ফরেক্স ট্রেডিং
কর্মসংস্থানের জন্য মানুষ যুগে যুগে বেছে নিয়েছে বিকল্প ব্যবস্থা। যেমন আমাদের দেশে মানুষ চাকরির পাশাপাশি বাড়তি আয়ের জন্য ঝুঁকে পড়েছে শেয়ার ব্যবসায়, এমনকি অনেকে তাদের আয়ের প্রধান উৎস হিসেবে বেছে নিয়েছে শেয়ার ব্যবসাকে। বাস্তবতা হলাে শেয়ার মার্কেট যেহেতু দেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং দেশের অনেক মেজর সিদ্ধান্তের উপর নির্ভর করে সেজন্য এখানে লাভের পাশাপাশি ঝুকিও অনেক বেশি। বাংলাদেশ একটি জনবহুল দেশ হওয়ার কারণে এদেশে বেকারত্বের হার ক্রমে বেড়েই চলছে, তাই এই বেকারত্ব হ্রাস করতে হলে আমাদের সকলকে সামনে এগিয়ে আসতে হবে।
বর্তমান সময়ে সারাবিশ্বটা আপনার কম্পিউটারের (ল্যাপটপ, নােটবুক) মধ্যে, কারণ ইন্টারনেটের মাধ্যমে সারাবিশ্বের যােগাযােগ আপনি যেকোনাে সংস্থান থেকে করতে পারেন। এর ফলে আজকে মানুষ ঘরে বসে তাদের অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করছেন আর এজন্য আমাদের দেশের লােকদের অনেক টাকা খরচ করে বিদেশ যেতে হবে না। কারণ দেশে বসেই চাইলে তারা বিদেশের চেয়ে অনেক বেশি অর্থ দেশে উপার্জন করতে পারবে। আর এজন্য দরকার আপনার একটি ইন্টারনেট কানেকশন এবং কম্পিউটার।
দেশে বসে বৈদেশিক অর্থ উপার্জন করার অন্যতম একটি পদ্ধতি হচ্ছে ফরেক্স ট্রেডিং-এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় (শেয়ার) মার্কেট এবং এটি অনেক নিভরশীল এবং ঝুঁকিহীন স্থান বৈদেশিক অর্থ উপার্জন করার জন্য। মূলত এটি হচ্ছে মুদ্রা কেনাবেচার বৃহত্তম বিশ্ববাজার। যদিও ফরেক্স শব্দটি বাংলাদেশে নতুন শিগগিরই এটি সবার কাছে খুব আকর্ষণীয় হয়ে যাবে। আউটসাের্সিংয়ে আমরা যেমন অনেক পরে শুরু করেছি যেখানে অন্যান্য দেশ আমাদের চেয়ে এগিয়ে আছে। ঠিক একইভাবে এশিয়ার অনেক দেশে ফরেক্স মার্কেটের প্রসার ঘটিয়েছে।
ফরেক্স হচ্ছে ফরেন এক্সচেঞ্চ মার্কেট সংক্ষেপে ফরেক্স বা এফএক্স (FX) বা কারেন্সি মার্কেট বলা হয়। আমাদের দেশে যেমন শেয়ার মার্কেটে শেয়ার ক্রয়-বিক্রয় হয় কিন্তু ফরেক্স মার্কেটে বৈদেশিক মুদ্রা কেনা বেচা হয়। এখানে কোন দেশের মুদ্রা দিয়ে আপনি অন্যদেশের মুদ্রা ক্রয় করছেন। এমনকি এক দেশের মুদ্রা বিক্রি করে অন্য দেশের মুদ্রা ক্রয় করা। পৃথিবীর অন্যতম শেয়ার বাজার হচ্ছে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্চ কিন্তু ফরেক্স তার চেয়ে অনেক গুণ বড়। ফরেক্স মার্কেটে প্রতি দিনে প্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার এর বেশি লেনদেন হয়।
প্রধানত বড় বড় ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্রোকারদের মাঝে ইলেকট্রনিক পদ্ধতিতে বা ইন্টারনেটের মাধ্যমে বিশাল এ মার্কেটে অর্থের বিনিময় হয়ে থাকে। আগে ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের বড় বড় ব্যাংকে ও প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু সাধারণত মানুষের প্রবেশ তেমন ছিল না। প্রযুক্তির কল্যাণে যােগাযােগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে সাধারণ মানুষ এবং ছােট ব্যবসায়ীদের দোরগোড়ায় ফরেক্স পৌঁছেছে। এ বাজারে বৈদেশিক মুদ্রা বেচাকেনা ছাড়াও স্বর্ণ, রৌপ্য ও তেলের বেচাকেনা হয়। তাই এই আরটিকেল আমরা ফরেক্সকে খুব সহজ ভাবে উপস্থাপন করেছি যেন একজন সাধারণ মানুষ আরটিকেল পড়ে ফরেক্স ট্রেডিং করতে পারে। পরিশেষে আমাদের অনেক বাস্তব অভিজ্ঞতা দিয়েছি যেটি আপনাদের রিয়েল ট্রেড করতে অনেক সাহায্য করবে। বাংলাদেশ সরকারের সকল নিয়ম মেনে ট্রেড করুন।
ফরেক্স মার্কেট ২৪ ঘণ্টা খােলা থাকে। তাই আপনি চাইলে আপনার সুবিধা মত যেকোনাে সময় ট্রেড করতে পারবেন। ফরেক্স মার্কেট জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনি যে দেশের মুদ্রা বাই করছেন সেটির দাম বৃদ্ধি পাক অথবা কমে যাতে দুই ক্ষেত্রেই আপনি লাভবান হবেন যে বিষয়টি এই মার্কেটে সবাইকে আকৃষ্ট করেছে তা হলাে যেকোনাে কেউ চাইলে নূন্যতম ১ ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারবে। ফরেক্সে ক্যারিয়ার গড়ার অনেক সুযােগ আছে। অনেকে ফুলটাইম জব হিসেবে ফরেক্সে কাজ করছেন। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পক্ষ হয়ে ট্রেড পরিচালনা করার জন্য দক্ষ ট্রেডার নিয়ােমিত থাকেন তাদের বেতনও অনেক বেশি। ফরেক্সে নিজেকে ভালাে ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারলে আপনি ঘরে বসেও বিভিন্ন বিদেশী প্রতিষ্ঠানের ট্রেড করতে পারবেন। অরজিনাল টিউন
আমি মোঃ হাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।