টাইটেল দেখে বুঝে গেসেন হয়ত আজকে কি নিয়ে টিউন করতে যাচ্ছি, হ্যা KineMaster অ্যান্ড্রয়েডের জন্য সেরা ভিডিও ইডিটিং অ্যাপস। আমি সাধারনত পিসিতে সব প্রকার ভিডিও ইডিটিং করে থাকি যেই কারনে এই অ্যাপস তেমন একটা ব্যবহার করা হয় না, তবে এর গুনগান অনেকের কাছে শুনেছি তাই ভাবলাম আজ শেয়ার করে দেই। আর সেই মতে আজ এই নিয়ে লেখা আশা করি ভালো লাগবে।
কিনমাস্টার খুব জনপ্রিয়তা পাওয়ার কারন হচ্ছে এর ফিচারস গুলো, তবে বেশির ভাগ ফিচারস গুলো কিনতে বলা হয় যা বাংগালীদের মানহানির ব্যাপার তাই আমরা তা ব্যবহার করা থেকে দূরে থাকি, তবে আমি আজ প্রো ভার্সন শেয়ার করছি তাই আশা করি কারও মানহানি হবে না। আপনি এই অ্যাপসটি দিয়ে বিভিন্ন ল্যায়ারের মাধ্যমে আপনার ভিডিও ইডিট করতে পারবেন যেমনটা পিসিতে এডোব এর প্রিমিয়ার, আফটার ইফেক্টে করা যায়। আসলে এই অ্যাপসটা অনেকটা পিসি ভিডিও ইডিটিং অ্যাপস গুলোর মত বিভিন্ন ফিচারস আসে আর সেই কারনে আজ এত জনপ্রিয়।
আর যারা ভিডিও ইডিটিং করতে ভালোবাসেন বা মোবাইল ইউটিউবার তাদের মনে হয় এই অ্যাপসটা মোবাইলে ইনস্ট করা থাকে, তাই আজ তাদের জন্য ও যারা ভিডিও ইডিটিং ভালোবাসেন সবার জন্য আমার এই আয়োজন।
তো বরাবরের মত প্রথমে অ্যাপস সাধারন ফিচারস এবং পরে মুড ফিচারস নিয়ে আলোচনা করব, তারপরে কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন সেই নিয়ে একটু বানীবার্তা।
কি কি আছে সাধারন ফিচারস গুলোতেঃ
এই ছিল এই অ্যাপস এর সাধারন ফিচারস গুলো, বাকি আরও যে ফিচারস আসে সেই গুলো আপনারা ব্যবহার করে আমাকে জানাবেন তারপরে লিখব, এখন চলে যাব কি কি মোডিফিকিশন করা আসে এই অ্যাপসে।
মোডিফিকিশন ফিচারসঃ
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ Download
প্রিমিয়াম সোর্সঃ Website Page
গুগল প্লে স্টোরঃ Google Play
কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ
আমি স্বরুপ রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।