আশাকরি ভালোই আছেন।
আজ এটা জেনে খুশি হবেন যে আমি আপনাদের দেখাব কিভাবে বাংলালিংক সিমে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট নিবেন।
তো প্রথমে আমি কয়েকটি ছবি দেখাই। আমি পেয়েছি তার প্রূফ
এটাতে আমি ৪ জিবির মত নিয়েছি
আর এটাতে নিয়েছি ২ জিবির মত।
তো চলুন শুরু করি।
প্রথমে আপনার মোবাইলের ব্রাউজারটি ওপেন করে নেন যেকোন ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি। অথবা নিজের লিংকে ক্লিক করেন
https://www.banglalink.net/dbss_prod/data-campaign/?id=100MBSIGNUPBONUS
এবার একটা বক্স দেখতে পাবেন যেটাতে মোবাইল নাম্বার চাচ্ছে।
আপনার বাংলালিংক নাম্বারটি দিয়ে
Submit এ ক্লিক করেন
এবার আপনার মোবাইলে ৫ মিনিটের মধ্যে OTP কোড যাবে তবে ২-৩ মিনিট লাগতে পারে কোড টী আসতে।
কোডটি ফাকা বক্সে বসিয়ে দিয়ে সেন্ড এ ক্লিক করবেন।
দেখেন এরকম মেসেজ আসবে। এখানে ১০০ এম্বি দেখালেও ৫০০ এম্বি পাবেন।
দেখুন আমার মেসেজ এসে গেছে
আমি বেশ কয়েকবার নিয়েই টিউনি করেছি। চেষ্টা করতে থাকেন। আর হ্যা কোডটি আসতে ৫ মিনিটের বেশি সময় লাগলে এম্বি আসবে না। তখন আবার চেষ্টা করবেন।
তো অফারটি শেষ হওয়ার আগেই নিতে থাকুন।
For more see the video:
আমি সানজিদ আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।