২০১৯ সালের ফোনের বাজার যাচাই করলে দেখা যাবে বেশ কিছু কোম্পানির স্মার্টফোন শীর্ষে আছে। গুগল, অ্যাপল এবং স্যামসাং এর কিছু নতুন ফোনও যোগ হয়েছে। যে দ্রুত গতিতে স্মার্টফোন গুলো বিবর্তিত হচ্ছে একটি নতুন ফোন হাতে আসার সাথে সাথে অন্য আরো একটি আধুনিক মডেল এর মোবাইল ফোন বাজারে আসছে। এ বছরে উন্নত মান এবং গ্রাহক চাহিদার জন্য যে সব মোবাইল স্থান নিয়েছে তার তালিকা নিচে দেওয়া হল :
স্মার্টফোনটি মিডনাইট সবুজ, স্পেস গ্রে, সিলভার এবং গোল্ডেন কালার-এ বাজারে এসেছে। আই ফোন ১১ প্রো ম্যাক্সে আছে ৬ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে যার রেজল্যুশন ২৬২৬ x ১২৪২ পিক্সেল। পিছনে আছে তিনটি ক্যামেরা – একট ১২ মেগা পিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা লেন্স, টেলিফোটো লেন্স যা ১২ মেগা পিক্সেল, আল্ট্রা-ওয়াইড ফটোগ্রাফির জন্য রয়েছে আরও একটি ১২ মেগা পিক্সেলের লেন্স। এই ফোনটি এ১৩ বায়োনিক চিপসেটের মাধ্যমে চলে। এই ফোনটি ফেস আইডি ওয়াইড অ্যাঙ্গেলে কাজ করবে।
ফ্যাশন সচেতন গ্রাহকদের নজর এখন স্যামসাং গ্যালাক্সি এস১০ প্লাস এর দিকে। এই ফোনে আছে ৬ দসমিক ৪ ইঞ্চি হাইপারবোলয়েড ডিসপ্লে। ১৬ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড-এঙ্গেল ত্রিপল লেন্স, প্লাস ১২ মেগা পিক্সেল ডুয়াল অ্যাপারচার লেন্স, প্লাস ১২ মেগা পিক্সেল এর টেলিফোটো লেন্স। এছাড়া সামনে ক্যামেরার জন্য আছে ১০ এমপি এবং ৪ এমপি ডেপথ সেন্সর। প্রসেসর হিসাবে আছে স্ন্যাপড্রাগন ৮১৫০ (যেটির পরবর্তী নাম হতে পারে স্ন্যাপড্রাগন ৮৫৫)।
হুয়াওয়ে স্মার্টফোনটি এ বছরের এপ্রিল মাসে বাজারে আসে। যার ডিসপ্লে ওএলইডি প্যানেলে তৈরি। ৬ দশমিক ৪৭-ইঞ্চি ফোনটিতে আছে ১, ০৮০ x ২, ৩৪০ পিক্সেল রেজল্যুশনের ডিসপ্লে। এটার স্ক্রিনের ঘনত্ব ৩৯৮ পিক্সেল। ফোনটি ২ দশমিক ৬ গিগা হাঃ অক্টাকোর প্রসেসর দ্বারা চালিত। এটিতে র্যাম আছে ৮ জিবি এবং রম রয়েছে ৫১২ জিবি। অ্যান্ড্রয়েড ৯.০ অপারেটিং সিষ্টেমে চালিত ফোনটির প্রসেসর হাইসিলিকন কিরিন ৯৮০। আর হ্যাঁ ফোনটি সম্পুর্ন পানি নিরোধক।
বিগত কয়েক বছর আগের ওয়ান প্লাস সিরিজের মোবাইল গুলো নিয়ে পর্যালোচনা করলে বোঝা যায় ওয়ান প্লাস ৭টি প্রো ফোনটিতে পরিবর্তন দরকার ছিল। ফোনটিতে ৬ দশমিক ৬৭-ইঞ্চি কোয়াড এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং প্রসেসর রাখা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫| রয়েছে ১২ জিবি অবধি র্যাম, ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং অক্সিজেন অপারেটিং সিস্টেম। ট্রিপল ক্যামেরা কনফিগারেশন এ রয়েছে ৪৮ মেগা পিক্সেল ওয়াইড লেন্স, ৮ মেগা পিক্সেল টেলিফটো লেন্স এবং ১৬ মেগা পিক্সেল আলট্রা ওয়াইড লেন্স।
এই ফোনটিতে রয়েছে ৬.৩ ইঞ্চির FHD প্লাস ডিসপ্লে। ফোনটির বিশেষ আকর্ষণ ডায়নামিক অমলেড ইনফিনিটি-O ডিসপ্লে যার রেজল্যুশন ২২৮০ x ১০৮০ পিক্সেল এবং এটি HDR10 প্লাস সার্টিফাইড। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপ ড্রাগন ৮৫৫ প্রসেসর। ফোনটিতে যুক্ত করা হয়েছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা যার মধ্যে একটি ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আরো আছে ইমেজ স্ট্যাবিলাইজেশন করার ক্ষমতা, ৮০ ডিগ্রী আল্ট্রা ভিউ। সাথে আছে এন্ড্রয়েড 9.0 এবং One UI অপারেটিং সিস্টেম।
গুগল পিক্সেল ৪ ফোনটির স্ক্রিনের সাইজ ৬.৩ ইঞ্চি, P-OLED প্রযুক্তি, স্ক্রিনের রেজ্যুলেশন ১৪৪০x৩০৪০ পিক্সেল, পেছনের ক্যামেরা ১২.২ প্লাস ১৬ মেগা পিক্সেল। এর প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫।
স্মার্ট ফোনটি ২০ আগস্ট ২০১৯ লঞ্চ করা হয়েছে । এতে রয়েছে ৬.৩৯ ইঞ্চি Super AMOLED ডিসপ্লে যার রেজল্যুশন ১০৮০x২৩৪০ পিক্সেল। ২.৮৪ গিগা হার্জ ক্ষমতার ওকটা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর। ফোনটি 4000 mAh ব্যাটারি দ্বারা চালিত। প্রধান ক্যামেরাটি 48 + 8 + 13 মেগা পিক্সেল। এছাড়াও রয়েছে ২০ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা।
আমি আহমেদ তানভীর স্মরণ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।