আজ যে অ্যাপস নিয়ে কথা বলতে যাচ্ছি তা নিয়ে আমার তেমন কোন অভিজ্ঞতা নেই, কারন এর আগে ব্যবহার করা হয়নি। কিন্তু অনেকের রিকুস্টনিয়ে টিউন করা, যেই কারনে সামান্য পড়ালেখা করতে হচ্ছে, কারন কিছুতো লিখতে হবে, আর সবার প্রিমিয়াম ভার্সন এর আবেদন ছিল তাই প্রিমিয়াম ভার্সন শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে।
যতটুকু পড়ালেখা আর ব্যবহার করে বুঝতে পেরেছি তাহলো এই অ্যাপস আপনাকে আপনার ফোনের যেকোন অ্যান্ড্রয়েড অ্যাপস এর ক্লোন করত পারে, এই আর এই ক্লোন অ্যাপস ও সেই অরিজিনাল অ্যাপস এর মত কাজ করে ব্যবপারটা ইন্টারেস্টিং কিন্তু আমার তেমন কাজে লাগে না তাই ব্যবহার করা হয়নি, যেই কারনে আনাড়ি রিভিও বলতে পারেন, তবে এখানে আগের পড়া লেখার পাওয়ার (ইংরেজি থেকে বাংলা, নোট গুগল ট্রান্সল্যাটোর) ব্যবহার করে আপনাদের ভালো একটি রিভিও দিতে পারব আশা করছি।
এই গুগল এর রিপোর্ট অনুযায়ি এপর্যন্ত ১ লাখ বার ডাউনলোড হয়েছে অ্যাপসটির এবং যার ভিতরে ১২০টাকা থেকে ৮৫০০টাকা পর্যন্ত ইন অ্যাপস পারচেস আসে, কিন্তু আমি সেই গুলো ফ্রিতে দিয়ে দিব সো নো টেনশন।
আগেই বলেছি যে এই অ্যাপস এর কাজ হলো আপনার ফোনের বাকি অ্যাপস গুলোকে ক্লোন করতে পারা, আর সেই ক্লোন অ্যাপস অরিজিনাল অ্যাপস এর মত কাজ করবে। মানে আপনি যদি ফেসবুক অ্যাপস ক্লোন করেন তাহলে এক সাথে দুইটা আইডি ব্যবহার করতে পারবেন, কুল হাহ?
কি কি করতে পারবেন এই অ্যাপস দিয়েঃ
কি কি করতে পারবেন প্রিমিয়াম ভার্সন দিয়েঃ
মোডিফিকিশন ভার্সনঃ
ডাউনলোড http://eunsetee.com/JqO4
আমি স্বরুপ রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।