ইলেকট্রনিক্স শেখার বাংলা বই – বেসিক ইলেকট্রনিক্স লার্নিং কিট

আসসালামু আলাইকুম,

আজ আপনাদের সাথে ইলেকট্রনিক্স বিষয়ক নতুন একটি বাংলা বইয়ের তথ্য শেয়ার করবো। বইটির নাম “বেসিক ইলেকট্রনিক্স লার্নিং কিট”।

রাতারাতি ইলেকট্রনিক্স শেখা সম্ভব নয়! তবে আপনি যদি ইলেকট্রনিক্স শেখার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হন; আশা করা যায় এই লার্নিং কিটটি ব্যবহার করে খুব শীঘ্রই বিভিন্ন ধরনের সার্কিট নির্মান করতে পারবেন। এই লার্নিং কিটটি যথাসম্ভব সহজভাবে ডিজাইন করা হয়েছে এবং  আপনার ইলেকট্রনিক্স শেখার যাত্রাকে সহজ করার জন্য এই লার্নিং কিটের সাথে ইনষ্ট্রাকশন ম্যানুয়েলে প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করা হয়েছে, যেগুলো আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। এই শেখাক পরবর্তীতে ইলেকট্রনিক্স, রোবটিক্স, অটোমেশন সর্ম্পকিত বিভিন্ন বিষয়ে উচ্চতর জ্ঞান লাভে সহায়ক হবে। এই লার্নিং কিট ব্যবহারে কোন সমস্যা হলে বা প্রজেক্ট নির্মান করতে তথ্য প্রয়োজন হলে, প্রথমে তা নিজে সমাধান করার চেস্টার প্রয়োজন হবে (যেহেতু এটি তথ্য খোঁজা ও সমস্যা সমাধানের যোগ্যতা তৈরী করে)।  সমস্যা সমাধান না হলে, কিটের সাথে সংযুক্ত কোড ব্যবহার করে অনলাইনে যেকোন সময় প্রশ্ন করা সম্ভব হবে।  এই লার্নিং কিটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ব্যবহারকারী শুধুমাত্র ইনষ্ট্রাকশন ম্যানুয়েল ব্যবহার করেই সার্কিট নির্মান করতে পারেন। লার্নিং কিটে সকল উপকরন একসাথে সন্নিবেশিত করা হয়েছে, যেন ব্যবহারকারী শুধুমাত্র শেখার দিকেই মনোনিবেশ করতে পারেন। লার্নিং কিটটি ব্যবহারের জন্য কোন অতিরিক্ত কোন বিষয় জানার প্রয়োজন নেই। আমরা স্কুল-কলেজে যে অংক, বিজ্ঞান শিখি তা দিয়েই কিটে বর্নিত বিষয়বলী সহজে বোঝা যাবে। যদি কোন বিষয় বুঝতে সমস্যা হয় তবে অবশ্যই কিটের সাথে সংযুক্ত কোড ব্যবহার করে যেকোন সময় অনলাইনে প্রশ্ন করা সম্ভব হবে। কিটের জন্য প্রয়োজনীয় ৯ ভোল্টের ব্যাটারী যেকোন ইলেকট্রিক মার্কেট থেকে সংগ্রহ করা যাবে।

এই লার্নিং কিটটি ব্যবহার করে জানা যাবে–

  • ইলেকট্রনিক্স এর বেসিক সূত্র সমূহ।
  • কিভাবে ব্রেডবোর্ড ব্যবহার করে প্রটোটাইপ সার্কিট নির্মান করা হয়।
  • কিভাবে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সমূহ কাজ করে।
  • কিভাবে কম্পোনেন্ট সমূহের মান পড়তে হয়।
  • কিভাবে ইলেকট্রনিক্স ডায়াগ্রাম পড়তে হয়।
  • কিভাবে ইলেকট্রনিক্স সার্কিট ডিজাইন করতে হয়।
  • কিভাবে সার্কিটের সমস্যা সমাধান করতে হয়।
  • কিভাবে উপকরনের মান পরিবর্তনের মাধ্যমে সার্কিটের কার্যক্ষমতা বাড়ানো যায়।

 

এই বই ব্যবহার করে প্রজেক্ট নির্মানের মাধ্যমে ব্যবহারিক ভাবে ইলেকট্রনিক্স শেখা সম্ভব হবে। নিচের লিঙ্ক ব্যবহার করে বইয়ের কয়েকটি অধ্যয় পড়া যাবে

https://drive.google.com/file/d/1IpMsRF8_sWI6iKxBPC_X-yQ4RBQG3PGU/view?usp=sharing।

 

