আমাদের চাকরি জীবনে তো বটেই এবং আমাদের দৈনন্দিন জীবনেও মাইক্রোসফট ওয়ার্ড এর প্রয়োজন প্রতিদিনি আমরা লক্ষ করি। বর্তমানে অনলাইনে কাজের মধ্যেও এটা অনেক গুরুত্তপূর্ণ অবদান রাখে।
মাইক্রোসফট ওয়ার্ড না জানার কারনে প্রায় বিভিন্ন কম্পিউটার টাইপিং দোকানে দউরা দউরি করতে হয়। আজকে আমরা Microsoft Word এর সম্পূর্ণ টিউটোরিয়াল সম্পর্কে শিখবো।
যাতে আমাদের এর অন্তত কম্পিউটার টাইপিং এর জন্য দোকানে দোকানে দউরা দউরি করতে না হয়। আমার মনে হয় মাইক্রোসফট ওয়ার্ড বা অফিস সফটওয়্যার টা যেহেতু ইংরেজিতে তাই আমাদের ও মাইক্রোসফট ওয়ার্ড ইংরেজিতে শেখা প্রয়োজন।
কিন্তু অনেকে ইংরেজিতে ভালো ভাবে বুঝতে পারেনা তাই সম্পূর্ণ বাংলায় প্রিমিয়াম একটু কোর্স নিয়ে আসলাম যা সম্পূর্ণ ফ্রি।
এই কোর্স এর মাধ্যমে প্রতিটা টুলস সম্পর্কে সুস্পষ্টভাবে জানতে পারবেন। বেসিক থেকে এডভ্যান্স লেবেল পর্যন্ত শিখতে পারবেন। একটু মনযোগ দিয়ে একটু সময় দিলে কয়েকদিনেই সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ করা সম্ভব।
প্লে করুন
লার্ণ ইংলিশ ওয়েবসাইট:
ঘুরে আসুন
আমি সফিক মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নাম সবাই দেখতে পারছেন তা আর নাই বললাম। ঢাকা আমার গ্রাম, প্রোগ্রামিং আমার সখ, Android App Development নিয়ে কাজ করছি বর্তামনে এবং মোটামুটি SEO / ASO করি এবং WordPress or Custom Website Development করি। এই মুহূর্তে বাণিজ্য বিভাগে মাস্টারস করছি, ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম নিয়ে পড়াশুনা করছি পাশাপাশি কাজ করছি।...