প্রিয় বন্ধুরা,
আপনি যদি কম্পিউটার কিনতে চান তাহলে শুধুমাত্র বিক্রেতার কথার উপর বিশ্বাস না করে, জেনে নিন কিভাবে কম্পিউটারের কনফিগারেশন চেক করতে হয়। তাতে আপনার নিজের কনফিডেন্স যেমন বাড়বে আবার নিজের কম্পিউটারের সব কিছু নিজেই সহজে বুঝেও নিতে পারবেন।
অথবা আপনি যদি কম্পিউটার সংক্রান্ত কোন টেকনিক্যাল সমস্যার পড়েন, তাহলে সর্বপ্রথমে আপনার জানতে হবে আপনার কম্পিউটারের বর্তমান কনফিগারেশন কি অর্থাৎ আপনার প্রসেসরের স্পিড কত?, র্যাম কত?, হার্ড ডিস্কের সাইজ কত?, আইপি এড্রেস কত?, ম্যাক এড্রেস কত? ইত্যাদি।
আমাদের অনেকেরই জানা নেই কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ন ও সহজে। আসুন জেনে নিই।
ভিডিও এর মাধ্যমে ধাপে ধাপে জানতে প্রবেশ করুন কম্পিউটারের কনফিগারেশন চেক লিঙ্কে।
১। কম্পিউটারে সাধারন কনফিগারেশন জানতে উইন্ডোজ সার্চে লিখুন system Information এরপর যে লিংকটি দেখাবে সেখান থেকে আপনি সব তথ্য পেয়ে যাবেন।
২। কম্পিউটারে নেটয়ার্ক ইনফরমেশন জানতে উইন্ডোজ কমান্ড প্রম্পটে লিখুন ipconfig /all এরপর কালো স্ক্রীনে আপনি সব তথ্য পেয়ে যাবেন।
ভিডিও লিঙ্কঃকম্পিউটারের কনফিগারেশন চেক লিঙ্কে।
ধন্যবাদ
আমি দি টেক সেন্সসেস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।