মাত্র এক দিনে ব্লগে এডসেন্স পেলাম কিভাবে এক দিনে এডসেন্স পাবেন দেখুন

ব্লগে লেখালেখি করেন এমন অনেকেই আছেন। এবং অনেকেই নিজের মত করে ব্লগে ওয়েব সাইট খুলে ফেলেছেন। নিয়মিত টিউন করছেন কিন্তু সমস্যা একটাই সেটা হচ্ছে এডসেন্স পাচ্ছেন না। বার বার রিজেক্ট করে দিচ্ছে। তো চলুন আজকে বলবো আমি কিভাবে এক দিনেই এডসেন্স পেয়ে গেলাম। আমার ওয়েব সাইটটি বাংলায়। আমি যখন এডসেন্স এর জন্য আপিল করি তখন আমার ব্লগে টিউন ছিল মাত্র ১৪ টা৷ অনেকেই ভাবেন টিউন কম থাকার কারনে হয় না৷ তবে সেটা ভুল ধারনা আপনি ১০ টা টিউন দিয়েও এডসেন্স পেতে পারেন যদি টিউন গুলা নিজের লেখা হয়৷ তো নিচের ★স্টেপ গুলা অনুসরণ করুন -
প্রথমে আমাদের এই ৪ টা পেজ থাকতে হবে -

1) Privacy Policy
2) About us
3) Contact Us
4) turms and conditions

আমার পেজ গুলা দেখতে এখানে ক্লিক করুন

এখানে গিয়ে উপরে মেনুতে ক্লিক করলেই পেজ গুলা শো করবে একটা একটা করে চেক করে দেখুন তাহলে একটা ধারনা পাবেন।

এডসেন্স এর জন্য আপিল করার আগে অবস্যই এই পেজ গুলা লিখে নিবেন।
★এবার আসি টিউন কিভাবে করবেন -
অবশ্যই নিজে লিখতে হবে। কপি করা টিউন হলে এপ্রোভ করবে না৷

★সাইট ম্যাপ
আপনার ওয়েবসাইটটি অবশ্যই গুগল সার্চ কনসলে বা  গুগল ওয়েব মাস্টার টুলে এড করতে হবে। এবং টিউন গুলা সব গুগলে ইন্ডেক্স করে নিবেন।  এবং আপনার ওয়েব সাইট গুগলে সার্চ করলে যেন পাওয়া যায়। তাহলেই হবে আপনি মাত্র এক দিনের মধ্যেই পেতে পারেন এডসেন্স।

কোন কিছু জানার থাকলে আমাকে মেসেজ করতে পারেন ফেসবুক

Level 4

আমি মোঃ মহিন উদ্দিন। Content creator, Blogger, Patuakhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিছু জানতে এবং কিছু জানাতে ☺ আমার পোস্ট গুলো আপনার ভাল লাগলে আমার ওয়েবসাইটে ঘুরে আসবেন - www.mohinbd24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস