অনেক সময় আমার মনে চায় ছুটে গ্রামে চলে যেতে, পাখির কোলাহল শুনতে, বৃষ্টির শব্দ শুনতে, পাহাড়ে চলে যেতে, সমুদ্রে গা ভেজাতে বা এমন কোনো জায়গায় গিয়ে সময় কাটাতে যেখানে ভালো পরিমানে বাতাস বইছে.
কিন্তু বাদ সাধে শহুরে ব্যস্ততা ও কাজের চাপ, তাই আর এসব হয়ে ওঠে নাহ!
আপনারও কি আমার মত অবস্থা?
অনেক রকম ফিলই নিতে মনে চায়, কিন্তু কাজের চাপে ছুটতে পারছেন নাহ?
তাহলে আজকের ওয়েবসাইটটা আমার ও অবশ্যই আপনার জন্য.
আজকের যে ওয়েবসাইটটা নিয়ে ছোট্ট টিউনটা করতে চাচ্ছি তা হলো A Soft Murmur
যাদের রয়েছে নিজেদের ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ.
এই ওয়েবসাইটটিতে রয়েছে অনেক রকম টিউন, যেগুলো শুনে আপনি চাইলে ঘরে বসেই বিভিন্ন রকম ফিল নিতে পারবেন.
চাইলে কয়েক রকম সাউন্ড একসাথে চালিয়ে একটা আলাদা পরিবেশ তৈরি করলে পারবেন, তাই সবচেয়ে ভালো হবে এই সাউন্ড ইয়ারফোন, হেডফোন বা সাউন্ড সিস্টেমের মাধ্যমে শোনা.
যেহেতু আজকের টিউনটা একটু বেশিই ছোট হয়ে যাচ্ছে, তাই আপনাদের আমি ২-১ টা আইডিয়া দেই 🙂 🙂 🙂 🙂 🙂 🙂
আইডিয়া ঃ -
আপনি চাইলেই
Rain + Thunder + wind এর সাউন্ড একসাথে মিশিয়ে কড়া গরমেও কৃত্তিম বৃষ্টি উপভোগ করতে পারেন.
বা
Cricket + Wind মিশিয়ে গ্রামীন রাতের পরিবেশ তৈরি করে নিন.
অথবা
একা বসে থাকলে Coffee Shop + Singing Bowl মিশিয়ে ব্যাস্ত পরিবেশ তৈরি করে নিতে পারেন 🙂 🙂 🙂
Site Link - https://asoftmurmur.com/
Android app - https://play.google.com/store/apps/details?id=com.gabemart.asoftmurmur
Ios App - https://apps.apple.com/app/apple-store/id1175522255?ct=&pt=118464987
এই বিরক্তিকর টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ 🙂
আমি তাহমিদ আবরার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।
Just A Tech Lover