সদ্য চায়নায় MIUI 12 এর বিটা টেস্টিং রিলিজ হইছে। অনেকে হয় দেখেছেন এর ফিউচার স্ট্রিক ফিচার গুলা মাথ নষ্ট করার মতো। তবে অনেকের মতে ios মানে এপেলের ইউ আই কপি করছে।
এবার আসল কথায় আসি অনেকে এর লাইভ ওয়ালপেপার টা দেখেছেন নিস্চই, না দেখলে দেখে নিন।
এখন এটা আপনার স্মার্টফোনেও ব্যবহার করতে পারবেন। Requirement: Android 8.0+
কি ভাবে ইনস্টল করবেন::
প্রথমে নিচে দেওয়া লিংক থেকে Zip ফাইলটি ডাউনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে Zip ফাইলটি এক্সট্রাক্ট করুন। এক্সট্রাক্ট করলে ৪টি apk ফাইল পাবেন সবগুলা নরমালি ইনস্টল করুন। এরপর Settings>Wallpaper>Live Wallpaper থেকে পছন্দমতো live wallpaper সিলেক্ট করুন। (Live wallpaper এর অপশনটা ডিভাইস ভেদে কিছুটা ভিন্ন হতে পারে)। আর যারা Live wallpaper এ গিয়ে কোনো wallpaper দেখছেন না তারা প্লে স্টোর থেকে Google wallpaper এপটি ডাউনলোড করে ওপেন করুন এবং স্ক্রল করে নিচে চলে যান। সবার শেষে live wallpaper লেখা একটি অপশন দেখবেন ওইটাতে ডুকলেই সবগুলা পেয়ে যাবেন।
Download link: DOWNLOAD
[লো ডিভাইজে চেস্টা না করাটাই ভালো। ]
আমি আহমেদ আরিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
You are your most trusted friend in your life.