আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম Android ফোনে ব্যবহৃত বহুল জনপ্রিয় ফটো ইডিটিং অ্যাপ “ফেসঅ্যাপ” এর প্রো ভার্সনের মোড ভার্সন সম্পূর্ন ফ্রিতে। যাই হোক মুল বিষয় দিকে যাই।
FaceApp হচ্ছে Android ফোনের সেরা একটি ফটো ইডিটিং সফটওয়ার। যেটা খুবই ছোট, সিম্পল, ইজি এবং ফাস্ট একটি সফটওয়্যার। খুব সহযেই আপনি আপনার যেকোনো ফটোকে ইডিট করে সেটাতে Young থেকে OLD আবার OLD থেকে Young করে ফেলতে পারবেন। এখন পর্যন্ত এই অ্যাপটিকে 100 মিলিয়ন এর বেশিবার ডাউনলোড করা হয়েছে প্লে স্টোর থেকে।
তবে এই অ্যাপটিরও পেইড ভার্সন এবং ফ্রি ভার্সন রয়েছে। আপনি ফ্রি ভার্সনে সকল সুবিধা পাবেন না। কিন্তু আপনাদের চিন্তার কোনো কারন নেই, কেননা আমি এই অ্যাপটির মোবাইল ভার্সনের ডাউনলোড লিংকটি টিউনের নিচে দিয়ে দিয়েছি। সেখান থেকে খুব সহযেই গুগল ড্রাইব হতে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।
FaceApp অ্যাপটি আপনারা ব্যবহার করলেই বুঝে যাবেন এটা কতোটা মজার একটি অ্যাপ। সো চলুন এক নজরে দেখে নেই আর কি কি ফিচারস আছে এই অ্যাপটিতে।
প্রধান ফিচার্রসঃ
মোড ফিচারসঃ
তো এই ছিল যত প্রকার বিশেষ গুন এই অ্যাপসটির, যাই হোক আমি নিজেও অ্যাপটি ব্যবহার করি তাই বলতে পারি আপনি এই অ্যাপটি ব্যবহার করলে আপনার অনেক উপকার হবে। আর আমি তো প্রিমিয়াম ভার্সন দিয়ে দিচ্ছি সো নো টেনশন।
ডাউনলোড: Download Now
কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ
আমি স্বরুপ রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।