবে কাম্য তাই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
বলে রাখা ভালো গুগল মিটের দুটি ভার্সন রয়েছে যেটি পেইড ভার্সন সেটির নাম G SUIT সেটিতে গুগলে ক্যলেন্ডার হতে মিটিং সিডিউল করে রাখা, মিটিং রেকর্ড ও ফোন কলের মাধ্যমে মিটিং-এ যোগ দেয়াসহ অনেকগুলো গুরুত্বপুর্ন ফিচার রয়েছে।
তবে দুটি ভার্সনের ব্যবহার পদ্ধতিই এক।
ভিডিও লিঙ্কঃগুগল মিট বাংলা টিউটরিয়াল লিঙ্কে।
ধন্যবাদ
আমি দি টেক সেন্সসেস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।।