সর্তকতা –

এই কিটে ৯ ভোল্টের ব্যাটারী ব্যবহার করা হয়েছে। এর মানে এই কিটটি ব্যবহার করে কোন ধরনের ইলেকট্রিক শক বা বিদ্যুৎ তাড়িত হবার সম্ভাবনা নেই। তবে কিছু কম্পোনেন্ট ভূলভাবে স্থাপন করলে সেটি নষ্ট হয়ে যেতে পারে বা অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, পূড়ে যেতে পারে, এমনকি বিস্ফোরিত হবার আশংকা থাকবে। তাই সার্কিট নির্মানের সময় সর্বপ্রথমে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সার্কিট নির্মানের সময় নিজের মুখকে সার্কিট থেকে দূরে সরিয়ে রাখা ভালো। তবে যে পর্যন্ত সার্কিটে ব্যাটারী স্থাপন না করা হয় সে পর্যন্ত কোন সমস্যা নেই। তাই সর্বদা সার্কিটে ব্যাটারী স্থাপন করার পূর্বে ডায়াগ্রামটি ভালোভাবে পরীক্ষা করতে হবে এবং চেক করতে হবে যে কম্পোনেন্ট সমূহ ডায়াগ্রাম অনুসারে স্থাপিত হয়েছে কিনা। পুরোপুরি নিশ্চিত হবার পরেই সার্কিটে ব্যাটারী স্থাপন করতে হবে। যদি সার্কিট কাজ না করে তবে কানেকশন চেক করতে হবে। যদি এতে কাজ না হয় তবে পূনরায় চেক করতে হবে, কোন কানেকশন ভুল হয়েছে কিনা। অন্যথায় সমস্যা সমাধান না হলে, যেকোন সময়  কিটের সাথে সংযুক্ত কোড ব্যবহার করে যেকোন সময় অনলাইনে প্রশ্ন করা সম্ভব হবে।

লার্নিং কিটের প্রজেক্ট সমূহ

ব্যবহারিক ইলেকট্রনিক্স জানার জন্য এবং কাজের মাধ্যমে ইলেকট্রনিক্স শেখার জন্য এই লার্নিং কিটে নিন্মলিখিত প্রজেক্ট সমূহ নির্মান করা হয়েছে এবং নির্মান সংক্রান্ত উপকরন সমূহ কিট বক্সে সংযুক্ত রয়েছে।

প্রজেক্ট এক – আলো জ্বালানো

প্রজেক্ট দুই – বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন

প্রজেক্ট তিন – শব্দ তৈরী

প্রজেক্ট চার – নিরাপত্তা সার্কিট তৈরী

প্রজেক্ট পাচ –মোটর নিয়ন্ত্রন

প্রজেক্ট ছয় – আলো দিয়ে মোটর নিয়ন্ত্রন

প্রজেক্ট সাত – উজ্বলতা নিয়ন্ত্রন সার্কিট

প্রজেক্ট আট – প্যারালাল বিদ্যুৎ

প্রজেক্ট নয় – সিরিজ বিদ্যুৎ

প্রজেক্ট দশ – রেজিষ্টরকে সিরিজ ও প্যারালালী স্থাপন

প্রজেক্ট এগারো – রেজিষ্টর – ক্যাপাসিটর সার্কিট শেখা

প্রজেক্ট বারো – প্যারালাল ক্যাপাসিটর

প্রজেক্ট তেরো – ডায়োড চেনা

প্রজেক্ট চৌদ্দ –বিদ্যুৎ প্রবাহ দেখার সার্কিট নির্মান

প্রজেক্ট পনেরো – সেভেন সেগমেন্ট সার্কিট নির্মান

প্রজেক্ট ষোলো – এল.ডি.আর চেনা

প্রজেক্ট সতেরো – রিলে ব্যবহার করে অটোমেটিক লেটার বক্স

প্রজেক্ট আঠারো –আলোর ফ্লাশ সার্কিট নির্মান

প্রজেক্ট উনিশ – জানালা খোলার এলার্ম সার্কিট

 

লার্নিং কিটের কম্পোনেন্ট সমূহ

এই লার্নিং কিটের প্রজেক্ট সমূহ নির্মানের জন্য কিটের সাথে নিন্মোক্ত উপকরন সমূহ কিট বক্সে সংযুক্ত রয়েছে।

  • Resistor 470 ohm 10
  • Resistor 1M ohm 10
  • Resistor 10 ohm 10
  • Resistor 4.7k ohm 10
  • Resistor 1k ohm 10
  • Resistor 3.3 K ohm 10
  • Resistor 100k ohm 10
  • Resistor 10k ohm 10
  • Resistor 220 ohm 10
  • Resistor 1.2K ohm 10
  • Resistor 47K ohm 10
  • LED 10
  • Three Pole Switch 3
  • Potentiometer 100k 1
  • Buzzer 6V 1
  • Push Switch 10
  • Jumper Wire (M-M) 15
  • Trans 2N2222 1
  • Motor 1
  • LDR 1
  • Electrolyte 100UF 1
  • Electrolyte 10UF 1
  • Electrolyte 22UF 1
  • Cap 10nf 1
  • Battery 9V 1 (সংযুক্ত নেই)
  • General Diode 2
  • Tran PNP 2
  • IC 555 1
  • Seven Segment CA 1
  • Relay 6V 1
  • Bread Board 1
  • Battery Connect 1

 

Level 2

আমি hanif254। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস