সার্ভার র‌্যাক কেবিনেটের বাজারে নতুন সংযোজন “ডেটাপ”

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

ইন্টারনেটের কল্যানে আজ আধুনিক বিশ্ব পরিনত হয়েছে ছোট্ট একটি গ্রামে মত। তথ্য আদান প্রদানে এখন আর ‍দিনকে দিন মাসের পর মাস অপেক্ষা করতে হয় না। ঘরে বসেই জানা যাচ্ছে বিশ্বের যে কোন তথ্য বা সংবাদ। এই তথ্য আদান প্রদানের প্রধানতম মাধ্যম হচ্ছে ইন্টরনেট সার্ভার সিস্টেম। আর এই সার্ভার সিস্টেমকে একভূত করে রাখতে প্রয়োজনে ব্যবহৃত হচ্ছে সার্ভার র‌্যাক কেবিনেট। সার্ভার র‌্যাক কেবিনেটের প্রধানতম কাজ হচ্ছে বিক্ষিপ্ত সার্ভার সিস্টেমকে একই সূত্রে ধরে রাখা।

আইটি সেক্টরে সার্ভার র‌্যাক কিবিনেটের প্রয়োজনীয়তা:

আইটি সেক্টরে সার্ভার র‌্যাক কেবিনেটের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। সাধারনত আইটি সেক্টর সার্ভার সিস্টেম বৃহৎ পরিশরে হয়ে থাকে। এই বৃহৎ পরিশরের সার্ভার সিস্টেমকে একভূত করে রাখেতে প্রয়োজন হয় সার্ভার র‌্যাক কেবিনেট। প্রতিষ্ঠানের আকার ও প্রয়োজন অনুসারে বিবিধ সাইজের কেবিনেট ব্যবহৃত হয়ে থাকে।

বাজারে কত ধরনের সার্ভার র‌্যাক কেবিনেট পাওয়া যায়:

1. ওয়াল-মাউন্ট সার্ভার র‌্যাক কেবিনেট

2. ফ্লোর-স্ট্যান্ড সার্ভার র‌্যাক কেবিনেট

3. ওপেন সার্ভার র‌্যাক কেবিনেট

4. পোর্টেবল সার্ভার র‌্যাক কেবিনেট

5. টু-টিউন সার্ভার র‌্যাক কেবিনেট

কোন কোন সাইজের সার্ভার র‌্যাক কেবিনেট সহজলভ্য:

1. 42 ইউ (600/1000/2055) মিলিমিটার

2. 32 ইউ (600/1000/1610) মিলিমিটার

3. 22 ইউ (600/1000/1166) মিলিমিটার

4. 18 ইউ (600/600/988) মিলিমিটার

5. 15 ইউ (600/600/769) মিলিমিটার

6. 12 ইউ (600/450/635) মিলিমিটার

7. 9 ইউ (600/450/501) মিলিমিটার

8. 6 ইউ (600/450/368) মিলিমিটার

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান ডেটাপ সার্ভার র‌্যাক কেবিনেটের ডিলারশীপ নিয়েছে। আপনি gctl ঠিকানার ওয়েব-সাইট থেকে ডেটাপ সার্ভার র‌্যাক কেবিনেটের তথ্য জানতে পারবেন।

Level 2

আমি jakaria3804। Engineer, Technology, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস