প্রিমিয়াম কোর্স করুন একদম ফ্রিতে মাইক্রোসোফট এক্সেল

মাইক্রোসফট এক্সেল এর কথা শুনেননি এমন কম্পিউটার ব্যবহারকারী খুঁজে পাওয়াই দুস্কর। কিন্তু এ প্রোগ্রামটি নিয়ে বেশিরভাগ ইউজার এ ধারণা পোষণ করে থাকেন যে, এটি কঠিন।

আপনাদের জন্যে নিয়ে এলাম MS Excel কোর্স যা আপনারা খুব সহজেই আয়ত্ত্ব করে ফেলতে পারবেন কথা দিলাম।

এই কোর্সটি একটি পেইড কোর্স কিন্তু
কোর্স গুলো করতে পারবেন সম্পূর্ণ ফ্রি তে।
ফ্রি মনে এই নয় যে আলতু ফালতু। 😷

যারা নতুন তাদের এই কোর্স খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সম্পূর্ণ আপডেট কোর্স এটি।
যদিও এটি একটি বিশাল প্রোগ্রাম, তবে সঠিক সাধনার দ্বারা সবিই অর্জন করা সম্ভব।

কিন্তু অফিস-আদালতে, আমাদের দৈনন্দিন কাজে এমনকি প্রায় সর্বক্ষেত্রে এর প্রয়োগের জন্য আপনাকে খুব বেশি শেখার প্রয়োজন নেই।
আমি নিশ্চিত একটু মনোযোগী হয়ে ফান করতে করতে শিখে ফেলতে পারবেন।

এ টিউটোরিয়ালে আন্তরিকভাবে বর্ণনা করা হয়েছে – কিভাবে সহজে এক্সেল সম্পর্কে মৌলক জ্ঞান অর্জন করা যায়। প্রতিটি পর্বেই রয়েছে ভিডিও টিউটোরিয়াল, যেখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।

টিউটোরিয়াল গুলো এমন ভাবে করা হয়েছে যা দেখে আপনারা খুব সহজেই আয়ত্ত্ব করতে পারবেন।

বর্তমানে এক্সেল ছাড়া অনলাইনে ডাটা এন্ট্রি এর কাজ করার কথা ভাবাই যায়না।

ফ্রি তে এই কোর্স কমপ্লিট করে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে হতে পারেন অনলাইনে হিরো।

পুরো টিউটোরিয়ালে কি কি থাকবে তাও জানবো।

• এক্সেল ব্যাসিক

• ডেটা সংক্রান্ত কমান্ড

• IF Function Basic এবং IF Function ব্যবহার করে সূত্র তৈরি করুন

• IF ফাংশন এর Advance ব্যবহার শিখুন এবং এর সাথে AND ও OR এর ব্যবহার

• IF function ব্যবহার করে সম্পূর্ণ Grade Sheet তৈরি করার প্রক্রিয়া

• Lookup Function ব্যবহার করে রেজাল্ট তৈরি করার প্রক্রিয়া

• Time value of Money এর অংক এর সমাধান

• Goal Seek কি ও কিভাবে ব্যবহার করবেন

• সম্পূর্ণ Salary Sheet তৈরি করার প্রক্রিয়া

• Fill Handle এর যত ব্যবহার

• কিভাবে Chart তৈরি করবেন?

• Microsoft Excel Keyboard Shortcut

• Freeze Panes এর ব্যবহার

• Gridlines, Formula Bar, Column Name & Row no. Hide/Unhide করা

• Data Sorting করবেন যেভাবে

• Data Validation এর ব্যবহার

• Conditional Formatting এর সম্পূর্ণ টিউটোরিয়াল

• Duplicate Data Find Out করার সিস্টেম

• Unit Conversion করুন

• Formula নিয়ে বিস্তারিত আলোচনা

• যোগ, বিয়োগ, গুন ও ভাগ করুন

• Excel এর মাধ্যমে গনিত এর বিভিন্ন সমস্যার সমাধান এবং সকল Math Formula

• Excel এ Character Code নিয়ে কাজ করুন এবং Text Function শিখুন

• BINARY, DECIMAL, OCTAL & HEXADECIMAL Number কে এক্সেলের মাধ্যমে কনভার্ট করুন

• Subtotal বের করা প্রক্রিয়া

• Excel এ IF Function ব্যবহার করে কিভাবে আপনার বাসার বিদ্যুৎ বিল Calculate করবেন।

মাইক্রসফট ওয়ার্ড  টিউটোরিয়াল দেখতে নিচের প্লে বাটন এ ক্লিক ক্রুন।

Daily knowledge

 ইংরেজি বর্মাতনে আমাদের নিত্য প্রয়োজনিয় সঙ্গি তাই  লার্ণ ইংলিশ ওয়েবসাইট:
ঘুরে আসুন 

মাইক্রোসফট ওয়ার্ড এর কোর্স করতে ক্লিক করুন।

Daily knowledge

আজ এই পর্যন্তই আগামিতে নতুন কিছু নিয়ে আসবো আপনাদের জন্যে।

ধন্যবাদ

Level 1

আমি সফিক মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নাম সবাই দেখতে পারছেন তা আর নাই বললাম। ঢাকা আমার গ্রাম, প্রোগ্রামিং আমার সখ, Android App Development নিয়ে কাজ করছি বর্তামনে এবং মোটামুটি SEO / ASO করি এবং WordPress or Custom Website Development করি। এই মুহূর্তে বাণিজ্য বিভাগে মাস্টারস করছি, ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম নিয়ে পড়াশুনা করছি পাশাপাশি কাজ করছি।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস