সাহায্যঃ কিভাবে উইন্ডোজের Multi-bootable DVD তৈরী করব?

আমি উইন্ডোজের Multi-bootable dvd তৈরী করতে চাই। আর উক্ত DVD থেকে windows xp সহ অন্য এক বা একাধিক software/ অপারেটিং সিস্টেমকে আলাদা-আলাদা ভাবে ইচ্ছামত Boot করতে চাই। এমন হতে পারে একটি Multi-bootable dvd হতে windows xp ও Vista বা অন্য কোন পছন্দমত software ইউজারের ইচ্ছামত যেকোন একটি-একটি করে Boot করতে পারবে। এজন্য windows xp সহ অন্য এক বা একাধিক সফট্ওয়ারের DVD-startup menu কিভাবে তৈরী করবো।এবং দুই বা ততোধিক অপারেটিং সিস্টেম কে অথবা একটি অপারেটিং সিস্টেম সাথে যেকোন অন্য একটি সফট্ওয়ার কে কিভাবে multi-boot করবো, তা জানালে অনেক উপকার হবে। এই DVD তে আরো কোন সফট্ওয়ার (bootable করা ছাড়া) রাখা সম্ভব কিনা? কোন সফট্ওয়ারের মাধ্যমে Multi-bootable dvd ও Multi-bootable dvd এর Startup menu তৈরী করা সহজ ও বেশি কার্যকর হবে?

এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই …

Level 0

আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিচের লিংকের সফটওয়্যার এ সাহায্যে আপনি এ জাতীয় কাজ করতে পারবেন।

http://www.magiciso.com/tutorials/miso-createmultibootcd.htm

জাহিদ ভাইকে ধন্যবাদ লিঙ্ক দেওয়ার জন্য।